বিষয়বস্তুতে চলুন

জালাল আহমদ (স্থপতি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জালাল আহমদ
জন্ম১৯৫৯
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
পুরস্কারবাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট পুরস্কার
স্থাপত্য প্রতিষ্ঠানজে. এ. আর্কিটেক্টস লিমিটেড
ভবনসমুহস্কলাস্টিকা স্কুল ভবন
ব্র্যাক প্রশিক্ষণ কেন্দ্র

জালাল আহমদ (জন্ম ১৯৫৯) হলেন একজন বাংলাদেশী স্থপতি। তিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ২০তম কাউন্সিলের সাধারণ সম্পাদক ছিলেন[] এবং কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্ট-এর সহ-সভাপতি।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আহমদ ১৯৫৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্কিটেকচার ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয় পড়াকালীন স্থপতি সাইফ উল হকএহসান খান তার বন্ধু ছিলেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

আহমদ তার কর্মজীবন শুরু করেন ১৯৮৩ সালে ডায়াগ্রাম আর্কিটেক্ট দিয়ে। তার বিশ্ববিদ্যালয়ের দুই বন্ধুসহ তিনি এই স্থাপত্য ফার্ম প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত স্থাপত্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান চেতনার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। ১৯৮৪ সালে তিনি মুজিব নগর স্মারক উন্মুক্ত নকশা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন।[]

১৯৯৭ সালে জালাল আহমদ তার নিজের ফার্ম জে. এ. আর্কিটেক্টস লিমিটেড প্রতিষ্ঠা করেন। তার নির্মিত গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ হল ঢাকার স্কলাস্টিকা স্কুল ভবন; ফরিদপুর, রংপুর ও বগুড়ার ব্র্যাক প্রশিক্ষণ কেন্দ্র; এবং তাঞ্জানিয়ায় ডোমিনিক রেসিডেন্স।[] ২০০৪ সালে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ডিজাইন কম্পিটিশনে এবং ২০০৯ সালে ফ্রাঙ্কো-জার্মান এম্বাসি ডিজাইন কম্পিটিশনে তৃতীয় স্থান লাভ করেন।[]

পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের খণ্ডকালীন শিক্ষক।[]

পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Past Executive & Other Committees"বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। ৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭ 
  2. তারেক, মোহাম্মদ (২২ আগস্ট ২০১৬)। "সাইফ উল হকের স্থাপত্য ভাবনা"আনন্দ আলো। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭ 
  3. "Jalal Ahmad"Worldview। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭ 
  4. "Jalal Ahmad awards"JAArchitects। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]