বাংলাদেশ রোয়িং ফেডারেশন
অবয়ব
গঠিত | ১৯৭৬ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
বাংলাদেশ রোয়িং ফেডারেশন নৌ চালনা বা নৌকা বাইচের জন্য বাংলাদেশের জাতীয় ফেডারেশন এবং এটি বাংলাদেশে এই খেলা পরিচালনার জন্য দায়বদ্ধ।[১] মোল্লা এম আবু কায়সার সভাপতি এবং হাজী এম খোরশেদ আলম বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক।[২]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশ রোয়িং ফেডারেশন ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচ এবং আধুনিক নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে।[৩] বাংলাদেশ রোয়িং ফেডারেশন বাংলাদেশে নৌকা বাইচ অনুষ্ঠানের আয়োজন করে।[৪] এটি আন্তর্জাতিক রোয়িং ফেডারেশনের একটি জাতীয় সদস্য।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rowing makes the cut"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০।
- ↑ "Rowing Federation president calls on Biren Sikder"। The New Nation (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০।
- ↑ এস.এম মাহফুজুর রহমান (২০১২)। "নৌকা বাইচ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Bangladesh Rowing Federation organized 34th annual boat"। Shutterstock Editorial (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০।
- ↑ "FISA"। worldrowing.com। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০।