বাংলাদেশ উশু ফেডারেশন
অবয়ব
গঠিত | ২০০৭ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | বাংলাদেশ উশু ফেডারেশন |
বাংলাদেশ উশু ফেডারেশন বাংলাদেশে উশুর জাতীয় ফেডারেশন। এটি বাংলাদেশে উশু খেলা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ। সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি।[১]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশ উশু ফেডারেশন ২০০৭ সালে বাংলাদেশ উশু সমিতি নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে, বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের নাম পরিবর্তন করে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাংলাদেশ উশু ফেডারেশনে নামকরণ করা হয়েছিল। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Executive Committee"। wushubd.com (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০।
- ↑ "About us"। wushubd.com (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০।