বাংলাদেশ কারাতে ফেডারেশন
গঠিত | ১৯৭২ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | বাংলাদেশ কারাতে ফেডারেশন |
বাংলাদেশ কারাতে ফেডারেশন বাংলাদেশে কারাতের জন্য ন্যাশনাল ফেডারেশন। এটি বাংলাদেশে খেলা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ।[১] দুর্নীতি দমন কমিশনের কমিশনার ডাঃ মোঃ মোজাম্মেল হক খান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি।[২] কিয়া শ্বে হেলা বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক।[৩]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশ কারাতে ফেডারেশন ১৯৭২ সালে বাংলাদেশ জুডো এবং কারাতে ফেডারেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০১ সালে লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ দ্বারা বাংলাদেশ জুডো এবং কারাতে ফেডারেশন দুটি ভাগে বিভক্ত করে বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং বাংলাদেশ জুডো ফেডারেশন নামে নামকরণ করা হয়।[৪]
জাপান ওভারসিজ কোঅপারেশন ভলান্টিয়ারস কারাতে খেলোয়াড় নোনকাকে কারাতে ফেডারেশনের সাথে কাজ করার জন্য বাংলাদেশে পাঠিয়েছিল। মিতসুইটো ইয়োশিদো বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচের দায়িত্ব পালন করেছেন।[৫] ১৯৮২ সালে, ফেডারেশন বাংলাদেশের প্রথম জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন করে। ২০০০ এর দশকে, জাইকা কারাতে ফেডারেশনকে কোচ সরবরাহ এবং সমর্থন বন্ধ করে দিয়েছে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bangladesh finish fourth in South Asian Karate"। Dhaka Tribune। ৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ "South Asian Karate Championship begins in Dhaka Friday"। unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ "Priya injury denies Bangladesh fourth gold in karate"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ ক খ "Blooming in the dark"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ গোফরান ফারুকী (২০১২)। "কারাতে"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।