ব্যবহারকারী আলাপ:তিলোত্তমা রায়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩[সম্পাদনা]

সুধী, আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে হিন্দু মন্দিরের স্থাপত্য নিবন্ধটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। নাম লিখে গত ৭ দিনের বেশি সময়ে নিবন্ধটিতে আর কোনো কাজ করেন নি। তাই নিবন্ধটি অন্য প্রতিযোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুনরায় কাজ করতে চাইলে আবার নাম যোগ করুন (যদি অন্য কেউ ইতোমধ্যে নাম যোগ না করে থাকে) অথবা তালিকা থেকে অন্য কোনো নিবন্ধ বাছাই করুন। শুভেচ্ছাসহ — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

সুুধী, আমি লেখার কাজ এখনও শেষ করতে পারিনি। টিউটোরিয়াল ভিডিওতে বলা হয়েছে, পুুুুরোটা শেষ করে জমা দিতে। তাই এখনও জমা দেইনি। আমি আমার নাম আবার যোগ করতে চাই। তিলোত্তমা রায় (আলাপ) ১৬:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয় তিলোত্তমা রায়, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
(نقاش) عبد الله ০৯:৫৬, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
নমস্কার। শুভেচ্ছা নেবেন। আমি যারপরনাই আনন্দিত এই আমন্ত্রণ পেয়ে। একটা কথা জানানোর ছিল। খুব সমস্যায় পড়ে গেছি। 'হিন্দু মন্দির স্্থা্্থাত্পয (architecture)' বিষয়ে আমি অনুুুুবাদের কাজ করছিলাম। কাজ শেষের দিকে একদম। কিছুদিন হল আমার ল্যাপটপে সমস্যা দেখা দিয়েছে। ফলে কাজগুলো আর বের করতে পারিনি। দুুুু দিন ধরে সাইবার ক্্যাফে থেকে কাজ করেছি। কিন্তু আমার বাড়ি এমন এলাকায় যে সেটা আর নিয়মিত পারছি না। আমার ফোনটাও এমন অবস্থায় যে টেলিগ্রাম অ্যাকসেস করতে পাারি না। তাই সেখানেও জানাতে পারছি না সমস্যাটা। আজকে লেখা জমা দেওয়ার শেষ দিন। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। জানি আজকে সমস্যা জানানো অর্থহীন। তবু আমার অনুুুরোধ - প্্র্র্তিযোগীতার অংশ হিসেবে না হলেেও আমার লেখাটা যেন গ্্র্রহণ করা হয়। যদি এটা সম্ভব হয় তবে কী ভাবে আর কতদিনের মধ্যে আমি কাজ করতে পারি জানালে উপকৃত হব। ধন্যবাদান্্তে তিলোত্তমা রায়। তিলোত্তমা রায় (আলাপ) ১৬:৩৯, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
সময় বাড়ানো হয়েছে ৭ এপ্রিল পর্যন্ত। ৭ এপ্রিলের মধ্যে জমা দিন। জমা দেবার পরও অল্প সমস্যা সাধারণত সংশোধনের সুযোগ দেয়া হয়। — AKanik 💬 ১৭:০২, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অসংখ্য ধন্যবাদ তিলোত্তমা রায় (আলাপ) ০৩:৫৬, ১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

নমস্কার। শুভেচ্ছা নেবেন। দয়া করে দেখে একবার বলতে পারবেন আমার লেখাটা জমা দেওয়া হয়েছে কিনা? মানে প্রক্রিয়া ঠিক আছে কিনা। তিলোত্তমা রায় (আলাপ) ২০:০৯, ৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
জ্বি, উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩/জমাদান-এ জমা হয়েছে। তবে ব্যবহারকারী:তিলোত্তমা রায়/খসড়া থেকে লেখা কপি করে হিন্দু মন্দিরের স্থাপত্য পাতায় এখনো দেননি। লেখা হিন্দু মন্দিরের স্থাপত্যতে দেয়ার সময় আপনার অ্যাকাউন্টে লগইন থাকা উচিত — AKanik 💬 ২৩:২৫, ৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
এটা করতে পারছি না। কীভাবে করতে হবে যদি একটু বলে দেন। তিলোত্তমা রায় (আলাপ) ০২:৪৩, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
"উৎস সম্পাদনা" ব্যবহার করে উৎসকোড অনুলিপি(কপি) করে আরেক পাতার "উৎস সম্পাদনায়" গিয়ে প্রতিস্থাপন(পেস্ট) করতে হত। আপনি হয়তো দৃশ্যমান সম্পাদনা ব্যবহার করেন, তাই করতে পারেননি। তবে এখন আর করার প্রয়োজন নেই। কারণ ব্যবহারকারী:আফতাবুজ্জামান ইতিমধ্যে কাজটা করে দিয়েছেন। — AKanik 💬 ০৬:২৯, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আচ্ছা। অসংংখ্য ধন্যবাদ। তিলোত্তমা রায় (আলাপ) ১০:৫৪, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ পর্যালোচনা[সম্পাদনা]

