পশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০০৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০০৪

← ১৯৯৯ ১০ মে ২০০৪ ২০০৯ →

লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৪২টি আসন
নিবন্ধিত ভোটার৪,৭৪,৩৭,৪৩১
ভোটের হার৭৭.৭%
  প্রথম দল দ্বিতীয় দল তৃতীয় দল
 
Sushree Mamata Banerjee assumes the charge of the Minister for Coal and Mines in New Delhi on January 9, 2004.jpg
নেতা/নেত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রণব মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
দল সিপিআই(এম) কংগ্রেস তৃণমূল
জোট বামফ্রন্ট ইউপিএ এনডিএ
নেতা হয়েছেন ২০০০ ২০০০ ১৯৯৮
নেতার আসন প্রতিদ্বন্দ্বিতা করেননি জঙ্গিপুর কলকাতা দক্ষিণ
আসন লাভ ২৬
আসন পরিবর্তন বৃদ্ধি বৃদ্ধি হ্রাস
জনপ্রিয় ভোট ১,৪২,৭১,০৪২ ৫৩,৮৫,৭৫৪ ৭৭,৮৬,১৭৮
শতকরা ৩৮.৫৭% ১৪.৫৬% ২১.০৪%
সুইং ৩.০১% বৃদ্ধি ১.২৭% বৃদ্ধি ৫.০১% হ্রাস


নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

অটলবিহারী বাজপেয়ী
বিজেপি

নির্বাচিত প্রধানমন্ত্রী

মনমোহন সিং
কংগ্রেস

২০০৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচন ২০০৪ সালে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে রাজ্যের লোকসভার ৪২টি আসন নির্বাচন করার জন্য অনুষ্ঠিত হয়েছিল।[১][২] নির্বাচনটি ১০ মে ২০০৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং ৭৭.৭% ভোট রেকর্ড করা হয়েছিল।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) নেতৃত্বাধীন বামফ্রন্ট রাজ্যে ৩৫টি আসন জিতে অপ্রতিরোধ্য বিজয় অর্জন করেছে।[৩][৪] জাতীয় স্তরে ভারতীয় জাতীয় কংগ্রেস একক বৃহত্তম দল হয়ে ওঠে এবং তার মিত্রদের সাথে নতুন সরকার গঠন করে এবং বামফ্রন্ট এবং অন্যান্য দলগুলির কাছ থেকে বহিরাগত সমর্থন গ্রহণ করে।[৫][৬]

সময়সূচী[সম্পাদনা]

ভারতের নির্বাচন কমিশন ২৯ ফেব্রুয়ারি ২০০৪ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল।[৭]

পোল ইভেন্ট তারিখ
বিজ্ঞপ্তির তারিখ ১৬ এপ্রিল
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল
মনোনয়ন যাচাই-বাছাই ২৪ এপ্রিল
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৬ এপ্রিল
ভোটের তারিখ ১০ মে
ভোট গণনার তারিখ ১৩ মে

দল ও জোট[সম্পাদনা]

[সম্পাদনা]

ক্রম দল পতাকা প্রতীক নেতা আসনে প্রতিদ্বন্দ্বিতা
১. ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বুদ্ধদেব ভট্টাচার্য ৩২
২. বিপ্লবী সমাজতান্ত্রিক দল
মনোজ ভট্টাচার্য
৩. অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক
দেবব্রত বিশ্বাস
৪. ভারতের কমিউনিস্ট পার্টি
স্বপন ব্যানার্জি

অন্যান্য বামফ্রন্ট সদস্য যারা নির্বাচনে প্রার্থী দেয়নি কিন্তু জোটকে সমর্থন করেছিল তারা হল বিপ্লবী বাংলা কংগ্রেস, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী ফরোয়ার্ড ব্লক, পশ্চিমবঙ্গ সমাজতান্ত্রিক দল, ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য বামফ্রন্ট দল।

[সম্পাদনা]

ক্রম দল পতাকা প্রতীক নেতা আসনে প্রতিদ্বন্দ্বিতা
১. ভারতীয় জাতীয় কংগ্রেস
প্রণব মুখোপাধ্যায় ৩৭
২. গণতান্ত্রিক সমাজতন্ত্রের দল
চিত্র:Pds flag.jpg
সমীর পুতাতুন্ডু
৩. ঝাড়খণ্ড মুক্তি মোর্চা
N/A
৪. স্বতন্ত্র - - N/A

দার্জিলিং আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট

[সম্পাদনা]

না. পার্টি পতাকা প্রতীক নেতা আসন প্রতিদ্বন্দ্বিতা
১. সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
মমতা ব্যানার্জি ২৯
২. ভারতীয় জনতা পার্টি
তথাগত রায় ১৩

ফলাফল[সম্পাদনা]

জোটভিত্তিক ফলাফল[সম্পাদনা]

বামফ্রন্ট আসন % ইউপিএ আসন % এনডিএ আসন %
সিপিআই(এম) ২৬ ৩৮.৫৭ কংগ্রেস ১৪.৫৬ তৃণমূল ২১.০৪
আরএসপি ৪.৪৮ পিডিএস ০.২২ বিজেপি ৮.০৬
সিপিআই ৪.০২ জেএমএম ০.১৫
ফরওয়ার্ড ব্লক ৩ ৬৭ স্বতন্ত্র ০.১৪
মোট ৩৫ ৫০.৭৪ মোট ১৫.০৭ মোট ২৯.১০

দলভিত্তিক ফলাফল[সম্পাদনা]

দল
মোট

নির্বাচনী এলাকাভিত্তিক ফলাফল[সম্পাদনা]

ক্রম নির্বাচনী এলাকা নির্বাচিত সদস্যদের নাম দল
কোচবিহার হিতেন বর্মন নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক
আলিপুরদুয়ার জোয়াকিম বাক্সলা বিপ্লবী সমাজতন্ত্রী দল
জলপাইগুড়ি মিনতি সেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দার্জিলিং দয়া নারবুলা ভারতীয় জাতীয় কংগ্রেস
রায়গঞ্জ প্রিয়রঞ্জন দাশমুন্সি ভারতীয় জাতীয় কংগ্রেস
বালুরঘাট রণেন বর্মন বিপ্লবী সমাজতন্ত্রী দল
মালদা আবু বারকাত আতাউর গণী খান চৌধুরী ভারতীয় জাতীয় কংগ্রেস
জঙ্গিপুর প্রণব মুখোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস
মুর্শিদাবাদ আব্দুল মান্নান হোসেন ভারতীয় জাতীয় কংগ্রেস
১০ বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী ভারতীয় জাতীয় কংগ্রেস
১১ কৃষ্ণনগর জ্যোতির্ময়ী সিকদার ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১২ নবদ্বীপ অলকেশ দাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৩ বারাসাত সুব্রত বসু ভারতের কমিউনিস্ট পার্টি
১৪ বসিরহাট অজয় চক্রবর্তী ভারতের কমিউনিস্ট পার্টি
১৫ জয়নগর সনৎ কুমার মণ্ডল বিপ্লবী সমাজতন্ত্রী দল
১৬ মথুরাপুর বাসুদেব বর্মন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৭ ডায়মন্ড হারবার শমীক লাহিড়ী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৮ যাদবপুর সুজন চক্রবর্তী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯ ব্যারাকপুর তড়িৎ বরণ তোপদার ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২০ দমদম অমিতাভ নন্দী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২১ কলকাতা উত্তর পশ্চিম সুধাংশু শীল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২২ কলকাতা উত্তর পূর্ব মহম্মদ সেলিম ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২৩ কলকাতা দক্ষিণ মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২৪ হাওড়া স্বদেশ চক্রবর্তী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২৫ উলুবেড়িয়া হান্নান মোল্লা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২৬ শ্রীরামপুর শান্তশ্রী চট্টোপাধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২৭ হুগলি রূপচাঁদ পাল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২৮ আরামবাগ অনিল বসু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২৯ Panskura গুরুদাস দাসগুপ্ত ভারতের কমিউনিস্ট পার্টি
৩০ তমলুক লক্ষ্মণ চন্দ্র শেঠ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৩১ কাঁথি প্রশান্ত প্রধান ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৩২ মেদিনীপুর প্রবোধ পণ্ডা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৩৩ ঝাড়গ্রাম রূপচাঁদ মুর্মু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৩৪ পুরুলিয়া বীর সিং মাহাতো নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক
৩৫ বাঁকুড়া বাসুদেব আচার্য ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৩৬ বিষ্ণুপুর সুস্মিতা বাউড়ি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৩৭ Durgapur সুনীল খাঁ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৩৮ আসানসোল বিকাশ চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৩৯ Burdwan নিখিলানন্দ সর ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৪০ Katwa মাহবুব জাহেদী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৪১ বোলপুর সোমনাথ চট্টোপাধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৪২ বীরভূম রামচন্দ্র ডোম ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
Source :- [৮][৯]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "75 per cent polling in West Bengal | India News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। মে ৭, ২০০৯। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৫ 
  2. "Nandigram turns violent"Deccan Herald (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৫ 
  3. "Facts and figures: How West Bengal fared in 2004, 2009 & 2014 general elections"ABP Live (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩১ 
  4. "Why did the NDA lose West Bengal?"Rediff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৫ 
  5. Waldman, Amy (২০০৪-০৫-১৩)। "In Huge Upset, Gandhi's Party Wins Election in India"The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৭ 
  6. Kumar Jha, Ajit (মে ৩১, ২০০৪)। "Left caught between need to safeguard its bastions and compulsion to support Congress"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৫ 
  7. "Election schedule for general elections 2004"eci 
  8. "General Election, 2004 (Vol I, II, III)"eci 
  9. "2004 Lok Sabha parliament election results for West Bengal"elections.traceall.in। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩১