টেমপ্লেট:কুরুবংশ বৃক্ষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুরুবংশ বৃক্ষ
কুরু
অনস্বনক
প্রথম ভীমসেন
প্রতিস্রবা
প্রতীপ
গঙ্গাশান্তনুসত্যবতীপরাশর
ভীষ্মচিত্রাঙ্গদঅম্বিকাবিচিত্রবীর্যঅম্বালিকাবেদব্যাস
ধৃতরাষ্ট্রগান্ধারীশকুনিসূর্য দেবকুন্তীপাণ্ডুমাদ্রী
কর্ণযুধিষ্ঠিরভীমঅর্জুনসুভদ্রানকুলসহদেব
দুর্যোধনদুঃশলাদুঃশাসন(৯৮ পুত্র)
অভিমন্যুউত্তরা
 
 
পরীক্ষিৎ
 
মদ্রাবতী
 
 
 
 
জনমেজয়

চিহ্নের অর্থ[সম্পাদনা]

  • পুরুষ: নীল সীমান্ত
  • নারী: লাল সীমান্ত
  • পাণ্ডব: সবুজ চতুষ্কোণ
  • কৌরব: হলুদ চতুষ্কোণ

নোট[সম্পাদনা]

  • ক: শান্তনু কুরু রাজবংশ বা রাজ্যের একজন রাজা ছিলেন। সত্যবতীর সাথে তাঁর বিবাহের আগে গঙ্গার সাথে বিবাহ হয়েছিল।
  • খ: ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু বিচিত্রবীর্যের মৃত্যুর পরে ব্যাসদেবের নিয়োগের মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন। ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর যথাক্রমে অম্বিকা, অম্বালিকা এবং এক দাসীর গর্ভে বিচিত্রবীর্যের পুত্র।
  • গ: পাণ্ডুর সাথে তাঁর বিয়ের আগে কুন্তী সূর্যকে আহ্বানের মাধ্যমে কর্ণের জন্ম দেন।
  • ঘ: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব পাণ্ডুর পুত্র হিসাবে স্বীকৃত ছিলেন কিন্তু তাদের জন্ম কুন্তীর গর্ভে এবং বিভিন্ন দেবতা যথা ধর্ম, বায়ু, ইন্দ্র ও অশ্বিনীকুমারদ্বয়ের ঔরসে। তারা সকলেই দ্রৌপদীকে (বংশলতিকায় দেখানো হয়নি) বিয়ে করেছিলেন এবং দ্রৌপদীর পাঁচ পুত্র ছিল। তাদের উপপান্ডব বলা হয়ে থাকে।
  • ঙ: দুর্যোধন ও তাঁর ভাইয়েরা একই সাথে জন্মগ্রহণ করেছিলেন। তাদের কৌরব বলা হয় এবং তারা পাণ্ডবদের জ্যেঠতুতো ভাই ছিল।
  • চ: হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রগান্ধারীর শাসনের পরে যুধিষ্ঠিরদ্রৌপদী সিংহাসনে আরোহণ করেছিলেন। যদিও তাদের পরে সিংহাসনে আরোহণ করেন অর্জুনসুভদ্রার পৌত্র পরীক্ষিৎ

ভাইদের জন্ম ক্রমটি সঠিকভাবে পারিবারিক বংশতালিকায় প্রদর্শিত হয়েছে (বাম থেকে ডানে)। কেবল ব্যাস এবং ভীষ্ম, যাদের জন্মের ক্রম মহাভারতের কোথাও বর্ণিত হয়নি- সেটি সঠিক ভাবে দেখানো যায়নি। অম্বিকা এবং অম্বালিকা দুই সহোদরা হলেও এই তালিকায় তা দেখানো হয়নি। কর্ণ, যুধিষ্ঠির এবং ভীমের জন্মের পরে দুর্যোধনের জন্ম হয়েছিল, তবে বাকী পাণ্ডব ভাইদের জন্মের আগেই।

এখানে দেখানো চরিত্রদের কিছু ভাইবোনকে স্পষ্টতার জন্য বাদ দেওয়া হয়েছে; এর মধ্যে রয়েছে বিদুর, পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের সৎ ভাই।