বিপ্লব চ্যাটার্জি
বিপ্লব চ্যাটার্জি | |
---|---|
![]() | |
জন্ম | কলকাতা, ভারত | ৮ জুলাই ১৯৪৬
পেশা | অভিনেতা, চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯৭০–বর্তমান |
বিপ্লব চ্যাটার্জি একজন ভারতীয় অভিনেতা, টেলিভিশন অভিনেতা এবং চলচ্চিত্রের পরিচালক।
জীবনী[সম্পাদনা]
তিনি ১৯৪৬ সালের ৮ জুলাই ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে তিনি পার্ক ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আনন্দমোহন কলেজ থেকে স্নাতক হন।
পেশা[সম্পাদনা]
সত্যজিৎ রায়ের পরিচালিত প্রতিদ্বন্দী চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। চলচ্চিত্রের তিনি সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে অভিনয় করে থাকেন। [১] ১৯৯৯ সালে তিনি রাজবেহারি আসন এবং ২০০৬ সালে আলিপুর আসন থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন। [২]
চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]
অভিনেতা হিসাবে[সম্পাদনা]
- শত্রু (২০১১)
- উল্লাস (২০১২)
- নির্ভয়া (২০১৩)
- শ্রীমতী. সেন (২০১৩)
- অ্যাস্ট্রা (২০১২)
- কিশোর কন্যা (২০১২)
- চেয়েছিলেন (২০১০)
- বাঙাল ঘটি ফটফটি (অপ্রকাশিত) (২০০৯)
- মগ্ন মৈনাক (২০০৯)
- সেদিন দুজনে (২০০৮)
- মানিক
- এক মুঠো ছবি
- তুলকালাম (২০০৭) বিশেষ উপস্থিতি
- কৈলাশে কেলেঙ্কারি (২০০৭)
- যাঁরা বৃষ্টিতে ভিজেছিল (২০০৭)
- অগ্নিপাঠ (২০০৫)
- পরিণীতা (২০০৫) শ্যামলাল তান্তিয়া
- রাজমহল (২০০৫)
- পরিবার (২০০৪)
- স্বপ্নে দেখা রাজকন্যা (২০০৪)
- পাতালঘর (২০০৩)ভিকি
- মনের মাঝে তুমি (২০০৩)
- দেখা (২০০১)
- জীবন নিয়ে খেলা (১৯৯৯)
- লাল দরজা ( ১৯৯৭)
- ফিরিয়ে দাও (১৯৯৪)
- রক্তে লেখা
- পূর্ব ব্যাঙ্গেলার চেল (১৯৮৯)
- হীরার শিকল (১৯৮৮)
- প্রতিকার (১৯৮৭)
- ফটিক চাঁদ (১৯৮৩)
- সূর্য সখী (১৯৮১)
- বাঞ্ছারামের বাগান (১৯৮০)হোঁতকা এবং কোঁতকা
- এক দিন প্রতিদিন ( ১৯৯৭৯) পুলিশ
- সবুজ দ্বীপের রাজা (১৯৭৯)
- জয় বাবা ফেলুনাথ (১৯৭৮)
- চারমূর্তি (১৯৭৮)
- দিন আমাদের (১৯৯৭)
- খুজে বেড়াই ( ১৯৭১)
পরিচালক হিসাবে[সম্পাদনা]
- চোর হে ভাগোবান (২০০৩)
- তোমার আমার প্রেম (১৯৯৮)
- বিদ্রোহিনী (১৯৯৪)
- প্রজাপতি (চলচ্চিত্র) (১৯৯৩)
- অভিমন্যু (১৯৯০))
পুরস্কার[সম্পাদনা]
- ২০০৫ সালে দেবিপক্ষের সেরা অভিনেতা হিসাবে বিএফজেএ
- ১৯৯৭ সালে বনফুলের পক্ষে সেরা সহায়ক অভিনেতার জন্য বিএফজেএ
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ IANS (১৫ নভেম্বর ২০০৭)। "Kolkata celebs march for peace in Nandigram"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৯।
- ↑ Special Correspondent (২৫ এপ্রিল ২০০৬)। "CPI(M) candidate faints on trail"। The Hindu। Chennai, India। ১৮ আগস্ট ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিপ্লব চ্যাটার্জি (ইংরেজি)