জয়চন্ডী পাহাড়
জয়চন্ডী পাহাড় | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
তালিকাভুক্তি | |
ভূগোল | |
অবস্থান | রঘুনাথপুর, পুরুলিয়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারত |
মূল পরিসীমা | ছোটো নাগপুর মালভূমি |
জয়চন্ডী পাহাড় হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড় শৃঙ্খলা, এটি বেশ কটি পাহাড় নিয়ে গঠিত। প্রতিটি পাহাড়ের নিজস্ব নাম আছে, যেমন- যোগীঢাল, চন্ডী, ঘড়ি, সিজানো, রাম-সীতা প্রভৃতি৷ জেলার রঘুনাথপুর মহকুমার সদর শহর রঘুনাথপুর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত। পুরুলিয়া-বরাকর রোডের ধারে অবস্থিত জয়চন্ডী পাহাড় একটি পর্যটন কেন্দ্র এবং পর্বতারোহণ শিক্ষাকেন্দ্র। ভারতীয় রেলের দক্ষিণপূর্ব রেল ক্ষেত্রের আসানসোল-আদ্রা বিভাগের একটি স্টেশন হল জয়চন্ডী পাহাড় রেল স্টেশন। সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে ছবির শ্যুটিং এখানে হয়েছিল।
ভূগোল
[সম্পাদনা]২৩°৩৩′ উত্তর ৮৬°৪০′ পূর্ব / ২৩.৫৫° উত্তর ৮৬.৬৭° পূর্ব অক্ষ-দ্রাঘিমাংশে জয়চণ্ডী পাহাড় অবস্থিত।[১] এই পাহাড়ের গড় উচ্চতা ১৫৫ মি (৫০৯ ফু)। এটি ছোটো নাগপুর মালভূমির সবচেয়ে নিচু ধাপে অবস্থিত।[২]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ Falling Rain Genomics, Inc - Raghunathpur
- ↑ Houlton, Sir John, Bihar, the Heart of India, 1949, p. 170, Orient Longmans Ltd.