নাজিরপুর ইউনিয়ন, গুরুদাসপুর
নাজিরপুর | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নাটোর জেলা |
উপজেলা | গুরুদাসপুর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
নাজিরপুর নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর উপজেলার একটি ইউনিয়ন।[১] অর্ধশতাধীক গ্রাম ও প্রায় ১৩,৬৭৮ একর এলাকা নিয়ে এই ইউনিয়ন গঠিত।
ইতিহাস
[সম্পাদনা]১৯৩২ সালের ১৭ই আগষ্ট, আয়তন ৬৫ বর্গকিলোমিটার, লোকসংখ্যা জন্মনিবন্ধন অনুযায়ী ৪৮৩৫০জন, মৌজা ২৪টি, গ্রামঃ ২৩টি, শিক্ষাপ্রতিষ্ঠানঃ কলেজ ০৪টি, উচ্চ বিদ্যালয়ঃ ০৬ টি, প্রাথমিক বিদ্যালয়ঃ ১৫ টি
বেসরকারী ০৩টি, মাদ্রাসা ০৪টি, হাফেজিয়া মাদ্রসা ১৪ টি, ব্যাংক- ০৫ টি, এনজিও অফিস ১০টি, স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, , কমিউনিটি ক্লিনিক ০৪টি, হাটবাজার ০৬টি, কিন্ডার গার্টেন স্কুল ৭ টি, গড় জমির পরিমাণ .৬৭ শতাংশ।
লোকসংখ্যা
[সম্পাদনা]গ্রামভিত্তিক লোকসংখ্যা:
- নাজিরপুর - ৬৫০১ জন
- পাচপুরুলিয়া - ১০৬৬ জন
- শ্যামপুর - ৩৫২০ জন
- চকরামবল্লব - ৪৮০০ জন
- টিকুরী হালসা - ৪৫০০ জন
- চন্দ্রপুর - ৪১৭৩ জন
- ডুবারপাড়া - ৯৪৭ জন
- লক্ষীপুর - ২১১৬ জন
- চকনন্দরামপুর - ১৫৮০ জন
- দুধগাড়ী - ২৩৬৬ জন
- বৃন্দাবনপুর - ১৯৭৯ জন
- গোপীনাথপুর - ৪৫২০ জন
- বৃকাশো - ২১১৬ জন
- চক আলাদত খা - ৯১০ জন
- দেবোত্তর গড়িলা - ৭৭৫ জন
- ইমাদারপাড়া - ৭৭০ জন
- রানীনগর - ৬০৫ জন
- বৃগড়িলা - ৫০৩ জন
- কুসুমহাটী - ৭০৫ জন
- বেড়গঙ্গারামপুর - ৬০৭৫ জন
- আগপুরুলিয়া - ১২৯২ জন
- মামুদপুর - ৪১০০ জন
- জুমাইনগর - ৩০৫৫ জন
শিক্ষা
[সম্পাদনা]- নাজিরপুর অনার্স কলেজ - সিংড়া উপজেলার সংযোগ সড়কের কেন্দ্রে নন্দকুঁজা নদীর তীরে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত। ২০১৭-২০১৮ইং শিক্ষাবর্ষে কলেজটি অনার্স কলেজে রূপান্তরিত হয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]নাটোর জেলা সদর থেকে নাজিরপুর ইউনিয়ন পরিষদ প্রায় ২০ কিঃমি । নাজিরপুর ইউনিয়নের চার দিকেই পাকা রাস্তা রয়েছে। নাজিরপুর বাজার হতে হালসা পর্যন্ত পাকা রাস্তা রয়েছে। নাজিরপুরবাজার হতে মৌখাড়া পর্যন্ত পাকা রাস্তা রয়েছে। নাজিরপুর বাজার হতে গুরুদাসপুর যেতে মোটামুটি ভবে ১৫ মিনিট সময় লাগে। নাজিরপুর বাজার হতে সরাসরি নাজিরপুরের বাস রয়েছে। তাছাড়া সিয়েনজিতে আসা যায়। অটোরিক্সতেও আসা যায়।
অর্থনীতি
[সম্পাদনা]অত্র ইউনিয়নের অভ্যন্তরে সরকারী প্রায় ৩৬৬ পুকুর রয়েছে। ইউনিয়নের পাঁচপুরুলিয়া, শ্যামপুর, বৃকাশো, প্রচুর মাষ চাষ হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয়।
- হাট-বাজারের তালিকা
নাজিরপুর ইউনিয়নে হাট-বাজারের সংখ্যা= ৬টি
- নাজিরপুর বাজার - নন্দকূজা নদীর তীরে গড়ে উঠা নাজিরপুর বাজার একটি বৃহত্তর বাজার যেখানে সাধারণ মানুষ তাদের নিত্যদিনের বাজার ঘাট করে থাকেন।
- তুলাধনা বাজার
- চন্দ্রপুর ওয়াবদাবাজার
- চন্দ্রপুর বীরবাজার
- খারচক বাজার
- মামুদপুর মোল্লা বাজার
১নং নাজিরপুর ইউনিয়নের মোট ৫টি বাজার ও ১টি হাট রয়েছে। নাজিরপুর হাট সপ্তাহে দুই দিন হাট বসে। হাটে বিভিন্ন ধরনের জিনিষ পত্র বেচাকেনা হয়। নাজিরপুর হাটে বিশাল কলার হাট বসে। এছাড়া বিভিন্ন ধরনের গবাদী পশু হাটে বেচাকেনা হয়। মামুদপুর মোল্লা বাজারে বিশাল লিচুর আড়ৎ বসে। লিচুর মৌসুমে প্রতিদিন বিভিন্ন জায়গা হতে প্রচুর লিচু আসে বিক্রির উদ্যেশ্যে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "০১ নং নাজিরপুর ইউনিয়ন"। nazirpurup.natore.gov.bd। ২০২০-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৮।