সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ধরনসরকারি উদ্যোগ
বঃসঃএঃNSE:CENTRALBK
শিল্পঅর্থনৈতিক
বাণিজ্যিক ব্যাঙ্ক
প্রতিষ্ঠাকাল২১ ডিসেম্বর ১৯১১; ১১২ বছর আগে (1911-12-21)
সদরদপ্তরমুম্বাই, মহারাষ্ট্র, ভারত
প্রধান ব্যক্তি
শ্রী. রাজীব ঋষি, অধ্যক্ষ ও প্রবন্ধ নির্দেশক
আয়১,৯১,৪৯৫ মিলিয়ন (US$ ২,৩৪০.৭ মিলিয়ন) (২০১০-১১)
ওয়েবসাইটwww.centralbankofindia.co.in

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ভারতের সরকারি ব্যাঙ্ক; যার মালিকানা ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত। এই ব্যাঙ্ক ভারতের বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মধ্যে পুরনোতম ব্যাঙ্ক। এর সদরদপ্তর ভারতের মুম্বাইতে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিয়া, ব্রাবোর্ন রোড ব্রাঞ্চ, কলকাতা।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আসলে স্বদেশী আন্দোলনের প্রভাবে পার্সি বণিক সোরাবজি পোচখানওয়ালা, ও ফিরোজশাহ মেহতা দুজনে মিলে এর স্থাপন করেন। এর প্রথম অধ্যক্ষ ফিরোজশাহ মেহতা ছিলেন। পরে সোরাবজি পোচখানওয়ালা ব্যাঙ্ক টিকে রাষ্ট্রের সম্পত্তি হিসেবে ঘোষিত করেন। এটি ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাঙ্ক।