কুশুরা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°৫৭′২২″ উত্তর ৯০°৬′৪৭″ পূর্ব / ২৩.৯৫৬১১° উত্তর ৯০.১১৩০৬° পূর্ব / 23.95611; 90.11306
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুশুরা
ইউনিয়ন
Government Seal of Bangladesh.svg কুশুরা ইউনিয়ন পরিষদ
কুশুরা ঢাকা বিভাগ-এ অবস্থিত
কুশুরা
কুশুরা
কুশুরা বাংলাদেশ-এ অবস্থিত
কুশুরা
কুশুরা
বাংলাদেশে কুশুরা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৭′২২″ উত্তর ৯০°৬′৪৭″ পূর্ব / ২৩.৯৫৬১১° উত্তর ৯০.১১৩০৬° পূর্ব / 23.95611; 90.11306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
উপজেলাধামরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৪.৬৯ বর্গকিমি (৯.৫৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৪,১৮৬
 • জনঘনত্ব৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫.৩৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
Map
মানচিত্র

কুশুরা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

এই ইউনিয়নটি ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলায় অবস্থিত।[১]

এর আয়তন ২৪.৬৯ বর্গ কিঃমিঃ/৯.৫৩ বর্গ মাইল।

ইতিহাস[সম্পাদনা]

কুশুরা ইউনিয়নটি ধামরাই উপজেলার একটি অন্যতম ইউনিয়ন। ইউনিয়নটি প্রাচীন এবং বংশী নদীর তীরে অবস্থিত।

শিক্ষা[সম্পাদনা]

কুশুরা অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আগে থেকেই সমৃদ্ধ। বিশেষ করে ১৯৪১ সালে আব্বাস আলি তার নামে একটি হাই স্কুল প্রতিষ্ঠিত করে এবং নবযুগ কলেজ স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। তাছাড়া এখানে প্রাথমিক বিদ্যালয় ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য কুশুরা আব্বাস আলি হাই স্কুল ধামরাই উপজেলার মধ্যে একটি স্বনামধন্য স্কুলের খেতাব অর্জন করেছে। এছাড়া বেরশ শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে পুরাতন উচ্চ বিদ্যালয়, এছাড়া দেওখুলা রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসা অন্যতম।

কৃষি[সম্পাদনা]

কুশুরা ইউনিয়ন কৃষি নির্ভর এখানকার অধিকাংশই মাটিই দোআঁশ থেকে বেলে দোআঁশ। এখানকার প্রধান ফসল হচ্ছে,

  1. ধান
  2. পাট
  3. ভুট্টা
  4. লেবু
  5. আলু

তবে এই ইউনিয়নের মধ্যে দেওখুলা গ্রামে প্রচুর পরিমানে ধানের আবাদ হয়ে থাকে।

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

বেনজীর আহমদ

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঢাকা জেলার সরকারি ওয়েবসাইট"। ২১ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]