অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার
অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশের শিশু সাহিত্য নিয়ে কাজ করা লেখকদের সৃজনশীল কর্মকে উৎসাহদানের উদ্দেশ্যে |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশ শিশু একাডেমী |
প্রথম পুরস্কৃত | ১৯৮১ |
ওয়েবসাইট | অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার |
অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার বাংলাদেশের শিশুসাহিত্য নিয়ে কাজ করা লেখকদের জন্য একটি পুরস্কার যা বাংলাদেশ শিশু একাডেমীর পক্ষ থেকে অগ্রণী ব্যাংকের অর্থানুকূল্যে প্রতি বছর প্রদান করা হয়।[১] ১৯৮১ সালে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য ও শিশু নাট্য পুরস্কার প্রবর্তিত হয়। ২০০৭ সাল থেকে এটি ‘অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার’ নামে দেয়া হতো।[২]
ইতিহাস
[সম্পাদনা]অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয় ১৯৮১ সালে।[১] ২০০৭ সাল পর্যন্ত এটি ‘অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার’ নামে দেয়া হতো; ২০০৮ সাল থেকে এর নাম করা হয় ‘অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার’।[৩] গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে প্রতিবছরের ১৪ এপ্রিল হতে পরের বছরের ১৩ এপ্রিল পর্যন্ত সমাপ্ত বাংলা বছরে প্রকাশিত বইয়ের ওপর ভিত্তি করে এই পুরস্কারের আয়োজন করা হয়।
পুরস্কার
[সম্পাদনা]পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।[৪]
পুরস্কারের ক্ষেত্র
[সম্পাদনা]প্রতিবছর কবিতা-ছড়া-গান; গল্প-উপন্যাস-রূপকথা; বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ; স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি; অনুবাদ-ভ্রমণকাহিনী; নাটক ও বই অলংকরণ - এই ৭টি শাখায় পুরস্কার দেয়া হয়।[১]
বছর অনুযায়ী পুরস্কার প্রাপকগণ
[সম্পাদনা]১৪১৮ বঙ্গাব্দ
[সম্পাদনা]২০১১ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১২ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪১৮ বঙ্গাব্দের জন্য ৫টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই দুই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
শাখা | বই | প্রাপক |
---|---|---|
কবিতা-ছড়া-গান | পরীর নূপুর | রাশেদ রউফ |
কবিতা-ছড়া-গান | ছড়ায় নতুন রূপকথা | খালেদ হোসাইন |
গল্প-উপন্যাস-রূপকথা | উড়াল বালক | মোহিত কামাল |
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ | মাদার টেরিজা | কাজী কেয়া |
স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি | আমাদের বনের প্রাণী | তপন চক্রবর্তী |
বই অলংকরণ | ফুল ভাসানো চম্পানদী | নাসিম আহমেদ |
১৪১৯ বঙ্গাব্দ
[সম্পাদনা]২০১২ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৩ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪১৯ বঙ্গাব্দের জন্য ৫টি শাখায় মোট ৫ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ এবং অনুবাদ-ভ্রমণকাহিনি শাখায় কোনো বই জমা না-পড়ায় এই দুই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
শাখা | বই | প্রাপক |
---|---|---|
কবিতা-ছড়া-গান | মাঠের ছবি ঘাটের ছবি | হাসনাত আমজাদ |
গল্প-উপন্যাস-রূপকথা | নোটুর সেভেনটি ওয়ান | দন্ত্যস রওশন |
স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি | মহাকাশের বিজ্ঞান খেলা | শেখ আনোয়ার |
নাটক | মঙ্গলদেশ | হানিফ খান |
বই অলংকরণ | পুতুল রানির ছড়া | মনিরুজ্জামান পলাশ |
১৪২০ বঙ্গাব্দ
[সম্পাদনা]২০১৩ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৪ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২০ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
- সোনায় মোড়া ছড়া, লেখক: আখতার হুসেন। কবিতা, ছড়া, গান
- পুতলি ও ছেলেধরা, লেখক: দীপু মাহমুদ। গল্প, উপন্যাস, রূপকথা
- পথ চলাতেই আনন্দ, লেখক: ফারুক হোসেন। অনুবাদ, ভ্রমণকাহিনি
- কাঙ্গাল হরিনাথ মজুমদার, লেখক: সোহেল আমিন বাবু। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও এবং অন্যান্য জীবনী প্রবন্ধ
- রবীন্দ্রনাথ কবিতা থেকে নাটিকা, লেখক: আ শ ম বাবর আলী। নাটক
- মেঘের হাতি, অলংকরণ: বিপ্লব চক্রবর্তী। বই অলংকরণ
- দেওয়া হয়নি, লেখক: । স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি
১৪২১ বঙ্গাব্দ
[সম্পাদনা]২০১৪ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৫ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২১ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
- রোমেন রায়হান
- ইমতিয়ার শামীম
- তপন বাগচী
- মনসুর আজিজ
- মোমিন উদ্দীন খালেদ
১৪২২ বঙ্গাব্দ
[সম্পাদনা]২০১৫ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৬ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২২ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
- ইমদাদুল হক মিলন
- মাহফুজুর রহমান
- পলাশ মাহবুব
- রীতা ভৌমিক
- আলী আসগর
- হাসান খুরশীদ রুমী
- আশিক মুস্তাফা
- সব্যসাচী মিস্ত্রী
১৪২৩ বঙ্গাব্দ
[সম্পাদনা]২০১৬ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৭ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২৩ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
- আবুল মোমেন
- মশিউর রহমান
- মোশতাক আহমেদ
- মারুফুল ইসলাম
- আহমাদ উল্লাহ
- শ্যামলী নাসরিন চৌধুরী
- মিজানুর রহমান কল্লোল
- জামিল বিন সিদ্দিক
- উত্তম সেন
১৪২৪ বঙ্গাব্দ
[সম্পাদনা]২০১৭ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৮ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২৪ বঙ্গাব্দের জন্য ৭টি শাখায় মোট ১০ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; কবিতা-ছড়া-গান, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ এবং নাটক - এই প্রতিটি শাখা থেকে ২ জন করে যৌথভাবে পুরস্কারের জন্য মনোনীত হন।[৭]
শাখা | বই | প্রাপক |
---|---|---|
কবিতা-ছড়া-গান | দুরন্ত কিশোরের উড়ন্ত মন | আহমেদ সাব্বির |
কবিতা-ছড়া-গান | আমার পড়া পাতায় ভরা | সোহেল মল্লিক |
গল্প-উপন্যাস-রূপকথা | ঘিয়ের পিদিম | নিলয় নন্দী |
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | মনি হায়দার |
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ | গল্পে গল্পে বাংলাদেশ | শিবুকান্তি দাশ |
স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি | পৃথিবীর বাইরে | মিন্টু হোসেন |
অনুবাদ-ভ্রমণকাহিনি | লুইস ক্যারল অ্যালিসের অ্যাডভেঞ্চার | সামিন ইয়াসার |
নাটক | আকাশ আর মৃত্তিকার গল্প | মোস্তফা হোসেইন |
নাটক | বিষ্টি বন্ধু | মোহাম্মদ মারুফুল |
বই অলংকরণ | এক সকালে টম | মামুন হোসাইন |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ রেজিনা আক্তার (২০১২)। "বাংলাদেশ শিশু একাডেমী"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার প্রদান"। NTV Online। ২০১৮-০৮-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১১।
- ↑ "৬ বছর পর শিশু একাডেমী সাহিত্য পুরস্কার প্রদান"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৩৯ সাহিত্যিক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ চ "অগ্রণী ব্যাংক-শিশু একডেমী শিশুসাহিত্য পুরস্কার | Bangladesh Shishu Academy" (ইংরেজি ভাষায়)। ২৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ চ "অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি পুরস্কার পেলেন ৩৯ শিশু সাহিত্যিক"। দৈনিক সমকাল। ১০ মার্চ ২০১৮। ২৫ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১।
- ↑ "অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা"। দৈনিক সমকাল। ১৯ ডিসেম্বর ২০১৮। ২৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১।