বাংলাদেশ বক্সিং ফেডারেশন
অবয়ব
(বাংলাদেশ অপেশাদার বক্সিং ফেডারেশন থেকে পুনর্নির্দেশিত)
| গঠিত | ১৯৭২ |
|---|---|
| সদরদপ্তর | মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
সভাপতি | লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ খান (অব.) |
সাধারণ সম্পাদক | এম এ কুদ্দুস খান |
| সম্পৃক্ত সংগঠন | ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন, এশিয়ান বক্সিং কনফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন |
| ওয়েবসাইট | বাংলাদেশ বক্সিং ফেডারেশন |
বাংলাদেশ বক্সিং ফেডারেশন বাংলাদেশের জাতীয় মুষ্টিযুদ্ধ সংস্থা এবং দেশের মুষ্টিযুদ্ধ ক্রীড়া পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ফেডারেশন।[১] লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ খান (অব.) ফেডারেশনের সভাপতি।[২]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।[৩] ২০১২ সালে, তারা জাতীয় মহিলা মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা শুরু করে।[৪]
কার্যনির্বাহী কমিটি
[সম্পাদনা]| নাম | পদবী |
|---|---|
| লে. কর্নেল এম এ লতিফ খান (অব.) | সভাপতি |
| মো. ফারুক হোসেন | সহ-সভাপতি |
| ইঞ্জি. মোহাম্মদ ফায়াজুর রহমান ভূঁইয়া (জুয়েল) | সহ-সভাপতি |
| এম এ কুদ্দুস খান | সাধারণ সম্পাদক |
| সৈয়দ মহিউদ্দিন আহমেদ | যুগ্ম সম্পাদক |
| আতিকুর রহমান সজীব | কোষাধ্যক্ষ |
| অ্যাড. গাজী কামরুল ইসলাম সজল | সদস্য |
| মো. মোরসালিন আহমেদ | সদস্য |
| মেজর মো. ইসরাফিল আলম, পিএসসি | সদস্য |
| এ আর মিশকাতুল ইসলাম | সদস্য |
| মো. মিনহাজ উদ্দিন | সদস্য |
| মো. জহির উদ্দিন চৌধুরী | সদস্য |
| ইশতিয়াক আহমেদ | সদস্য |
| এম এ আজিজ হিরু | সদস্য |
| মো. আল-আমিন | সদস্য |
| বিকেএসপি প্রতিনিধি | সদস্য |
| লে. কর্নেল মো. তৌহিদুল ইসলাম (সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড) | সদস্য |
| বিজিবি প্রতিনিধি | সদস্য |
| পুলিশ প্রতিনিধি | সদস্য |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "29th National Senior Men's Boxing Championship: British-born Bangladeshi Safwan off to flying start"। ঢাকা ট্রিবিউন। ১৫ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০।
- ↑ "চেয়ারম্যান, বাংলাদেশ বক্সিং ফেডারেশন"। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০।
- ↑ "বাংলাদেশ বক্সিং ফেডারেশন"। bbf-bd.org। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আনসার মহিলা দলের আধিপত্য"। দ্য ডেইলি স্টার। ৩১ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০।