বাংলাদেশ অলিম্পিক সংস্থা
(বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে পুনর্নির্দেশিত)
![]() বাংলাদেশ অলিম্পিক সংস্থার লোগো | |
জাতীয় অলিম্পিক কমিটি | |
---|---|
দেশ | ![]() |
কোড | BAN |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৯ |
স্বীকৃতি | ১৯৮০ |
সদর দফতর | ঢাকা |
সভাপতি | জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ |
মহাসচিব | সৈয়দ শাহেদ রেজা |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাংলাদেশ অলিম্পিক সংস্থা বাংলাদেশের জাতীয় অলিম্পিক কমিটি হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে প্রতিনিধিত্ব করছে। এর আইওসি কোড হচ্ছে BAN। এছাড়াও, ক্রীড়া সংস্থা হিসেবে এটি কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের যাবতীয় কার্যাবলী সম্পাদন করছে।[১] সংস্থার সদর দফতর ঢাকায় অবস্থিত। বাংলাদেশ অলিম্পিক সংস্থা বা বিওএ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।[২] বাংলাদেশ ৪৫ সদস্যবিশিষ্ট এশিয়া অলিম্পিক কাউন্সিলের অন্যতম সদস্য। ১৯৮০ সালে এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি পায়।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Bangladesh at the Commonwealth Games"। Commonwealth Games Federation। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১২।
- ↑ creation of BOC, সংগ্রহ: ২৫ জানুয়ারি, ২০১৩
- ↑ "Bangladesh Olympic Association (BAN), collection: 3 March, 2012"। ২৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১২।