সুধী, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা উপলক্ষে হিন্দু মন্দিরের স্থাপত্য নিবন্ধটি নিয়ে কাজ করার জন্য অভিনন্দন। কিন্তু নিবন্ধটির কাজ সম্পূর্ণ হয়নি, ছবিগুলো বসানো হয়নি, পর্যাপ্ত সম্পাদনা করা হয়নি এবং তথ্যসূত্রগুলো বসানো হয়নি। যেহেতু প্রতিযোগিতার সময়কাল শেষ তাই নিবন্ধটি গ্রহণ করতে পারছিনা। আমাদের হাতে এখনো অনেক নিবন্ধের কাজ পড়ে আছে। আমাদের নিবন্ধ পর্যালোচনার কাজ শেষ হওয়ার আগে যদি আপনি সংশোধন করে ফেলতে পারেন তাহলে এই নিবন্ধটি গৃহীত হবে, অন্যথায় প্রত্যাখ্যাত হবে। সংশোধন হয়ে গেলে অনুগ্রহ করে আমায় জানাবেন। মেহেদী আবেদীন ০৭:০৬, ১১ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

নমস্কার।
আমি লেখা জমা দেওয়ার আগে টেলিগ্রাম গ্রুপে ট্যাগ লাগানো ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছিলাম। লেখার নিয়ম ঠিক আছে কিনা জানতে চেয়েও সাহায্য চেয়েছিলাম। তখন অ্যাডমিন দের তরফে একজন জানিয়েছিলেন তিনি আমার লেখাটা আপলোড করে দিয়েছেন। আর বেশি কিছু বলেননি। তাই আমি হয়তো ঠিক বুঝতে পারিনি বিষয়টা। আমি জানতাম সময় শেষ হয়ে যাওয়ার পর আর এডিট করা যাবে না তাই লেখায় হাতও দেইনি আর। আমি আপনাদের নির্ধারিত নিয়ম মেনেই লেখা শেষ করেছি। বাকি সংশোধন টুকুও যত দ্রুত সম্ভব করে দেব। আমি প্রতিযোগিতার অংশ হওয়া নিয়ে মরিয়া নই। তবে ভীষণভাবে চাই আমার কাজটা অন্যদের কাজে লাগুক। দয়া করে কতদিনের মধ্যে কাজ শেষ করতে হবে আমাকে তার একটা সময়সীমা জানালে বাধিত হব। 2401:4900:3A23:FA95:AC70:68FF:FEB8:8F77 (আলাপ) ০৮:০৪, ১১ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো কাজের জন্য প্রশংসা![সম্পাদনা]

সুপ্রিয় তিলোত্তমা রায়, আমি আপনার মেন্টর। আপনার অবদানের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি লক্ষ্য করেছি যে আপনি উইকিপিডিয়ায় অবদান রেখে যাচ্ছেন। আমি আশা করি আপনি যুক্ত থাকবেন এবং অবদান রাখা চালিয়ে যাবেন! যেকোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমার আলাপ পাতায় একটি বার্তা পাঠাবেন। আপনার জন্য শুভেচ্ছা! ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১২:১৫, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অসংখ্য ধন্যবাদ। আমি সুযোগ পেলেই আবার অনুবাদ করার কাজ চালিয়ে যাব। তিলোত্তমা রায় (আলাপ) ১৭:০২, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমি একটি সমস্যায় পড়েছি। হিন্দু মন্দির স্থাপত্য পাতায় আঞ্চলিক ধরণ বা ঘরাণা শীর্ষক অনুচ্ছেদের শুরুতে 'হিন্দু মন্দির স্থাপত্য একটি মহান ' অনুচ্ছেদ যোগ করা হয়েছে। এটি আমি করিনি। আসল ইংরেজি কপি টির সংশ্লিষ্ট অংশেও এরকম কোনও বক্তব্য লেখা নেই। স্পষ্টত এটি অন্য কেউ অতিরিক্ত সংযোজন করেছেন যা অনাবশ্যক। আমি কি ওই অংশটুকু মুছে দেব? দয়া করে জানান। তিলোত্তমা রায় (আলাপ) ১৭:২৫, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, মুছে দিতে পারেন। বাক্যটি সামঞ্জস্যপূর্ণ নয়। আমি মুছে দিতাম, তবে আপনি নিজেই যেহেতু মুছতে চাইছেন, মুছে দিতে পারেন। -- Aishik Rehman (আলাপ) ১৭:২৮, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার মানোন্নয়নকৃত হিন্দু মন্দিরের স্থাপত্য নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় তিলোত্তমা রায়,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত হিন্দু মন্দিরের স্থাপত্য নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! মেহেদী আবেদীন ০৫:০৩, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ - ফরম পূরণ করুন[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ সম্প্রসারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ও ফাহাদ (আলাপ) ২০:৩৯, ৪ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় তিলোত্তমা রায়,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]