তেবাড়িয়া ইউনিয়ন
তেবাড়িয়া | |
---|---|
ইউনিয়ন | |
ডাকনাম: তেবাড়িয়া ইউপি | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নাটোর জেলা |
উপজেলা | নাটোর সদর উপজেলা |
আসন | নাটোর-২ |
আয়তন | |
• মোট | ২৫.৮০ বর্গকিমি (৯.৯৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারি অনুসারে)[১] | |
• মোট | ৩৬,১০৫ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
তেবাড়িয়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার নাটোর সদর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫০.৬৯.৬৩.৯৪।[২]
ইতিহাস
[সম্পাদনা]তেবাড়িয়া ইউনিয়নটি নাটোর সদর উপজেলার৭টি ইউনিয়নের মধ্য একটি। তেবাড়িয়া নামকরনের সঠিক উৎপত্তি না জানা গেলেও, তবে শোনা যায় রানীভবানীর আমলেও তেবাড়িয়া নামক এলাকা ছিল।বর্তমানে তেবাড়িয়া ইউনিয়নের কিছু অংশ নাটোর পৌরসভার ৯নং ওয়ার্ডের অভ্যন্তরীণ অংশ করেছে নাটোর পৌর কর্তৃপক্ষ। পৌরসভার কোল ঘেষে নাটোর সুগারমিল,ডিস্টিলারি সহ বেশ ভারী কারখানা গড়ে উঠেছে।শহর বাইপাসের পাশে অবস্থিত তেবাড়িয়া হাটের কারণে উত্তরবঙ্গের মানুষ তেবাড়িয়াকে এক নামে চিনে।ইহা একসময় ছিল নাটোর জেলা ও উত্তরবঙ্গের ব্যস্ত ও বৃহত্তর হাট।কিন্তু নগরায়নের ফলে আজ হাটের সিমানা দিন দিন সংকুচিত হয়ে আসছে।তবে নাটোর জেলা ও শহরে কুরবানীর পশুর চাহিদা পূরনের জন্য আজ অবদি তেবাড়িয়া হাট নাটোর জেলার মধ্যে নামকরা হাট। রবিবার সপ্তাহে একদিন হাটটি বসে ।
ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]নাটোর সদর উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৬৩৭৩ একর[১] বা ২৫.৮০ বর্গকিলোমিটার।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]তেবাড়িয়া ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —১. বালিয়াডাঙা ২.লোচনগর ৩.একডালা ৪.জংলী ও রামেশ্বরপুর ৫.কৈগাড়ি ও কৃষ্টপুর ৬.রামনগর ৭.সিংগারদহ ৮. বেলঘড়িয়া ৯.চন্দকোলা
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তেবাড়িয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৩৬,১০৫ জন[১], যারা ৯৬৬৮ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৮৩১৬ জন এবং নারী হল ১৭৭৮৯ জন।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]তেবাড়িয়া ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৫১.৯%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৫.৬% এবং পুরুষ শিক্ষার হার ৫০.৮%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ
অর্থনীতি ও যোগাযোগ
[সম্পাদনা]তেবাড়িয়া ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৩৮৮। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Rajshahi Division" [রাজশাহী বিভাগ] (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]তেবাড়িয়া ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ মার্চ ২০২১ তারিখে — বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন