বিষয়বস্তুতে চলুন

আলাপ:বড়া গুম্বদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Suvray কর্তৃক ১৭ দিন আগে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ বড়া গুম্বদ শিল্প এবং স্থাপত্যবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
জুলাই ১০, ২০২৪ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

সংশোধনের অনুরোধ

[সম্পাদনা]

@আফতাবুজ্জামান:, @Owais Al Qarni: এই নিবন্ধটি ইংরেজিতে ভালো নিবন্ধ। বাংলাতেও মনোনয়ন দিতে চাই। তার আগে কয়েকটি সংশোধনী প্রয়োজন। অনুগ্রহ করে এই ছোটো নিবন্ধটি পড়ে একটু সংশোধন করে দিলে উপকৃত হব। --অর্ণব দত্ত (আলাপ) ০৯:৫৭, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Jonoikobangali: হ্যাঁ, দিতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০১, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: আরেকটি প্রশ্ন। এই নিবন্ধে আমি ইংরেজি tomb অর্থে সমাধি কথাটি ব্যবহার করেছি। আমার ধারণা এখানে একটি সঠিকতর পরিভাষা ব্যবহার করা উচিত। এক্ষেত্রে "মকবরা" বা "মাজার" নাকি অন্য কিছু ব্যবহার করলে ভালো হবে? --অর্ণব দত্ত (আলাপ) ১৬:২৩, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Jonoikobangali: আমার মতে এখানে সমাধি-ই ঠিক আছে। মাজার হল আওলিয়া-দরবেশগণের সমাধিস্থল। সিকান্দার লোদি মুসলিম শাসক ছিলেন কিন্তু আওলিয়া-দরবেশ বলতে যা বুঝায় তা মনে হয় ছিলেন না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৮, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হিন্দিতে "মকবরা" কথাটি দেখলাম। বাংলাদেশে একটি স্মারক আছে তিন নেতার মাজার নামে। সেই কারণে আমি ঠিক বুঝতে পারিনি, কোনটি দেওয়া ঠিক হবে। যাই হোক, আপনার কথা মতো সমাধিই থাকুক। --অর্ণব দত্ত (আলাপ) ১৯:২৪, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধের পর্যালোচনা

[সম্পাদনা]
এই পর্যালোচনাটি আলাপ:বড়া গুম্বদ/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Suvray (আলাপ · অবদান) ১৩:২৮, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন


পর্যালোচনা

[সম্পাদনা]
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

প্রধান পাতার জন্য সূচনাংশ

[সম্পাদনা]
লোদি উদ্যানে বড়া গুম্বদ

বড়া গুম্বদ (অর্থ: বড়ো গম্বুজ) ভারতের দিল্লির লোদি উদ্যানে অবস্থিত একটি মধ্যযুগীয় স্মারক। এটি একটি জামে মসজিদদিল্লি সুলতানির শাসক শিকন্দর লোদির ‘‘মেহমান খানা’’ (অতিথিশালা)সহ একগুচ্ছ স্মারকের একটি অংশ। ১৪৯০ খ্রিস্টাব্দে লোদি রাজবংশের শাসনকালে বড়া গুম্বদ নির্মিত হয়। সাধারণভাবে শিকন্দর লোদিকেই এটির নির্মাতা মনে করা হয় এবং এই ভবনের গম্বুজটিই সম্ভবত দিল্লির সবচেয়ে পুরনো পূর্ণাঙ্গ গম্বুজ। বড়া গুম্বদ শিকন্দর লোদির সমাধি ও শিশা গুম্বদের কাছে অবস্থিত। তিনটি স্থাপনা একই উত্তোলিত মঞ্চের উপর অবস্থিত এবং তিনটিই লোদি রাজত্বে নির্মিত হলেও এগুলির নির্মাণকাল এক নয়। বড়া গুম্বদ নির্মাণের উদ্দেশ্য স্পষ্ট নয়: এটি সম্ভবত নির্মিত হয়েছিল একটি একক সমাধিসৌধ, কিন্তু এখানে কোনও সমাধিশিলা চিহ্নিত করা যায় না; অথবা এটি একটি প্রবেশদ্বাররূপেও নির্মিত হতে পারে। বর্তমানে বড়া গুম্বদ যে অঞ্চলে অবস্থিত অতীতে সেটির নাম ছিল খইরপুর গ্রাম। (বাকি অংশ পড়ুন...) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৭৫ Suvray (আলাপ) ১৬:০৪, ১০ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন