ফুটবল ক্লাব জিনিত (রুশ: Футбольный клуб «Зенит»; [fʊdˈbolʲnɨj ˈkɫup zʲɪˈnʲit]; জিনিত সেন্ট পিটার্সবার্গ বা শুধুমাত্র জিনিত নামেও পরিচিত) হচ্ছে সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থিত একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল (বা কিছু রুশ উৎস অনুসারে ১৯১৪ সালে)। বর্তমানে এই ক্লাবটি রুশ প্রিমিয়ার লীগে খেলে। জিনিত হচ্ছে রুশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন (২০১৮–১৯ অনুযায়ী)। এর পূর্বে তারা ২০০৭, ২০১০, ২০১১–১২, ২০১৪–১৫ মৌসুমে রুশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও ক্লাবটি ২০০৭–০৮ উয়েফা সুপার কাপ এবং ২০০৮ উয়েফা সুপার কাপ জয়লাভ করেছে। এই ক্লাবটির মালিকানাধীনে রয়েছে জনপ্রিয় রুশ প্রতিষ্ঠান গাসপ্রোম, যারা একই সাথে এর সাথে এই ক্লাবের পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করে। জিনিত তাদের সকল হোম ম্যাচ গাসপ্রোম এরিনায় খেলে থাকে।