ব্লু লাইন (দিল্লি মেট্রো)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্লু লাইন
ব্লু লাইনের একটি স্টেশনে মেট্রো রেল
সংক্ষিপ্ত বিবরণ
মালিকদিল্লি মেট্রো রেল কর্পোরেশন
অঞ্চলদিল্লি, নয়ডা (উত্তর প্রদেশ),  ভারত
বিরতিস্থল
স্টেশনপ্রধান: ৪৪ টি
শাখা: ৮ টি
পরিষেবা
পরিচালকদিল্লি মেট্রো
কারিগরি তথ্য
রেলপথের দৈর্ঘ্য৫৬.৭১ কিলোমিটার (৩৫.২৪ মাইল)
যাত্রাপথের মানচিত্র

নয়ডা ইলেকট্রনিক সিটি
নয়ডা সেক্টর ৬২
নয়ডা সেক্টর ৫৯
নয়ডা সেক্টর ৬১
নয়ডা সেক্টর ৫২
নয়ডা সেক্টর ৩৪
নয়ডা সিটি সেন্টার
গল্ফ কোর্স
বোটানিকাল গার্ডেন
নয়ডা সেক্টর ১৮
বৈশালী
নয়ডা সেক্টর ১৬
কৌশাম্বী
নয়ডা সেক্টর ১৫
আনন্দ_বিহার_টার্মিনাল_রেলওয়ে_স্টেশন স্বামী_বিবেকানন্দ_আন্তঃরাজ্য_বাস_টার্মিনাস
আনন্দ বিহার
নিউ অশোক নগর
কড়কড়ডুমা
ময়ূর বিহার এক্সটেনশন
প্রীত বিহার
ময়ূর বিহার-১
নির্মাণ বিহার
নিজামুদ্দীন উড়ালপুল
জাতীয় সড়ক ২৪
লক্ষ্মী নগর
অক্ষরধাম
যমুনা ব্যাঙ্ক
ইন্দ্রপ্রস্থ
চক্রপথ
সুপ্রিম কোর্ট
তিলক মার্গ/আইটিও
মাণ্ডি হাউজ
বারখাম্বা রোড
রাজীব চক
রামকৃষ্ণ আশ্রম মার্গ
ঝাণ্ডেওয়ালান
রিজ রোড
করোল বাগ
রাজেন্দ্র প্লেস
প্যাটেল নগর
শাদিপুর
কীর্তি নগর
সদ্গুরু রাম সিং মার্গ
মোতি নগর
রমেশ নগর
চক্রপথ
রাজৌরি গার্ডেন
টেগোর গার্ডেন
সুভাষ নগর
তিলক নগর
জনকপুরী পূর্ব
বহিঃস্থ চক্রপথ
জনকপুরী পশ্চিম
উত্তম নগর পূর্ব
উত্তম নগর পশ্চিম
নওয়াদা
দ্বারকা মোড়
দ্বারকা
দ্বারকা সেক্টর ১৪
দ্বারকা সেক্টর ১৩
দ্বারকা সেক্টর ১২
দ্বারকা সেক্টর ১১
দ্বারকা সেক্টর ১০
দ্বারকা সেক্টর ৯
দ্বারকা সেক্টর ৮
দ্বারকা সেক্টর ২১

ব্লু লাইন হল দিল্লি মেট্রো রেল এর সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন।এই মেট্রো লাইনটি মোট ৫৬.৭১ কিলোমিটার (৩৫.২৪ মা) দীর্ঘ।এর মধ্যে ৫০.৫৬ কিমি প্রধান লাইন ও ৬.২৫ কিলোমিটার (৩.৮৮ মা) শাখা লাইন।এই লাইনটি দ্বারকা সেক্টর ২১ থেকে নয়ডা সিটি সেন্টার পর্যন্ত গেছে।[১][২] এবং শাখা লাইনটি গেছে বৈশালী থেকে যমুনা ব্যাঙ্ক পর্যন্ত।

ইতিহাস[সম্পাদনা]

ব্লু লাইনের দ্বারকা থেকে বারাখাম্বা অংশের উদ্ভোদন করেন প্রাক্তন প্রধান মনত্রী মনমোহন সিং ২০০৫ সালের ৩১ ডিসেম্বার এবং এই সময় থেকেই এই লাইটি জনসাধারনের জন্য প্ররিসেবা প্রদান করছে।

মানচিত্র[সম্পাদনা]

স্টেশন গুলি[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Delhi Metro reaches Noida"। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "সোমবার থেকে অতিরিক্ত ১৭ টি মেট্রো চলবে দিল্লি মেট্রোতে"। সংগ্রহের তারিখ ২৩-১২-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]