অক্ষরধাম মেট্রো স্টেশন
অবয়ব
দিল্লি মেট্রো স্টেশন | |||||||||||
স্থানাঙ্ক | ২৮°৩৭′০৬″ উত্তর ৭৭°১৬′৪৫″ পূর্ব / ২৮.৬১৮২১৬° উত্তর ৭৭.২৭৯২৪৮° পূর্ব | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | উড়াল | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১২ নভেম্বর, ২০০৯ | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
অক্ষরধাম মেট্রো স্টেশন হল দিল্লি মেট্রোর একটি স্টেশন। এটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড কর্তৃক পরিচালিত হয়। স্টেশনটির একদিকে পাণ্ডব নগর এবং অপর দিকে অক্ষরধাম মন্দির ও কমনওয়েলথ গেমস ভিলেজ অবস্থিত। মন্দিরটি নিকটবর্তী অক্ষরধাম মন্দিরের দর্শনার্থীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে। [১] ২০০৯ সালের ১২ নভেম্বর চালু হওয়া এই স্টেশনটি দিল্লি মেট্রোর উচ্চতম স্টেশন। মন্দিরের দর্শনার্থী পরিবহনের সঙ্গে সঙ্গে ২০১০ কমনওয়েলথ গেমস দর্শকদেরও যাতায়াতে এই স্টেশনটি ব্যবহৃত হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৫।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৫।