আলাপ:২০২৩ ক্রিকেট বিশ্বকাপ
আলোচনা যোগ করুনএই পাতাটি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
সম্পাদনার অনুরোধ, ২৯ জুন ২০২৩
[সম্পাদনা]এই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
আমি সম্পাদনা করতে ইচ্ছুক 119.30.32.129 (আলাপ) ১৮:৫২, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)
- কি সম্পাদনা করতে চাচ্ছেন তা এখানে উল্লেখ করুন। ~মহীন (আলাপ) ১৯:২৫, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)
নামকরণ
[সম্পাদনা]এখানে যদি আইসিসির আনুষ্ঠানিক নামের খাতিরে "পুরুষ" শব্দটি রাখতে হয় তাহলে তো এমন নাম হওয়া উচিত ছিল- আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এর আগের কোন আসরের নিবন্ধে তো পুরুষ/আইসিসি শব্দ নাই। ক্রিকেট বিশ্বকাপ বলতে সবাই পুরুষদের বিশ্বকাপকেই বুঝে যদি নারী বিশ্বকাপ হতো তাহলে একটা কথা ছিলো। এখানে কি লৈঙ্গিক সমতা আনয়নের জন্য পুরুষ শব্দ ব্যবহার করা হয়েছে? কিনা আমি জানিনা। আমাদের সবার মুখে আর গণমাধ্যমে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ মানেই তো ক্রিকেট বিশ্বকাপ, এটা শুধু ক্রিকেট বিশ্বকাপ হিসেবেই প্রচলিত ("পুরুষ" শব্দ দিয়ে এটাকে চিনিয়ে দেওয়ার নজির আমি দেখিনি)। অতএব, আমার প্রস্তাব শিরোনাম থেকে "পুরুষ" বাদ দিয়ে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ নামকরণ করা হোক। (نقاش) عبد الله ১৭:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- আগের কোনও আসরের আনুষ্ঠানিক নামেও লিঙ্গ (অর্থাৎ পুরুষ) উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে উইকিপিডিয়ার নিবন্ধেও না ব্যবহার করাটা মিলে যাচ্ছে। এবার আনুষ্ঠানিক নামে লিঙ্গের নাম যোগ করা হয়েছে লিঙ্গনিরপেক্ষতার কারণেই; একই কারণে ক্রিকেটের আরও কিছু ক্ষেত্রেও নতুন কিছু নাম বা শব্দের ব্যবহার দেখা যাচ্ছে। অনেকের মুখের কথায় "ক্রিকেট বিশ্বকাপ" বলতে পুরুষদের বিশ্বকাপকেই বোঝানো হয় সেটা সত্য, কিন্তু এটাও সত্য যে "কোনও লিঙ্গ উল্লেখ নেই" অবস্থাকে সরাসরি "পুরুষ" ধরে নেয়াটা মোটেও সঠিক না– সেটাকে নারীবিদ্বেষী বলা যায়, তাছাড়া পুরুষ ও মহিলা সবাই অবশ্যই মানুষ। প্রতিযোগিতার আয়োজক ও তাদের সাথে সংশ্লিষ্ট সবাইই যদি চেষ্টা করে লিঙ্গনিরপেক্ষতাকে কিছুটা হলেও প্রাধান্য দেয়ার, তাহলে উইকিপিডিয়ায় আমরাও সর্বোচ্চ চেষ্টা করতে পারি :) Mashfi※মাশ্ফী (আলাপ) ১৮:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী নিবন্ধের নাম প্রচলিত নাম অনুযায়ী হবে। যেমন ইংরেজি উইকিপিডিয়ায় চট্টগ্রামের নিবন্ধটি এখনো Chittagong নামে আছে। যেই যুক্তি এখানেও খাটে। 'ক্রিকেট বিশ্বকাপ ২০২৩' বলতে স্বাভাবিকভাবেই সবাই পুরুষ বিশ্বকাপ বোঝে। আর এখানে নাম পরিবর্তনের জন্য কোন আলচনাও হয়নি দেখছি। কিন্তু নাম পরিবর্তনের আগে তো আলোচনা করে নিতে হয়।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৭:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- দুটো আপত্তি আসায় আমি আপাতত পূর্বের নামে ফেরত নিয়েছি। নামান্তরের আগে এই নিয়ে আরো আলোচনা হওয়া উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- তাহলে মূল নামের সাথে সামঞ্জস্য রেখে বাছাইপর্ব সম্পর্কিত নিবন্ধ এবং বিশ্বকাপ সংশ্লিষ্ট অন্যান্য নিবন্ধের শিরোনাম থেকে "পুরুষ" শব্দটি বাদ দেওয়া যাক। (نقاش) عبد الله ০২:৩১, ১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
