হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশন
অবয়ব
(হুদা সিটি সেন্টার মেট্রো স্টেশন থেকে পুনর্নির্দেশিত)
দিল্লি মেট্রো স্টেশন | |||||||||||
অবস্থান | সেক্টর ২৯, গুরুগ্রাম, হরিয়ানা ১২২০০৭ | ||||||||||
স্থানাঙ্ক | ২৮°২৭′৩৩″ উত্তর ৭৭°০৪′২১″ পূর্ব / ২৮.৪৫৯২৭৮° উত্তর ৭৭.০৭২৪১৮° পূর্ব | ||||||||||
মালিকানাধীন | দিল্লি মেট্রো | ||||||||||
পরিচালিত | দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) | ||||||||||
লাইন | হলুদ লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | পার্শ্ব প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম-১ → ট্রেন প্রান্তিক প্ল্যাটফর্ম-২ →সাময়পুর বাদলি | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | এলিভেটেড, ডাবল ট্র্যাক | ||||||||||
প্ল্যাটফর্মের স্তর | ২ | ||||||||||
পার্কিং | সহজলভ্য [১] | ||||||||||
প্রতিবন্ধী প্রবেশাধিকার | হ্যাঁ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | কর্মচারী, কর্মক্ষম | ||||||||||
স্টেশন কোড | এইচসিসি | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ২১ জুন ২০১০ | ||||||||||
বৈদ্যুতীকরণ | ২৫ কেভি ৫০ হার্জ এসি ওভারহেড ক্যাটেনারি | ||||||||||
যাতায়াত | |||||||||||
যাত্রীসমূহ (জানুয়ারি ২০১৫) | গড়ে ৪২,৯৮৯/দিন ১৩,৩২,৬৪৪/মাস [২] | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
হুডা সিটি সেন্টার দিল্লি মেট্রোর হলুদ লাইনে অবস্থিত একটি প্রান্তিক মেট্রো স্টেশন। এটি একটি উত্তোলিত স্টেশন এবং ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের অন্তর্গত গুড়গাঁও শহরে অবস্থিত। কুতুব মিনার-হুডা সিটি সেন্টার করিডরের অংশ হিসেবে ২০০৯ সালের ২১ জুন স্টেশনটি উদ্বোধন করা হয়।[৩]
ইতিহাস
[সম্পাদনা]স্টেশন বিন্যাস
[সম্পাদনা]জি | রাস্তার স্তর | প্রস্থান / প্রবেশ |
এল১ | মধ্যবর্তী | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, দরজা বাম খুলবে | |
দক্ষিণদিকগামী | দিকে →ট্রেন প্রান্তিক→ → | |
উত্তরদিকগামী | →দিকে ← সাময়াপুর বদলি← ← | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, দরজা বাম খুলবে | ||
এল২ |
সুবিধা-সুযোগ
[সম্পাদনা]হুডা সিটি সেন্টারের মেট্রো স্টেশনে এইচডিএফসি ব্যাংক, ইএস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সিন্ধু ইন্ডিয়ান ব্যাংকের এটিএম পরিষেবা পাওয়া যায়। [৪]
প্রবেশ/ প্রস্থান
[সম্পাদনা]হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশনের প্রবেশ/ প্রস্থান পথ | ||
---|---|---|
গেট নং -১ | গেট নং -২ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Parking_Details"। Delhi Metro Rail।
- ↑ "Ridership_Details" (পিডিএফ)। Delhi Metro Rail।
- ↑ "Station Information"। ১৯ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১০।
- ↑ "ATM Details"। Delhi Metro Rail।