ময়ূর বিহার-১ মেট্রো স্টেশন
অবয়ব
ময়ূর বিহার-১ মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইন ও পিঙ্ক লাইনের সংযোগস্থলে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে ময়ূর বিহার ফেজ ১-এ অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০০৯ সালের ১২ই নভেম্বর ব্লু লাইনের স্টেশন হিসাবে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়। পরে ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর স্টেশনটি পিঙ্ক লাইনেও সংযুক্ত হয়।[১] পিঙ্ক লাইনের ময়ূর বিহার-১ স্টেশনটি দিল্লি মেট্রোর উচ্চতম, এর উচ্চতা ২২ মিটার।[২] স্টেশনে এইচডিএফসি ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম পরিষেবা উপলব্ধ।[৩]
স্টেশন বিন্যাস
[সম্পাদনা]জি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এম | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, টিকিট/টোকেন |
পি | দক্ষিণদিকগামী | প্ল্যাটফর্ম ১ → গন্তব্য স্টেশন নয়ডা ইলেকট্রনিক সিটি পরবর্তী স্টেশন ময়ূর বিহার এক্সটেনশন |
দ্বীপ প্ল্যাটফর্ম, দরজা ডান দিকে খুলবে | ||
উত্তরদিকগামী | প্ল্যাটফর্ম ২ ← গন্তব্য স্টেশন দ্বারকা সেক্টর ২১ পরবর্তী স্টেশন অক্ষরধাম |
জি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে | |
উত্তরপূর্বদিকগামী | গন্তব্য স্টেশন → শিব বিহার পরবর্তী স্টেশন ময়ূর বিহার পকেট ১ | |
উত্তরপশ্চিমদিকগামী | গন্তব্য স্টেশন ← মজলিস পার্ক পরবর্তী স্টেশন হযরত নিজামুদ্দীন | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Station Information"। ১৯ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১০।
- ↑ Roy, Sidharatha (১ জানুয়ারি ২০২০)। "Delhi: Metro station as tall as a 7-floor building"। Times of India। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১।
- ↑ "DMRC : ATM Details"।