কৈলাইল ইউনিয়ন
কৈলাইল ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে কৈলাইল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪০′৪৪″ উত্তর ৯০°১৩′৫৭″ পূর্ব / ২৩.৬৭৮৮৯° উত্তর ৯০.২৩২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | নবাবগঞ্জ উপজেলা, ঢাকা ![]() |
ইউপি ভবন স্থাপন কাল | ১৬ অক্টোবর ২০০৬ |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ পান্নু মিয়া |
আয়তন | |
• মোট | ৩৪.৯১ বর্গকিমি (১৩.৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারি) | |
• মোট | ২৮,৪৪১ (প্রায়)। |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
কৈলাইল ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
গ্রামের সংখ্যা: ২১টি
মৌজার সংখ্যা: ০৫টি
মোট জনসংখ্যা: ২৮,৪৪১ জন (প্রায়)।
শিক্ষা[সম্পাদনা]
সাক্ষরতার হার: ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী সাক্ষরতার হার ৩৫%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৮টি
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৩টি
- উচ্চ বিদ্যালয়: ০৫টি
- মাদ্রাসা: ০৪টি।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
কৈলাইল রওশন গার্ডেন: নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের একটি দর্শনীয় স্থান।[২]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান: মোঃ পান্নু মিয়া।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
মোঃ মগল মিয়া | |
মোঃ জানে আলম চৌধুরী | |
রতন চৌধুরী | |
কহিনূর মিয়া | |
মোঃ বাচ্চু মিয়া | |
মোঃ শাহা আলম | ১৯৯৮-২০০৩ |
মোঃ মোক্তার হোসেন | ২০০৩-২০১৬ |
গ্রামসমূহের নাম[সম্পাদনা]
কাটাখালী, গুচ্ছগ্রাম, উত্তর কৈলাইল, দক্ষিণ কৈলাইল, ডিগনারা, তেলেঙ্গা, দড়িকান্দা, দৌলতপুর, নয়াকান্দা, পাড়াগ্রাম, ভাঙ্গাভিটা, মধুপুর, মাতাবপুর, মালিকান্দা, মাশাইল, মেলেং, উত্তর মেলেং, পূর্ব মেলেং, পশ্চিম মেলেং, রায়পুর, সোনার গাঁ।[৩]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "কৈলাইল ইউনিয়ন"। kailailup.dhaka.gov.bd। ২০২১-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৩।
- ↑ "ঘুরে আসুন নবাবগঞ্জের রওশন গার্ডেন | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৩।
- ↑ "কৈলাইল ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২১।