নেদারল্যান্ডস এন্টিলস ফুটবল ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেদারল্যান্ডস এন্টিলস ফুটবল ইউনিয়ন
কনকাকাফ
প্রতিষ্ঠিত৫ সেপ্টেম্বর ১৯৫৮ (1958-09-05)
বিলুপ্ত৫ ফেব্রুয়ারি ২০১১
সদর দপ্তরনেদারল্যান্ডস এন্টিলস
ফিফা অধিভুক্তি১৯৫৮–২০১১
কনকাকাফ অধিভুক্তি১৯৬১–২০১১
ওয়েবসাইটhttp://navusoccer.org

নেদারল্যান্ডস এন্টিলস ফুটবল ইউনিয়ন (ওলন্দাজ: Nederlands Antilliaanse Voetbal Unie, ইংরেজি: Netherlands Antillean Football Union; এছাড়াও সংক্ষেপে এনএভিইউ নামে পরিচিত) নেদারল্যান্ডস এন্টিলসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ছিল। এই সংস্থাটি ১৯৫৮ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে আরুবা ফুটবল ফেডারেশন, কুরাকাও ফুটবল অ্যাসোসিয়েশন এবং বোনের ফুটবল ফেডারেশনের একত্রীকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] এটি প্রতিষ্ঠার বছরেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেছিল, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করেছিল; ২০১১ সালের ৫ই ফেব্রুয়ারি তারিখে বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত এই সংস্থাটি উভয় সংস্থার সদস্য ছিল। এই সংস্থার সদর দপ্তর নেদারল্যান্ডস এন্টিলসের ছিল।

এই সংস্থাটি নেদারল্যান্ডস এন্টিলসের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে নেদারল্যান্ডস এন্টিলস চ্যাম্পিয়নশিপ এবং বনেয়ার লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করতো।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:নেদারল্যান্ডস এন্টিলসে ফুটবল টেমপ্লেট:নেদারল্যান্ডস এন্টিলস ফুটবল ইউনিয়ন