অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন
ধরন | সরকারি খাতের |
---|---|
আইএসআইএন | আইএনই২১৩এ০১০২৯ |
শিল্প | তেল, গ্যাস ও বিদ্যুৎ |
প্রতিষ্ঠাকাল | ১৪ আগস্ট ১৯৫৬ |
সদরদপ্তর | দীনদয়াল উর্জা ভবন, বসন্ত কুঞ্জ, নয়াদিল্লি |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | শশী শঙ্কর[১] (চেয়ারম্যান, সিইও ও ব্যবস্থাপনা পরিচালক) |
পণ্যসমূহ | |
আয় | ₹৪,৩৩,৫৩২.৯৭ কোটি (ইউএস$ ৫২.৯৯ বিলিয়ন) (2020)[২] |
₹২৬,০৬৭.৯২ কোটি (ইউএস$ ৩.১৯ বিলিয়ন) (২০২০)[২] | |
₹১১,৫৬০.১৫ কোটি (ইউএস$ ১.৪১ বিলিয়ন) (২০২০)[২] | |
মোট সম্পদ | ₹৫,০৩,৮৯৮.০৭ কোটি (ইউএস$ ৬১.৫৯ বিলিয়ন) (২০২০)[২] |
মোট ইকুইটি | ₹২,২৪,৭৮০.৫০ কোটি (ইউএস$ ২৭.৪৮ বিলিয়ন) (২০২০)[২] |
মালিক |
|
কর্মীসংখ্যা | ৩৩,৬৫০ (২০১৯)[৪] |
অধীনস্থ প্রতিষ্ঠান | |
ওয়েবসাইট | www |
তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) একটি সরকারি খাতের ভারতীয় বহুজাতিক খনিজ তেল ও গ্যাস সংস্থা। এর নিবন্ধিত কার্যালয়টি নতুন দিল্লিতে অবস্থিত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এই সংস্থাটি ভারত সরকারের মালিকানাধীন। এটি দেশের বৃহত্তম তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী সংস্থা এবং এটি ভারতের অপরিশোধিত তেলের প্রায় ৭০% (দেশের মোট চাহিদার প্রায় ৫৭% সমতুল্য) এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮৮% উৎপাদন করে।[৫] ভারত সরকার ২০১০ সালের নভেম্বর মাসে ওএনজিসিকে মহরত্নের মর্যাদা প্রদান করে।[৬]
সংস্থাটি ২০১২-২০১৮ অর্থবছরের জন্য ভারত সরকার কর্তৃক করা একটি সমীক্ষায় ভারতের বৃহত্তম মুনাফা অর্জনকারী পিএসইউ হিসাবে স্থান পেয়েছে।[৭] প্ল্যাটস অনুযায়ী শীর্ষ ২৫০ টি বিশ্বব্যাপী শক্তি সংস্থাগুলির মধ্যে এটি ৭তম স্থানে রয়েছে।[৮]
ভারত সরকার ১৯৫৫ সালের ১৮ আগস্ট ওএনজিসি প্রতিষ্ঠা করে। এটি ভারতের ২৬ টি পলল অববাহিকায় হাইড্রোকার্বন অনুসন্ধান ও উত্তোলনের সাথে জড়িত এবং দেশে সংস্থাটির মালিকানাধীন ১১,০০০ কিলোমিটারের বেশি পাইপলাইনের পরিচালনা করছে। এর আন্তর্জাতিক সহায়ক সংস্থা ওএনজিসি বিদেশ-এর বর্তমানে ১৭ টি দেশে প্রকল্প রয়েছে। ওএনজিসি বিগত ৫০ বছরে বাণিজ্যিকভাবে উৎপাদিত ৭ টি বেসিনের মধ্যে ৬ টির আবিষ্কার করে এবং ভারতীয় বেসিনে হাইড্রোকার্বন তেল ও গ্যাসের পরিমাণ ৭.১৫ বিলিয়ন টনেরও বেশি যুক্ত করে। বিশ্বব্যাপী পুরাতন ক্ষেত্রগুলি থেকে উৎপাদন হ্রাসের বিরুদ্ধে ওএনজিসি বিভিন্ন আইওআর (উন্নত তেল পুনরুদ্ধার) ও ইওর (বর্ধিত তেল পুনরুদ্ধার) প্রকল্পগুলিতে আগ্রাসী বিনিয়োগের সহায়তায় মুম্বাই হাইয়ের মতো ব্রাউনফিল্ডগুলি থেকে উৎপাদন বজায় রেখেছে। ওএনজিসি-এর ২৫-২৩% এর বর্তমান পুনরুদ্ধার ফ্যাক্টর সহ অনেকগুলি পুরাতন তল ক্ষেত্র রয়েছে।[৫] এর রিজার্ভ রিপ্লেসমেন্ট রেসিও ২০০৫ সাল থেকে ২০১৩ সালের মধ্যে একের অধিক হয়ে গেছে।[৫]
