রেড লাইন (দিল্লি মেট্রো)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
রেড লাইন (দিল্লি মেট্রো) | |
---|---|
![]() দিল্লি মেট্রো -এর রেড লাইনের মানচিত্র | |
সংক্ষিপ্ত বিবরণ | |
অবস্থা | সক্রিয় |
বিরতিস্থল | ডিলশাড গার্ডেন (পূর্ব) রিথালা |
স্টেশনসমূহ | 21 |
ক্রিয়াকলাপ | |
মালিক | দিল্লি মেট্রো রেল কর্পোরেশন |
পরিচালক | দিল্লি মেট্রো |
প্রযুক্তিগত | |
রেলপথের দৈর্ঘ্য | ২৪.৪ কিলোমিটার (১৫.২ মাইল) |
রেড লাইন হল দিল্লি মেট্রো এর একটি মেট্রো লাইন।এই লাইটির মোট দৈর্ঘ্য ২৪.৪ কিলোমিটার (১৫.২ মা)।এই লাইনটির নির্মাণের পরিকল্পনা করা হয় ১৯৯৫ সালে এবং ১৯৯৮ সালে এর নির্মাণ শুরু হয়।এর পর ২০০২ সালে প্রথম রেড লাইনের একটি অংশ চালু হয়।এটি দিল্লি মেট্রোর প্রথম ও সবচেয়ে পুরানো মেট্রো লাইন এবং দেশের মধ্যে দ্বিতীয় (প্রথম কলকাতা মেট্রো এর লাইন ১) পুরানো মেট্রো লাইন।এই মেট্রো লাইনে মোট ২১ টি মেট্রো স্টেশন রয়েছে।এই রেড লাইন দিল্লির পূর্ব-উত্তর অংশের সঙ্গে উত্তর এবং উত্তর- পশ্চিম অংশকে যুক্ত করেছে।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Delhi Metro Rail Corporation LTD"। সংগ্রহের তারিখ ২৩-১২-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)