রাইপাড়া ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°৩৭′৫৫″ উত্তর ৯০°৬′৫৩″ পূর্ব / ২৩.৬৩১৯৪° উত্তর ৯০.১১৪৭২° পূর্ব / 23.63194; 90.11472
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাইপাড়া
ইউনিয়ন
রাইপড়া ইউনিয়ন পরিষদ
রাইপাড়া ঢাকা বিভাগ-এ অবস্থিত
রাইপাড়া
রাইপাড়া
রাইপাড়া বাংলাদেশ-এ অবস্থিত
রাইপাড়া
রাইপাড়া
বাংলাদেশে রাইপাড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৭′৫৫″ উত্তর ৯০°৬′৫৩″ পূর্ব / ২৩.৬৩১৯৪° উত্তর ৯০.১১৪৭২° পূর্ব / 23.63194; 90.11472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
উপজেলাদোহার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৫.৫৩৯৯ বর্গকিমি (৬.০০০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট২৪,৯৮৮
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৬% পুরুষ = ৩০%, মহিলা = ২৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৩৩১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

রাইপাড়া বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত দোহার উপজেলার একটি ইউনিয়ন।

ইতিহাস[সম্পাদনা]

ঢাকা জেলার দোহার উপজেলার রাইপাড়া গ্রামের মৃত আব্দুর কুদ্দুস মিয়ার সুযোগ্য পুত্র জনাব হাফিজ উদ্দিন আহমেদ (আই,জি,পি পূর্ব পাকিস্তান) চেয়ারম্যান পি আই ডিসিই ও এমসিডর সুইজারল্যান্ড) সাহেবের আগ্রহে ১৯৬০ সালে অত্র রাইপাড়া ইউনিয়ন কাউন্সিল নামে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একজন চেয়ারম্যান ১৬ জন সদস্য এবং সরকার কর্তৃক মনোনিত ৮ জন সদস্য নিয়ে নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কাউন্সিল পরিবর্তন হয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব লুৎফর রহমান কবিরাজ। কালের স্বাক্ষী বহন করে সুনামের সাথে ইউনিয়নটি তার কার্য্যাদি পরিচালনা করে আসছে। কাল পরিক্রমায় আজ রাইপাড়া ইউনিয়ন পরিষদ শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল। দোহার উপজেলার অন্যতম আলোচিত ইউনিয়ন রাইপাড়া ইউনিয়ন। ইকরাশী উত্তর, ইকরাশী দক্ষিন, লক্ষীপ্রাসাদ, পালামগঞ্জ, হাতুরপাড়, জামালচর, রঘুদেবপুর, করিমগঞ্জ, লটাখোলা বিলেরপাড়, নাগেরকান্দা, রাইপাড়া দক্ষীন, রাইপাড়া উত্তর, কাঠালীঘাটা সহ বেশ কিছু গ্রাম এই ইউনিয়নভুক্ত। ইউনিয়নের যাবতীয় কার্যাবলী পালামগঞ্জ বাজারে অবস্থিত রাইপাড়া ইউনিয়ন পরিষদ থেকে পরিচালিত হয়।

উত্তরে নবাবগঞ্জ উপজেলা, পশ্চিমে কুশুম হাটি ইউনিয়ন পরিষদ, পূর্বে দোহার পৌরসভা, দক্ষিনে #মাহমুদপুর ইউনিয়ান পরিষদ।

গ্রাম সমূহ[সম্পাদনা]

রাইপাড়া ইউনিয়ন গঠিত হয়েছে ১৩ গ্রাম আর ৬টি মৌজা নিয়ে। যদিও এর মধ্যে অনেকগুলো গ্রামের বেশ কিছু অংশ বর্তমানে দোহার পৌরসভা এলাকাভুক্ত।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

রাইপাড়া ইউনিয়নে দুইটি বেসরকারী উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু কিন্টারগার্ডেন ও মাদ্রাসা রয়েছে।

উচ্চমাধ্যমিক

  1. ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়
  2. কাঠালীঘাটা উচ্চ বিদ্যালয়
  3. লটাখোলা উচ্চ বিদ্যালয়

সরকারী প্রাথমিক

  1. পালামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়
  2. রাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  3. জামালচর সরকারী প্রাথমিক বিদ্যালয়

মাদ্রাসা

১. নাগেরকান্দা হামিউসছুন্নাহ মহিলা মাদ্রাসা

২. নাগেরকান্দা মাদ্রাসায়ে দারুল কোরআন

নির্বাচন[সম্পাদনা]

দোহার পৌর সভার সীমানা নির্ধারনের জটিলতায় নির্বাচন স্থাগিত আছে।

বর্তমান পরিষদঃ

  1. নির্বাচিত পরিষদ সদস্য - ১৩ জন ( চেয়ারম্যান এবং ১নং ও ০৯ ওয়ার্ড সদস্য মৃত)
  2. ইউনিয়ন পরিষদ সচিব - ০১ জন
  3. ইউনিয়ন গ্রাম পুলিশ পদ সংখ্যা-১০ টি কর্মরত আছে ০৩ জন।

পূর্ববর্তী চেয়ারম্যানগণঃ

  1. জনাব লুৎফর রহমান কবিরাজ (১৯৬১-১৯৬৫ ইং)
  2. জনাব সেরাজ উদ্দিন আহমেদ (১৯৬৬-১৯৮২ ইং)
  3. জনাব আর্শেদ আলী বেপারী (১৯৮৩-১৯৮৭ ইং)
  4. জনাব সেরাজ উদ্দিন আহমেদ (১৯৮৮-১৯৯২ ইং)
  5. জনাব একলাল উদ্দিন আহমেদ (১৯৯৩-১৯৯৭ ইং)
  6. জনাব রেজাউল হালিম (১৯৯৮-২০০২ ইং)
  7. জনাব শওকত আলী (২০০২-২০১৭ ইং)
  8. মোঃ শফি উদ্দিন (প্যানেলচেয়ারম্যান)
  9. মোঃ নুরুল হক(প্যানেলচেয়ারম্যান)
  10. মোঃ আমজাদ হোসেন (2022- চলমান)

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  1. পোদ্দারবাড়ী মুক্তিযোদ্ধা যাদুঘর।
  2. ইছামতী নদীর তীর।

বিবিধ তথ্য[সম্পাদনা]

ভোটার সংখ্যাঃ ১০,২০৫ জন

  1. পুরুষঃ ৪৮৬৯
  2. মহিলাঃ ৫৩৩৬

হাট-বাজারঃ ৩ টি

রাস্তা ও সড়কের পরিমানঃ

  1. পাকা রাস্তা-১০ কিঃ মিঃ
  2. এইচ, বি,বি, রাস্তা ০৬ কিঃ মিঃ
  3. কাঁচা রাস্তাঃ ০৮ কিঃ মিঃ

নলকুপের সংখ্যাঃ

  1. অগভীর- ১০০ টি
  2. গভীর-১৮০ টি
  3. তারা পাম্প-০৫ টি

জমির পরিমানঃ

  1. এক ফসলী-৪০০ একর
  2. দু ফসলী ৪৮২ একর
  3. তিন ফসলী -০০ একর
  4. পতিত জমি-৯০০ একর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে রাইপাড়া ইউনিয়ম"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৮ জুলাই, ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)