পুননির্দেশিত টেমপ্লেট
[সম্পাদনা]@Mashfi23 মাশফি ভাই, যেহেতু এগুলো পরিবর্তনশীল নয় তাহলে এখন ব্যবহার করলে সমস্যা কোথায়? (نقاش) عبد الله ০১:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Abazizfahad তখন কী যেন মনে করে এটা বাদ দিয়েছিলাম; পরবর্তীতে ব্যবহার করা যেতেই পারে (যদিও শুধু "ক্রি"-এর স্থানে পুরুষ দল নির্দেশকারী কিছু ব্যবহার করতে পারলে ভালো হত, ইংরেজির অনুকরণে না গিয়ে) Mashfi※মাশ্ফী (আলাপ) ০১:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Mashfi23 আমার মনে হয় শুধু "ক্রি"-ই ভালো হবে, অহেতুক পুরুষবাচক কিছু যোগ করে নাম বড় করলে দেখতে অসুন্দর হবে। তাছাড়া ইংরেজিতে cri ব্যবহৃত হয়নি সেখানে আরো সংক্ষিপ্ত করে cr ব্যবহৃত হয়েছে। (نقاش) عبد الله ০২:০১, ২৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
স্টেডিয়াম
[সম্পাদনা]@Mashfi23, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের অবস্থান পুণে করলে ভাল হত না? গহুঞ্জে গ্রাম তো অনেকেই চেনে না... চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৯:১৩, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @চ্যাম্পিয়ন স্টার ১: গহুঞ্জে অনেকেই চেনে না সেটা সত্য, কিন্তু বাস্তবে মুখ্য শহর পুণেও তো স্টেডিয়াম এলাকা থেকে যথেষ্ট দূরে। স্টেডিয়ামের নিবন্ধে ভালোভাবেই উল্লেখ করা আছে যে স্টেডিয়াম গহুঞ্জে গ্রামে অবস্থিত, আর সেটা সেখানের অনেক তথ্যসূত্রেও দেখানো আছে (যেমন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে)। যখন প্রমাণসহই দেখা যাচ্ছে স্টেডিয়ামের আসল অবস্থান, তখন সঠিক তথ্য ব্যবহার করাই উত্তম নয় কি? এটা ভেবেই গহুঞ্জে এলাকার নাম ব্যবহার করে আসছি। Mashfi※মাশ্ফী (আলাপ) ১১:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Mashfi23: যে জায়গা কেউ চেনে না সেটাকে রেফারেন্স ধরে কাউকে যদি চেনাতে যাই, কেউ কি সেটা চিনবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ফতেপুরে অবস্থিত এটা কি কাউকে কোনদিন বলতে শুনেছেন বা বললে কেউ চিনবে? দয়া করে বেশি সৃজনশীল হতে যাইয়েন না। আর বারবার মাঠ সম্পর্কিত সম্পাদনা রিভার্ট করে দিচ্ছেন কেন? আপনার কি মনে হয় ইংরেজি উইকির চেয়ে এখানে যে ফরম্যাটে লিখা হয়েছে সেটা বেশি সহজবোধ্য বা সুন্দর লাগছে?--মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @RockyMasum জি, ১০০% লাগছে বলে মনে হয় আমার। ইংরেজি উইকিপিডিয়ায় যেভাবে দেখানো হয়েছে বিষয়টা সেটা হয়তো কোনও গ্রাফিক পরিবেশনায় মানাতে পারে, কিন্তু উইকিপিডিয়ার মত জায়গায় সেটা বেমানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার ধারণা নেই, তাই আপনার অপর প্রশ্নের উত্তর দিতে পারলাম না। কোনও স্থাপনার সঠিক অবস্থানই ব্যবহার করার পক্ষে আমি, অবস্থানের নামে কাছাকাছি অবস্থিত বড় শহরের নাম ব্যবহারের পক্ষে না। ধন্যবাদ। Mashfi※মাশ্ফী (আলাপ) ১৬:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- আয়োজক