বিষয়বস্তুতে চলুন

বরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বরিয়া
কুষ্টিয়া জেলার গ্রাম
ডাকনাম: মসলা গ্রাম
বরিয়া বাংলাদেশ-এ অবস্থিত
বরিয়া
বরিয়া
বাংলাদেশে বরিয়ার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫১′২৯″ উত্তর ৮৯°০৭′০১″ পূর্ব / ২৩.৮৫৮০৬৪৯° উত্তর ৮৯.১১৬৯৫১৭° পূর্ব / 23.8580649; 89.1169517
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাকুষ্টিয়া সদর উপজেলা
ইউনিয়নবটতৈল ইউনিয়ন
মশলা গ্রাম হিসেবে পরিচিতিজুলাই ২০২৩; ১১ মাস আগে (2023-07)
সরকার
 • ইউপি চেয়ারম্যানমোঃ মিন্টু ফকির
 • ইউপি সদস্য (২নং ওয়ার্ড)মোঃ আমিরুল ইসলাম
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৩,৪৫২
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোডবরিয়া-৭০০২

বরিয়া বা বড়ীয়া কুষ্টিয়া জেলার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের একটি গ্রাম ও বটতৈল ইউনিয়নের ২নং ওয়ার্ড।[১] এই গ্রামে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় প্রায় ১৩ রকমের মসলা চাষ করা হচ্ছে। ফলে এই গ্রামটি মসলা গ্রাম নামে পরিচিতি পেয়েছে এবং দূর-দুরান্ত থেকে মানুষ গ্রামটি দেখতে আসেন।[২][৩]

নামকরণ[সম্পাদনা]

বরিয়া নামকরণ

বরিয়া নামকরণের কোনো উল্লেখযোগ্য ইতিহাস নেই। তবে লোকমুখে প্রচলিত আছে দাবার গুটি বোড়ের নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয়েছিল।

মসলা গ্রাম নামকরণ

২০২৩ সালের জুলাই মাসে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক শুরু হয় ০৫ বছর মেয়াদি মসলা চাষ প্রকল্প। এই প্রকল্পের জন্য বরিয়া গ্রামকে বেছে নেওয়া হয়। গ্রামের রাস্তার দুই পাশে সুসজ্জিত ভাবে লাগানো মসলার গাছ। এই জন্য এই গ্রাম মসলা গ্রাম নামে পরিচিত পেয়েছে।

অবস্থান[সম্পাদনা]

বরিয়া কুষ্টিয়া জেলার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের একটি গ্রাম। গ্রামটির কুষ্টিয়া শহরের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। কুষ্টিয়া শহর থেকে গ্রামটির দুরত্ব ৬.৬ কিলোমিটার।

মসলা চাষ প্রকল্প[সম্পাদনা]

বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২২ সালে ‘মসালর উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ’ নামক ০৫ বছর মেয়াদের একটি প্রকল্প চালু করে।[৪] সেই অনুযায়ী কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৩ সালে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে বটতৈল ইউনিয়নের বরিয়া গ্রামটি বেছে নেয়। এই প্রকল্পের আওতায় পিঁয়াজ, রসুন, হলুদ, আদা, ক্যাপসিকাম মরিচ, গোল মরিচ, জিরা, চুইঝাল, তেজপাতা সহ ১৩ ধরনের মসলা চাষ করা হচ্ছে।

তেজপাতা গাছ

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

বরিয়া গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা–

ক্রম নং ধরন ক্রম নং নাম
০১ উচ্চ মাধ্যমিক ০১ বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ
০২ প্রাথমিক বিদ্যালয় ০১ ২৮ নং বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
০৩ মাদ্রাসা ০১ নুরুল ইসলাম সিদ্দিক দারুল উলুম মাদ্রাসা
০৪ ০২ বরিয়া হাফেজিয়া মাদ্রাসা
০৫ ০৩ বাইতুল মুমিন হাফেজিয়া মাদ্রাসা

চিকিৎসা ব্যবস্থা[সম্পাদনা]

বরিয়া গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে যার নাম বরিয়া-টাকিমারা কমিউনিটি ক্লিনিক যেখানে গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা পেয়ে থাকেন। গ্রামে ০২ জন গ্রাম্য ডাক্তার রয়েছেন।

ধর্মীয় প্রতিষ্ঠান[সম্পাদনা]

বরিয়া গ্রামে ৪টি মসজিদ রয়েছে। এগুলো হলো–

  1. নুরুল ইসলাম সিদ্দিক জামে মসজিদ
  2. বরিয়া জামে মসজিদ
  3. বাইতুল মুমিন জামে মসজিদ (ভাদালিয়া পাড়া)
  4. বরিয়া-বেরপাড়া মসজিদ

এছাড়াও এই গ্রামে ১টি ঈদগাহ ময়দান ও ১টি গোরস্থান রয়েছে। এগুলো হলো–

  • বরিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান
  • বরিয়া কেন্দ্রীয় গোরস্থান

অর্থনীতি[সম্পাদনা]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বটতৈল ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক লোক সংখ্যা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - বটতৈল ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৫ 
  2. রাজু আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি (২০২৩-১১-০৪)। "কুষ্টিয়ার বড়িয়া গ্রাম এখন মসলার গ্রাম"দি ডেইলি মেসেঞ্জার। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৫ 
  3. কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া প্রতিনিধি (২০২৩-১১-০৭)। "কুষ্টিয়ার বড়িয়া গ্রাম এখন মসলার গ্রাম"শেয়ার বিজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৫ 
  4. হাবিবুর রনি, বাকৃবি (২০২২-০৭-০২)। "মসলা চাষে ১২০ কোটির প্রকল্প"আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]