বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন
অবয়ব
গঠিত | ১৯৭২ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন বাংলাদেশে বাস্কেটবলের জন্য জাতীয় ফেডারেশন এবং এটি বাংলাদেশের বাস্কেটবল খেলা পরিচালনার জন্য দায়বদ্ধ।[১] ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি।[২]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ১৯৭২ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।[৩] এটি এফআইবিএর একটি সহযোগী সদস্য (ফেডারেশন ইন্টারনেশনাল ডি বাস্কেটবল বাস্কেটবল অ্যামেচার)।[৪] ফেডারেশন বাংলাদেশের একমাত্র সক্রিয় বাস্কেটবল জিমনেসিয়াম ধানমন্ডি কাঠের ফ্লোর জিমনেসিয়ামের মালিক। এটি প্রস্তাবিত শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠ হারাতে বসেছে।[৫]
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ২০১৮ সালের নভেম্বরে একজন মহিলা খেলোয়াড়কে লাঞ্ছিত করার অভিযোগে জাতীয় মহিলা বাস্কেটবল দলের কোচ সবুজ মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bangabandhu Inter-School Basketball begins"। Dhaka Tribune। ৬ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ "U-14 Basketball begins on Friday"। Dhaka Tribune। ২২ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ শফিক আনোয়ার (২০১২)। "খেলাধুলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "FIBA.basketball"। FIBA.basketball (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ Banna, Rashad (৯ জুন ২০১৬)। "Basketball in Bangladesh heading nowhere"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ "Basketball coach Sabuj suspended"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।