মানে ভারত ক্রিকেট বোর্ড যে স্থানের নাম ব্যবহার করছে, সেটা ব্যবহার করলেই হয়। ম্যাচের সময় টিভির স্কোরকার্ডেই সেটা পাওয়া যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান আপনাদের ওপরই এখন তাহলে সেটা, যেহেতু সাধারণ design choiceকে ধ্বংসপ্রবণতা দাবি করে আমার মত ব্যবহারকারীদের জন্য নিবন্ধ অবরুদ্ধ করে দেয়া হয়েছে। আপাতত বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আপনাদের কাজের জন্য আগাম ধন্যবাদ। Mashfi※মাশ্ফী (আলাপ) ১৬:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি) সম্পাদিত ১৬:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Mashfi23, নিবন্ধ খুলে দেওয়া হবে। সম্পাদনা যুদ্ধ বন্ধ করতেই মাসুম ভাই সম্ভবত আপাতত সুরক্ষা দিয়েছে। এই সামান্য বিষয়ে মন খারাপ করলে হবে! এখানে সকলে আলোচনা করে কোন নাম, নকশা দেওয়া হবে সেটা সিদ্ধান্ত নিলেই হল। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- মন্তব্য দুঃখিত, আমি ভুল ক্রমে সম্পাদনা সুরক্ষিত করে ফেলেছিলাম, পর্যালোচনা চালু করতে যেয়ে। এখন ঠিক করে হয়েছে।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান মন খারাপ হয়েছেই কিছুটা সেটা সত্য, তবে কোনও সমস্যা নেই- এমনিতেই উইকিপিডিয়ায় নিয়মিত এসব সম্পাদনার কাজ প্রতি দিনের অনেক সময় শেষ করে দিচ্ছিল, তাই ভাবছি এ সুযোগে এখান থেকে "অবসর" নিয়ে নিলেই হয়। প্রায় দুই বছর ধরে ক্রিকেট সম্পর্কিত নিবন্ধ নিয়ে কাজ করে আসছি, একটা সময় তো শেষ করতেই হয় এসব। উইকিপিডিয়ায় আমি কখনওই একমাত্র সম্পাদক ছিলাম না আর কখনওই থাকবও না; আপনারা প্রশাসকেরা আর অন্যান্য ব্যবহারকারীরা যারা এখনও মন দিয়ে কাজ করে যাচ্ছেন তাদের সবার জন্য শুভকামনা থাকলো। ২০২১ সালের আগস্ট মাসে শুরু করেছিলাম এ কাজ, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শেষ দিনে এ সুযোগটা পেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। Mashfi※মাশ্ফী (আলাপ) ১৬:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Mashfi23, আপনি সময় পান না দেখে যদি আংশিক অবসর নিতে চান, আমার দুঃখ নেই। আমি-আপনি সারা জীবন উইকিতে থাকব না সেটা আমি বুঝি। কিন্তু আপনি যদি উপরে আমাদের কথায় দুঃখ পেয়ে এই সিদ্ধান্ত নেন, তবে আমার দুঃখ রয়ে যাবে।
- এখানে এটা সামান্য ভুল বুঝাবুঝি। আপনি একভাবে চাচ্ছেন, ওনারা আরেকভাবে চাচ্ছে। কেউ কারো সম্পাদনা বাতিল না করে এখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো সবচেয়ে ভালো কাজ। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান দুঃখ পাওয়ার কী আছে! সবাই স্বীকার করবে যে আমার মত ব্যবহারকারীদের জন্য উইকিপিডিয়ার কাজ শখের কাজ। আমাকে মানতেই হবে যে এতদিন ধরে মনোযোগ দিয়ে এ কাজ করায় কাজটা আমার জন্য নেশার মত হয়ে যাচ্ছে, আর নেশা থেকে যদি বের হওয়ার জন্য কোনও সুযোগ পাওয়া যায় তাহলে সেটা নেয়াই উত্তম। আমার কাজ প্রধানত ক্রিকেট নিয়েই ছিল, কেউ না কেউ ভবিষ্যতে আসতেই পারে আবার এ বিষয়ে কাজ করার জন্য। তাছাড়া ১২ বছর ধরে উইকিপিডিয়ায় আমার অ্যাকাউন্ট আছে, যদি ভবিষ্যতেও থাকে তাহলে আবার যেকোনও প্রয়োজনীয় অবদান রাখতেই পারি। আর ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব এ ২ বছরে অনেকবারই এসেছে, সেটাতে এমনিতেও আমার সমস্যা নেই- এসব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এখন যেটা ঘটল সেটাতে কিছুটা দুঃখ পেয়েছি যেমনটা আগে বললাম, কিন্তু "অবসর" গ্রহণের সিদ্ধান্ত এ ধরনের সামান্য মন খারাপ হওয়া থেকে নেয়ার কারণ নেই– সেটাকে আলাদা সিদ্ধান্তই বলতে হবে। Mashfi※মাশ্ফী (আলাপ) ১৭:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Mashfi23, নিবন্ধ খুলে দেওয়া হবে। সম্পাদনা যুদ্ধ বন্ধ করতেই মাসুম ভাই সম্ভবত আপাতত সুরক্ষা দিয়েছে। এই সামান্য বিষয়ে মন খারাপ করলে হবে! এখানে সকলে আলোচনা করে কোন নাম, নকশা দেওয়া হবে সেটা সিদ্ধান্ত নিলেই হল। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান আপনাদের ওপরই এখন তাহলে সেটা, যেহেতু সাধারণ design choiceকে ধ্বংসপ্রবণতা দাবি করে আমার মত ব্যবহারকারীদের জন্য নিবন্ধ অবরুদ্ধ করে দেয়া হয়েছে। আপাতত বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আপনাদের কাজের জন্য আগাম ধন্যবাদ। Mashfi※মাশ্ফী (আলাপ) ১৬:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি) সম্পাদিত ১৬:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- আয়োজক মানে ভারত ক্রিকেট বোর্ড যে স্থানের নাম ব্যবহার করছে, সেটা ব্যবহার করলেই হয়। ম্যাচের সময় টিভির স্কোরকার্ডেই সেটা পাওয়া যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Mashfi23: চট্টগ্রাম তো চেনেন নাকি? আপনার যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা নেই, তেমনি প্রায় সবারই গহুঞ্জে সম্পর্কেও ধারণা নেই। গ্রাফিক পরিবেশনা কেন ব্যবহার করা হয় জানেন? যাতে সহজে আকর্ষণীয়ভাবে কোন কিছু উপস্থাপন করা যায়। এখানে যে মাঠ চিহ্নিত করে মানচিত্র দেয়া হয়েছে সেটাও এক প্রকার গ্রাফিক পরিবেশনা, এটা কি এখন তাহলে বাদ দিতে হবে? অনুগ্রহ করে ব্যক্তিগত পছন্দ অপছন্দকে অগ্রাধিকার দিবেন না।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @RockyMasum জি, ১০০% লাগছে বলে মনে হয় আমার। ইংরেজি উইকিপিডিয়ায় যেভাবে দেখানো হয়েছে বিষয়টা সেটা হয়তো কোনও গ্রাফিক পরিবেশনায় মানাতে পারে, কিন্তু উইকিপিডিয়ার মত জায়গায় সেটা বেমানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার ধারণা নেই, তাই আপনার অপর প্রশ্নের উত্তর দিতে পারলাম না। কোনও স্থাপনার সঠিক অবস্থানই ব্যবহার করার পক্ষে আমি, অবস্থানের নামে কাছাকাছি অবস্থিত বড় শহরের নাম ব্যবহারের পক্ষে না। ধন্যবাদ। Mashfi※মাশ্ফী (আলাপ) ১৬:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Mashfi23: যে জায়গা কেউ চেনে না সেটাকে রেফারেন্স ধরে কাউকে যদি চেনাতে যাই, কেউ কি সেটা চিনবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ফতেপুরে অবস্থিত এটা কি কাউকে কোনদিন বলতে শুনেছেন বা বললে কেউ চিনবে? দয়া করে বেশি সৃজনশীল হতে যাইয়েন না। আর বারবার মাঠ সম্পর্কিত সম্পাদনা রিভার্ট করে দিচ্ছেন কেন? আপনার কি মনে হয় ইংরেজি উইকির চেয়ে এখানে যে ফরম্যাটে লিখা হয়েছে সেটা বেশি সহজবোধ্য বা সুন্দর লাগছে?--মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)