বাংলাদেশ কারাতে ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ কারাতে ফেডারেশন
গঠিত১৯৭২
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটবাংলাদেশ কারাতে ফেডারেশন

বাংলাদেশ কারাতে ফেডারেশন বাংলাদেশে কারাতের জন্য ন্যাশনাল ফেডারেশন। এটি বাংলাদেশে খেলা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ।[১] দুর্নীতি দমন কমিশনের কমিশনার ডাঃ মোঃ মোজাম্মেল হক খান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি।[২] কিয়া শ্বে হেলা বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক।[৩]

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশ কারাতে ফেডারেশন ১৯৭২ সালে বাংলাদেশ জুডো এবং কারাতে ফেডারেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০১ সালে লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ দ্বারা বাংলাদেশ জুডো এবং কারাতে ফেডারেশন দুটি ভাগে বিভক্ত করে বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং বাংলাদেশ জুডো ফেডারেশন নামে নামকরণ করা হয়।[৪]

জাপান ওভারসিজ কোঅপারেশন ভলান্টিয়ারস কারাতে খেলোয়াড় নোনকাকে কারাতে ফেডারেশনের সাথে কাজ করার জন্য বাংলাদেশে পাঠিয়েছিল। মিতসুইটো ইয়োশিদো বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচের দায়িত্ব পালন করেছেন।[৫] ১৯৮২ সালে, ফেডারেশন বাংলাদেশের প্রথম জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন করে। ২০০০ এর দশকে, জাইকা কারাতে ফেডারেশনকে কোচ সরবরাহ এবং সমর্থন বন্ধ করে দিয়েছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladesh finish fourth in South Asian Karate"Dhaka Tribune। ৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  2. "South Asian Karate Championship begins in Dhaka Friday"unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  3. "Priya injury denies Bangladesh fourth gold in karate"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  4. "Blooming in the dark"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  5. গোফরান ফারুকী (২০১২)। "কারাতে"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743