শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাব
![]() | ||
পূর্ণ নাম | শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাব | |
---|---|---|
ডাকনাম | দ্য ব্লেডস | |
সংক্ষিপ্ত নাম | এসইউএফসি | |
প্রতিষ্ঠিত | ২২ মার্চ ১৮৮৯ | |
মাঠ | ব্রামল লেন | |
ধারণক্ষমতা | ৩২,৭০২ | |
মালিক | ![]() আব্দুলআজিজ আল সৌদ | |
সভাপতি | ![]() | |
ম্যানেজার | ![]() | |
লিগ | প্রিমিয়ার লিগ | |
২০১৯–২০ | ৯ম | |
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |
| ||
শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাব (সাধারণত শেফিল্ড ইউনাইটেড এফসি অথবা শুধুমাত্র শেফিল্ড ইউনাইটেড নামে পরিচিত) হচ্ছে শেফিল্ড ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লিগ প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ১৮৮৯ সালের ২২শে মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। শেফিল্ড ইউনাইটেড তাদের সকল হোম ম্যাচ শেফিল্ডের ব্রামল লেনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩২,৭০২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্রিস ওয়াইল্ডার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মুসা'আদ বিন খালিদ আল সৌদ। ইংরেজ আক্রমণভাগের খেলোয়াড় বিলি শার্প এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, শেফিল্ড ইউনাইটেড এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ফুটবল লিগ প্রথম বিভাগ, ১টি ফুটবল লিগ উত্তর, ১টি দ্বিতীয় স্তরের লিগ, ১টি তৃতীয় স্তরের লিগ, ১টি চতুর্থ স্তরের লিগ, ৪টি এফএ কাপ এবং ১টি শেরিফ অফ লন্ডন চ্যারিটি শিল্ড শিরোপা রয়েছে।
অর্জন[সম্পাদনা]
লিগ[সম্পাদনা]
- প্রথম বিভাগ/প্রিমিয়ার লিগ
- ফুটবল লিগ উত্তর
- চ্যাম্পিয়ন: ১৯৪৫–৪৬
- দ্বিতীয় বিভাগ/ইএফএল চ্যাম্পিয়নশিপ
- তৃতীয় বিভাগ/লিগ ওয়ান
- চতুর্থ বিভাগ/লিগ টু
- চ্যাম্পিয়ন: ১৯৮১–৮২
কাপ[সম্পাদনা]
- এফএ কাপ
- শেরিফ অফ লন্ডন চ্যারিটি শিল্ড
- চ্যাম্পিয়ন: ১৮৯৮ (যৌথভাবে)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Sheffield United Football Club"। sheffield.gov.uk। ৩০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১১।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)