পণ্য ও সেবা
[সম্পাদনা]ওএনজিসি প্রধান ভারতীয় তেল ও গ্যাস পরিশোধক ও বিপণন সংস্থাগুলিকে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও মূল্য সংযোজনীয় পণ্য সরবরাহ করে। ভারতীয় বাজারের জন্য সংস্থাটির প্রাথমিক পণ্যগুলি হল অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস।
২০১৬-১৭ অর্থবছরের জন্য পণ্য-ভিত্তিক উপার্জনের ব্রেকআপ (₹ বিলিয়ন):[৯]
পণ্য | রাজস্ব |
---|---|
অপোরিশোধিত তেল | ৫৬২.৩৮ |
গ্যাস | ১৬৮.৮৮ |
এলপিজি | ৩১.৪৮ |
অপোরিশোধিত তেল | ৭৬.৮০ |
সি২-সি৩ | ১৩.৮৮ |
এসকেও | ৩.৬৯ |
অন্যান্য | ১.৫৯ |
সামঞ্জস্য | – ৩২.৭৪ |
মোট | ৮২৫.৫২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ONGC India: Chairman & Managing Director"। ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭।
- ↑ ক খ গ ঘ ঙ "Balance Sheet March 2020" (পিডিএফ)।
- ↑ Limited, Oil and Natural Gas। "Shareholding pattern" (পিডিএফ)।
- ↑ "Archived copy"। ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ ক খ গ "Annual Report 2012-13" (পিডিএফ)। ONGC। ২৯ মে ২০১৩। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৩।
- ↑ "ONGC, IOC conferred Maharatna status"। Business Standard। ১৬ নভেম্বর ২০১০। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩।
- ↑ "ONGC is No 1 profit-making PSU, BSNL worst performer: Survey"। Indian Express। ৪ মার্চ ২০১৩। ১৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩।
- ↑ "Platts Top 250 Companies – Oil & Natural Gas Corp Ltd"। Platts। ১ অক্টোবর ২০১৩। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৩।
- ↑ "Financial Results: 2013–14 Q1- ONGC/OVL/MRPL" (পিডিএফ)। ONGC। আগস্ট ২০১৩। ১০ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন
- ভারতের সরকারি মালিকানাধীন কোম্পানি
- ভারতের তেল ও গ্যাস সংস্থা
- ১৯৫৬-এ দিল্লিতে প্রতিষ্ঠিত
- ১৯৫৬-এ প্রতিষ্ঠিত ভারতীয় কোম্পানি
- তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন
- ভারতের তেল ও গ্যাস কোম্পানি
- জাতীয় তেল ও গ্যাস কোম্পানি
- ভারতে সদর দফতর বহুজাতিক কোম্পানি
- দিল্লি ভিত্তিক কোম্পানি
- নিফটি ৫০
- রাষ্ট্রীয় খেল প্রতসাহন পুরস্কার প্রাপক
- ভারতের প্রাকৃতিক গ্যাস কোম্পানি
- ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি
- বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি