ব্যবহারকারী আলাপ:Pronay123

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: RockyMasum কর্তৃক ৫ বছর পূর্বে "উইকিপিডিয়া:UPIMAGE নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

ভারতের সাধক ও সাধিকা[সম্পাদনা]

জগতে প্রার্থনা করিলে অনেক জিনিস পাওয়া যায় না, হৃদয়ভরা ব্যাকুলতা লইয়া লোকের দ্বারে দ্বারে ভ্রমণ করিলেও লোক সে ব্যাকুলতা উপেক্ষার সহিত উড়াইয়া দেয়; একবার দৃষ্টিপাত করিবার অবকাশ পায় না; ইহাই জাগতিক রীতি, যাহা চাই তাহা দূরে যায়, তথাপি প্রার্থনা করাই আমাদের স্বভাব। চাতক মেঘের আশাপথ চাহিয়া বসিয়া আছে, কবে নবনীরদ নীল গগনাঙ্গন নিজ রূপজ্যোতিতে আলোকিত করিয়া বারিবিদ্ধ বর্ষণে ধরাতলকে সুশীতল করিবে এবং সেই সঙ্গে সঙ্গে তাহারও পিপাসার শান্তি হইবে। কতদিন ফটিকজল এই কাতর প্রার্থনায় নীলাম্বরের জলধর আসিল বটে, কিন্তু তাহার পিপাসার শান্তি হইতে না হইতে সে প্রাণত্যাগ করিল, কৈ চাতক তাহা তো চাহে নাই? পুত্রকে শিক্ষিত করিবার জন্য পিতা তাহাকে বিদ্যালয়ে প্রেরণ করিলেন, আশা—পুত্র শিক্ষিত হইলে বৃদ্ধ বয়সে তাহাকে আর কষ্টভোগ করিতে হইবে না। কিন্তু পুত্র হয়তো বিদ্যার পরিবর্ত্তে কুসঙ্গ লাভ করিয়া অধঃপতনের শেষ সোপানে অবতরণ করিল, কালে পিতাকে প্রহার পর্য্যন্ত করিতে কুণ্ঠিত হইল না। অথবা পুত্র শিক্ষিত হইয়াও ঔদাস্য বা কার্যের ব্যস্ততায় পিতার সংবাদ লইবার অবকাশ পাইল না, আপনার কর্ম্মস্থলে পত্নীপুত্র লইয়া সুখে স্বচ্ছন্দের বাস করিতে লাগিল; আর উত্থানশক্তিহীন বৃদ্ধ পিতা প্রতিবেশীগণের অনুগ্রহে দুর্ব্বহ জীবনভার বহনে ক্লান্ত হইয়া দীর্ঘনিঃশ্বাসে দাবানলের সৃষ্টি করত উৎকণ্ঠিত চিত্তে জীবন-নাটকের শেষ অভিনয়-দিনের অপেক্ষা করিতে লাগিল। কৈ ইহাতো সে চাহে নাই? কৃপণ কালে ধনবান্‌ হইবার আশায় নানাবিধ অসৎ উপায়ে অর্থ উপার্জন করিয়া অতিথি-দেব-দ্বিজগণকে বঞ্চনা—এমন কি আপনাকে বঞ্চনা করিয়া নিজবক্ষ-রক্তের মতন সযতনে সঙ্গোপনে ধনরাশি স্তূপীকৃত করিল, একদিন ঘনঘটাচ্ছন্ন অন্ধকার নিশায় দস্যুগণ সঞ্চিত বিত্তের সহিত তাহার জীবন অপহরণ করিয়া লইল; প্রাতে ভয়বিহ্বল প্রতিবেশীমণ্ডলী দেখিল ছিন্নকণ্ঠে রক্তাক্ত কলেবরে ধনকুবের পড়িয়া আছে, আর তাহার লৌহসিন্ধুক তাহারই মাত্র ক্ষতবিক্ষত দেহে শূন্য প্রাণে কল্যকার ঘটনার সাক্ষ্য দিতেছে। কৈ কৃপণ তো ইহা চাহে নাই? সুখ চাহিলেও পাওয়া যায় না, তাহার জন্য প্রাণপাত করি। কিন্তু দুঃখ না চাহিতে আইসে; তাহার জন্য কোন উদ্যোগ আয়োজন করিতে হয় না, তাহার আবাহন করিতে হয় না—সে আপনি আইসে। এস দুঃখ! তোমার জন্য প্রস্তুত আছি, সতৃষ্ণ নয়নে তোমার আশাপথ চাহিয়া বসিয়া আছি—এ কথা বলিয়া তাহাকে স্ফীতবক্ষে কেন আলিঙ্গন করিতে পারি না? কারণ— দুঃখটা অতি কষ্টের, অতি অশান্তির প্রকট মূর্ত্তি, সেইজন্য তাহার স্মরণেও শিহরিয়া উঠি। তাহার স্পর্শে শান্তিময় সংসার অশান্তির ভৈরব হুঙ্কারে বিভ্রষ্ট হইয়া পড়ে, নিষ্কলঙ্ক প্রাণ কালিমা-কলুষিত হইয়া যায়, সবল সুস্থ দেহ দুর্ব্বল ও রোগপ্রবণ হইয়া পড়ে পিককুলকূজিত নিকুঞ্জ পেচকের কর্কশ রবে পরিপূরিত হয়; সাধে বিষাদ, হাস্যে ক্রন্দন, শান্তিতে অশান্তি আসে বলিয়াই দুঃখের নামে বিশ্ববাসী চমকিত হইয়া উঠে। সত্যই ত’ শুষ্ককণ্ঠ ব্যক্তি পূততোয়া জাহ্নবীর পুণ্য বারিরাশির প্রার্থনা করিবে না তো কি করিবে? কৃষক উর্ব্বর ভূমিখণ্ড প্রার্থনা না করিয়া কি উত্তপ্ত বালুকাময় মরুভূমির জন্য ছুটিবে? ক্ষুধার্ত্ত—ক্ষুন্নিবৃত্তির চেষ্টা না করিয়া কি নীরবে বসিয়া থাকিতে পারে? দরিদ্র—অর্থচেষ্টা না করিয়া কি করিবে? সুখস্পৃহা স্বাভাবিক, সকলেই সুখ চায়। কিসে সুখী হতে পারে তাহার চেষ্টা করিয়া থাকে। কিন্তু সকলে তাহা লাভ করিতে না পারিলেও তাহাই চাহিয়া থাকে। সুখের জন্য সকলেই লালায়িত। ঈশ্বরের পূজা ক’রে তাহার বিনিময়ে রূপ, যশ, ঐশ্বর্য্য, অক্ষয় স্বর্গবাস ইত্যাদি কামনা করে; দুঃখের ভয়ে সতত শঙ্কিত।

Pronay123 (আলাপ) ০৪:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

তিব্বতী বাবা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

উইকিপিডিয়ার তিব্বতী বাবা পাতাটি দ্রুত অপসারণের জন্য একটি নোটিশ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার উপর ভিত্তি করে এই নোটিশ সংযোজন করা হয়েছে, এই পাতায় পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মাসুম-আল-হাসান (আলাপ) ০৫:২২, ৩ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:UPIMAGE নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

উইকিপিডিয়ার উইকিপিডিয়া:UPIMAGE পাতাটি দ্রুত অপসারণের জন্য একটি নোটিশ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার উপর ভিত্তি করে এই নোটিশ সংযোজন করা হয়েছে, এই পাতায় পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মাসুম-আল-হাসান (আলাপ) ০৫:২৩, ৩ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন