মান্ডা ইউনিয়ন
মান্ডা | |
---|---|
সাবেক ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে মান্ডা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৩′৪৯″ উত্তর ৯০°২৬′১৬″ পূর্ব / ২৩.৭৩০২৯৮° উত্তর ৯০.৪৩৭৭২১° পূর্বস্থানাঙ্ক: ২৩°৪৩′৪৯″ উত্তর ৯০°২৬′১৬″ পূর্ব / ২৩.৭৩০২৯৮° উত্তর ৯০.৪৩৭৭২১° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | তেজগাঁও উন্নয়ন সার্কেল |
জনসংখ্যা | |
• মোট | ৭২,৩১২ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
মান্ডা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেলের একটি প্রশাসনিক ইউনিয়ন।[১] যা ঢাকা সিটি করপোরেশনের সাথে একীভূত করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা-২০১৩-এর বিধি ৫(২) বিধান অনুসারে ডিসিসির অন্তর্ভুক্ত করা হয়।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
ইতিহাস[সম্পাদনা]
১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর মাতুয়াইল, কাজলা, বেগুনবাড়ী, গাংপাড়, মান্ডা, রাজারবাগ, মাতুয়াইল ইউনিয়ন গঠন করা হয়। গত ০১-০১-২০০২ ইং তারিখ হইতে মান্ডা ইউনিয়ন পরিষদ গঠিত হয়। পূর্বে মান্ডা হিন্দুদের আধিপত্য ছিল। মধুসুধন রাজবংশী (ময়না), হরিদাস রাজবংশী ছিলেন মান্ডা গ্রামের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম তারাই প্রথম মান্ডা গ্রাম নামের প্রস্তাবকারী ছিলেন।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
মান্ডা ইউনিয়নে মোট লোকসংখ্যা- ৭২,৩১২ জন (বাহাত্তর হাজার তিনশত বার ) জন প্রায় । খানার সংখ্যা ১৫,৫১৫( পনের হাজার পাচশত পনের )জন প্রায়।
মান্ডা ইউনিয়নের আয়তন ১.৯৫ বর্গকিলো মিটার। মোট ভোটার সংখ্যা-২৯,১৮৬ (উনত্রিশ হাজার একশত ছিয়াশি) জন। পুরুষ ভোটার -১৪,২৯৪ জন, মহিলা ভোটার-১৪,৮৯২ জন।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
গ্রিন মডেল টাউন।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "মান্ডা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
- ↑ "ঢাকা সিটিতে একীভূত হচ্ছে আশপাশের ১৬ ইউনিয়ন | বাংলাদেশ প্রতিদিন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১১।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |