আলাপ:বড়া গুম্বদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সংশোধনের অনুরোধ[সম্পাদনা]

@আফতাবুজ্জামান:, @Owais Al Qarni: এই নিবন্ধটি ইংরেজিতে ভালো নিবন্ধ। বাংলাতেও মনোনয়ন দিতে চাই। তার আগে কয়েকটি সংশোধনী প্রয়োজন। অনুগ্রহ করে এই ছোটো নিবন্ধটি পড়ে একটু সংশোধন করে দিলে উপকৃত হব। --অর্ণব দত্ত (আলাপ) ০৯:৫৭, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Jonoikobangali: হ্যাঁ, দিতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০১, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: আরেকটি প্রশ্ন। এই নিবন্ধে আমি ইংরেজি tomb অর্থে সমাধি কথাটি ব্যবহার করেছি। আমার ধারণা এখানে একটি সঠিকতর পরিভাষা ব্যবহার করা উচিত। এক্ষেত্রে "মকবরা" বা "মাজার" নাকি অন্য কিছু ব্যবহার করলে ভালো হবে? --অর্ণব দত্ত (আলাপ) ১৬:২৩, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Jonoikobangali: আমার মতে এখানে সমাধি-ই ঠিক আছে। মাজার হল আওলিয়া-দরবেশগণের সমাধিস্থল। সিকান্দার লোদি মুসলিম শাসক ছিলেন কিন্তু আওলিয়া-দরবেশ বলতে যা বুঝায় তা মনে হয় ছিলেন না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৮, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

হিন্দিতে "মকবরা" কথাটি দেখলাম। বাংলাদেশে একটি স্মারক আছে তিন নেতার মাজার নামে। সেই কারণে আমি ঠিক বুঝতে পারিনি, কোনটি দেওয়া ঠিক হবে। যাই হোক, আপনার কথা মতো সমাধিই থাকুক। --অর্ণব দত্ত (আলাপ) ১৯:২৪, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]