লিডস ইউনাইটেড ফুটবল ক্লাব
![]() | ||||
পূর্ণ নাম | লিডস ইউনাইটেড ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য ওয়াইটস দ্য পিকোকস | |||
সংক্ষিপ্ত নাম | লিডস | |||
প্রতিষ্ঠিত | ১৭ অক্টোবর ১৯১৯ | |||
মাঠ | এলান্ড রোড | |||
ধারণক্ষমতা | ৩৭,৭৯২[১] | |||
স্থানাঙ্ক | ৫৩°৪৬′৪০″ উত্তর ১°৩৪′২০″ পশ্চিম / ৫৩.৭৭৭৭৮° উত্তর ১.৫৭২২২° পশ্চিমস্থানাঙ্ক: ৫৩°৪৬′৪০″ উত্তর ১°৩৪′২০″ পশ্চিম / ৫৩.৭৭৭৭৮° উত্তর ১.৫৭২২২° পশ্চিম | |||
মালিক | আসের গ্রুপ হোল্ডিং (৯০%) ৪৯আর্স এন্টারপ্রাইজ (১০%)[২] | |||
সভাপতি | ![]() | |||
প্রধান কোচ | ![]() | |||
লীগ | প্রিমিয়ার লীগ | |||
২০১৯–২০ | ১ম (উত্তীর্ণ) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
লিডস ইউনাইটেড ফুটবল ক্লাব (ইংরেজি: Leeds United Football Club; এছাড়াও লিডস ইউনাইটেড এফসি, অথবা শুধুমাত্র লিডস ইউনাইটেড নামে পরিচিত) হচ্ছে লিডস ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমিয়ার লীগে খেলে। এই ক্লাবটি ১৯১৯ সালের ১৭ই অক্টোবর তারিখে লিডস সিটি ফুটবল ক্লাব ভেঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। লিডস ইউনাইটেড তাদের সকল হোম ম্যাচ লিডসের এলান্ড রোডে খেলে থাকে;[৩] যার ধারণক্ষমতা হচ্ছে ৩৭,৭৯২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্সেলো বিয়েসলা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আন্দ্রেয়া রাদ্রিজ্জানি। স্কটিশ রক্ষণভাগের খেলোয়াড় লিয়াম কুপার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, লিডস ইউনাইটেড এপর্যন্ত ১২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি প্রিমিয়ার লীগ, ৪টি ইএফএল চ্যাম্পিয়নশিপ, ১টি এফএ কাপ এবং ১টি ইএফএল কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, লিডস ইউনাইটেডের সবচেয়ে বর সাফল্য হচ্ছে ১৯৭৪–৭৫ ইউরোপীয় কাপের রানার-আপ হওয়া, যেখানে তারা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ০–২ গোলে পরাজিত হয়েছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Premier League Handbook 2020/21" (PDF)। Premier League। পৃষ্ঠা 20। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "San Francisco 49ers Enterprises Become Minority Investor"। Leeds United Football Club। ২৪ মে ২০১৮। ২৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৮।
- ↑ "Football League FC"। Football League FC। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- লিডস ইউনাইটেড ফুটবল ক্লাব - বিবিসি স্পোর্টস: ক্লাব সংবাদ - সাম্প্রতিক ফলাফল - পরবর্তী সময়সূচী - ক্লাব তারকাবৃন্দ
- Official website