বাংলাদেশ সুইমিং ফেডারেশন
ক্রীড়া | সাঁতার প্রতিযোগিতা |
---|---|
সংক্ষেপে | বিএসএফ |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৭ |
অধিভুক্ত | ফিনা |
অধিভুক্তের তারিখ | ১৯৮৭ সালে সুইমিং ফেডারেশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত। |
আঞ্চলিক অধিভুক্তি | এশিয়া সাঁতার ফেডারেশন |
অধিভুক্তের তারিখ | ১৯৮০ সালে পূর্ণ সদস্য |
সদর দফতর | ঢাকা, বাংলাদেশ |
সভাপতি | এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ওএসপি এনডিসি, পিএসসি |
সহ সভাপতি | মোল্লা মোহাম্মদ আবু কায়সার |
প্রশিক্ষক | পার্ক তে গুন |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
bdswimming | |
বাংলাদেশ সুইমিং ফেডারেশন (সংক্ষেপে বিএসএফ) ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজনকারী সংগঠন। ঢাকা এ সংগঠনের রয়েছে একটি আন্তর্জাতিক মানের সুইমিন কমপ্লেক্স। ১৯৮৭ সালে ৮ জন সাঁতার প্রশিক্ষণার্থী ও ১জন কোচ নিয়ে বিকেএসপিতে সাঁতার বিভাগের কার্যক্রম শুরু হয়। এ সংগঠনটি বাংলাদেশে সাঁতারের মানোন্নয়ন, দেশের সুইমিং পুলগুলোর পৃষ্ঠপোষকতা ও পরিচালনায় ভূমিক রাখে। এছাড়া জাতীয় সাঁতার দলের পৃষ্ঠপোষকতায় এ ফেডারেশন দায়বদ্ধ।
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৭ সালে ৮ জন সাঁতার প্রশিক্ষণার্থী ও ১জন কোচ নিয়ে বিকেএসপিতে সাঁতার বিভাগের কার্যক্রম শুরু হয়। ফেডারেশনের বিভিন্ন বিষয়শ্রেণীতে ৯ জন কোচ নিয়োজিত আছেন। ০১ জানুয়ারি ২০১৯ তারিখের তথ্য অনুযায়ী সুইমিং ফেডারেশনের ঢাকা বিকেএসপিতে ২৪ জন ছেলে সাঁতারু ও ২৬ জন নারী সাঁতারু এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে ২৪ জন ছেলে সাঁতারু প্রশিক্ষণার্থী হিসেবে রয়েছে। [১] প্রশিক্ষণের জন্য ঢাকা বিকেএসপিতে একটি ৫০মিটার ও একটি ২৫মিটার সুইমিং পুল ও ডাইভিং পুল রয়েছে। এছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে দিনাজপুরে ৫০ মিটারের একটি সুইমিং পুল রয়েছে। বিএসএফের তত্ত্ববধানে ২৯ জন প্রশিক্ষণার্থী আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় এবং ৪৭ জন প্রশিক্ষণার্থী বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক অর্জন করেছে।[২][৩]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Learning to Swim"। theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭।
- ↑ "বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান - সাঁতার"। বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট।
- ↑ "Fina organises water polo clinic"। ঢাকা ট্রিবিউন। ২০১৮-১২-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |