জয় বাবা ফেলুনাথ (চলচ্চিত্র)
জয় বাবা ফেলুনাথ | |
---|---|
![]() জয় বাবা ফেলুনাথ চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | আর ডি বি প্রডাকশন্স |
রচয়িতা | সত্যজিৎ রায় |
চিত্রনাট্যকার | সত্যজিৎ রায় |
কাহিনিকার | সত্যজিৎ রায় |
শ্রেষ্ঠাংশে | সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায় |
সুরকার | সত্যজিৎ রায় |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১১২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹ ৬ লাখ |
আয় | ₹ ৭ লাখ |
জয় বাবা ফেলুনাথ সত্যজিৎ রায়ের পরিচালনায় নির্মিত তারই রচিত একই নামের ফেলুদার গোয়েন্দা উপন্যাস নিয়ে একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়[১], এবং মগনলাল মেঘরাজের ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত । এটা সত্যজিৎ রায় নির্মিত দ্বিতীয় ও শেষ ফেলুদা চলচ্চিত্র।[২]
কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]
এই কাহিনী আবর্তিত হয়েছে কাশী অর্থাৎ বেনারস শহরকে ঘিরে। সেখানকার বনেদি ঘোষালবাড়ির বহুমূল্যবান গনেশমূর্তিকে হাতাতে চায় ক্ষমতাশীল ব্যক্তি মগনলাল। যে মুর্তিকে লুকিয়ে রেখেছিল বাড়ির কণিষ্ঠতম সদস্য রুকু আর গৃহকর্তা, তার দাদু। অন্যদিকে গঙ্গার ঘাটে আবির্ভাব এক রহস্যময় মছলিবাবার। অজানা আততায়ী হত্যা করে মুর্তি গড়ার কারীগর শশীবাবুকে, যিনি কাকতালীয়ভাবে উদ্ধার করেন গণেশমূর্তিটি সিংহের মুখের ভেতর থেকে। দুর্গাপ্রতিমা বিসর্জনের দিন ফেলুদা স্থানীয় পুলিশের সহায়তায় জাল গুটিয়ে আনেন।[৩]
কুশীলব[সম্পাদনা]
- সৌমিত্র চট্টোপাধ্যায় - ফেলুদা।
- উৎপল দত্ত - মগনলাল মেঘরাজ।
- সন্তোষ দত্ত - জটায়ু
- সিদ্ধার্থ চট্টোপাধ্যায় - তোপসে
- হারাধন বন্দ্যোপাধ্যায়
- বিপ্লব চট্টোপাধ্যায়
- মনু মুখোপাধ্যায় - মছলিবাবা
- রুক্মিনি কুমার(জিৎ বোস) - ক্যাপ্টেন স্পার্ক।[৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "'ফেলুদা' হবেন স্বপ্নেও ভাবেননি সৌমিত্র!"। প্রথম আলো। ২০১৬-০২-২২। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সেলুলয়েডে সত্যজিতের ফেলুদা"। www.bhorerkagoj.com। ২০১৮-০৪-১৪। ২০১৯-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০২।
- ↑ "Joi Baba Felunath: The Elephant God"। IMDb। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২২।
- ↑ "ইনি 'জয় বাবা ফেলুনাথ'-এর জনপ্রিয় চরিত্র, চিনতে পারছেন?"। bengali.news18.com। ২০২০-০১-২৮। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০২।