ব্যবহারকারী আলাপ:মোহাম্মদ জনি হোসেন/সংগ্রহশালা ৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ

বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:১৩, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)

নিবন্ধের যান্ত্রিক অনুবাদ

আশা করি ভালো আছেন। অনুগ্রহ করে নিবন্ধ অনুবাদ করার সময় বাংলা ভাষার অনুবাদের মান যেন ঠিক থাকে, সে দিকে নজর দিন। রেজেপ পাশা মসজিদ নিবন্ধের অনুবাদ, বিশেষ করে বাক্যগঠন তেমন মানসম্মত হয়নি। দয়া করে সময় নিয়ে অনুবাদ করুন। অর্ণব (আলাপ | অবদান) ০৭:০৪, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

সুধী, উইকিপিডিয়া:আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪ অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার বিশেষ অবদানের স্বীকৃতির জন্যে সনদপত্র প্রদান করা হবে। এই উদ্দেশ্যে আপনাকে একটি ফর্ম পূরণের জন্য অনুরোধ করা হলো। আশা করি আপনার সম্পাদনার সফর শুভ হক।

সংগঠকের পক্ষ হতে,

রামিশা তাবাস্সুম (আলাপ) ১৮:৫২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

প্রিয় মোহাম্মদ জনি হোসেন,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

সুধী, উইকিপিডিয়া:আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪ অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার বিশেষ অবদানের স্বীকৃতির জন্যে সনদপত্র প্রদান করা হবে। এই উদ্দেশ্যে আপনাকে একটি ফর্ম পূরণের জন্য অনুরোধ করা হলো। আশা করি আপনার সম্পাদনার সফর শুভ হক।

সংগঠকের পক্ষ হতে,

রামিশা তাবাস্সুম (আলাপ) ১১:৫৬, ১৪ মার্চ ২০২৪ (ইউটিসি)

Mausumi Dikpati

ভাই, যদি কিছু মনে না করেন-- Mausumi Dikpati এই নিবন্ধটা নিয়ে কি আপনি কাজ করছেন বা করতে চাচ্ছেন? মানে আপনি না করলে আমি কাজ করতে চাচ্ছিলাম। কিন্তু History তে দেখলাম আপনি সম্পাদনা করছেন তাই জিজ্ঞাসা করা আর কি। যদি একটু জানাতেন তাহলে সুবিধা হতো। ধন্যবাদ। Md. Giashuddin Chowdhury (আলাপ) ১১:১৬, ১৬ মার্চ ২০২৪ (ইউটিসি)

অবশ্য করেত পারেন। উইকিপিডিয়া সকলে সম্পাদনা মাধ্যমে তৈরি। মো. জনি হোসেন (আলাপ) ১১:১৯, ১৬ মার্চ ২০২৪ (ইউটিসি)
আমি তো নিবন্ধটা এডিটাথনে জমা দিবো তাই নিশ্চিত হয়ে নিলাম। আগে ইংরেজী নিবন্ধটা বড় করে নিতে হবে আমি তবে শুরু করছি। হ্যাঁবোধক জবাবের জন্য ধন্যবাদ ভাই। -Md. Giashuddin Chowdhury (আলাপ) ১৯:১৭, ১৬ মার্চ ২০২৪ (ইউটিসি)

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪ পদক

Bangla-Wiki-women-badge 2024
Bangla-Wiki-women-badge 2024
প্রিয় উইকিপিডিয়ান,
সাম্প্রতিক উইকিপিডিয়া:আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এ অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার অবদানের জন্য ধন্যবাদ হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হবে।

এডিটাথনের সংগঠক দলের পক্ষ থেকে,
SamihaRahman (আলাপ) ১৮:২৫, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)

অনুগ্রহ

অনুগ্রহপূর্বক আলোচনা ব্যতীত বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ প্রবন্ধ সমূহে সম্পাদনা থেকে বিরত থাকুন। অপূর্ব রায়-২৩ (আলাপ) ১২:৩৭, ২৫ মার্চ ২০২৪ (ইউটিসি)

@অপূর্ব রায়-২৩ সম্পাদনা করতে আলোচনা করা লাগবে কেন? Yahya (আলাপ) ১২:৫২, ২৫ মার্চ ২০২৪ (ইউটিসি)
কারণ আমি বর্তমানে পৃষ্ঠা তৈরি করছি। অনেক খোজাখুঁজি করার পর যখন তথ্যসূত্র যোগ করতে যাই তখন যদি কেও অসমাপ্ত পৃষ্ঠাতে সম্পাদনা করে তাহলে আমার নতুন তথ্যসূত্র যোগ করতে সমস্যা হয়। তাই বলছি যে, সম্পাদনার পূর্বে পৃষ্ঠার আলাপ পাতায় আলোচনা যোগ করতে। অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৩:০৬, ২৫ মার্চ ২০২৪ (ইউটিসি)
@অপূর্ব রায়-২৩ উইকিপিডিয়া যেহেতু সম্পাদনার জন্য উন্মুক্ত তাই যেকেউ যে কোনো সময় আলোচনা ছাড়াই গঠনমূলক সম্পাদনা করতে পারে। আপনি সক্রিয়ভাবে কোন নিবন্ধ সম্পাদনা করলে নিবন্ধের শীর্ষে {{in use}} লাগিয়ে রাখুন। এতে অন্যরা আর ওই নিবন্ধে সম্পাদনা করবে না। কাজ শেষ হলে আবার সরিয়ে ফেলতে হবে। Yahya (আলাপ) ১৩:২০, ২৫ মার্চ ২০২৪ (ইউটিসি)
ধন্যবাদ অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৩:২১, ২৫ মার্চ ২০২৪ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

আপনাকে ঈদের শুভেচ্ছা জনী ভাই

@মোহাম্মদ জনি হোসেন:, @জনি ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা, আপনি দয়া করে বিশেষ:অমীমাংসিত পরিবর্তন-এ থাকা নিবন্ধগুলো নজর দিন, কারণ এখানে অনেক দিন ধরে অনেক নিবন্ধ অবহেলায় পড়ে আছে। পাপন খান (আলাপ) ০৬:৫২, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

আপনাকে ইদ শুভেচ্ছা। ইদ মোবারক বিশেষ:অমীমাংসিত পরিবর্তন এগুলে শুধু যাদের উইকিপিডিয়া নিরীক্ষক অধিকার আছে আছে তারা পরীক্ষক করতে পারে। ধন্যাবাদ মো. জনি হোসেন (আলাপ) ০৭:০৭, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

সবুজ বাংলা শ্রেণীর টহল জাহাজ

জনাব, আমি আপনার পূর্বে সবুজ বাংলা-শ্রেণীর টহল জাহাজ পৃষ্ঠাটি পূর্ণ তথ্যসূত্র সহ তৈরি করেছি। আপনার না জেনে ইংরেজী Sobuj bangla-class patrol craft পাতাটি অনুবাদ করা ঠিক হয়নি। বরং আপনি পারলে ইতিপূর্বে তৈরিকৃত বাংলা সবুজ বাংলা-শ্রেণীর টহল জাহাজ পৃষ্ঠার সাথে ইংরেজী পৃষ্ঠার সংযোগ করে দিলে ভালো হতো। অপূর্ব রায়-২৩ (আলাপ) ১০:১০, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)