বিষয়বস্তুতে চলুন

ছিররিউ সাকতী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছিররিউ আল-সাকতী
জুনাইদ বাগদাদীর জারিহ এবং ছিররিউ সাকতীর একটি ছোট কাঠের জারিহ
জন্ম৭৭২ সাল
বাগদাদ, ইরাক
মৃত্যু৮৬৭ সাল (৯৪-৯৫ বছর)
শ্রদ্ধাজ্ঞাপনইসলাম
যার দ্বারা প্রভাবিতমারূ’ফ কারখী
যাদের প্রভাবিত করেনজুনাইদ বাগদাদী

শায়খ ছিররিউ সাকতী (মৃত্যু: ৮৬৭ সাল) ছিররিউ সাকতী হিসেবেও পরিচিত (আরবি:سری سقطی)। তিনি বাগদাদের প্রথমদিকের মুসলিম সুফিদের একজন ছিলেন। তিনি হলেন সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া ও সিলসিলায়ে আলিয়া সোহরাওয়ার্দীর আকাবের মাশায়েখ।[] তিনি ছিলেন মারুফ কারখীর অন্যতম প্রভাবশালী ছাত্র।[] তিনি বিশর আল-হাফীর বন্ধু ছিলেন এবং জুনাইদ বাগদাদীর মামা ও আধ্যাত্মিক শিক্ষক ছিলেন।[]

ছিররিউ সাকতী ১৫৫ হিজরীতে বাগদাদ শরীফে জন্মগ্রহণ করেন। তার নাম ছিরু আল-দ্বীন ও উপাধি আবুল হাসান। তবে তিনি ছিররিউ সাকতী নামে বিখ্যাত। তার পিতার নাম মুগাল্লিস।

সুফিবাদ অর্জন

[সম্পাদনা]

ছিররিউ সাকতী বাগদাদের বিখ্যাত সুফি সাধক ছিলেন। তিনি মারূ’ফ কারখীর ছাত্র ছিলেন এবং তাঁর কাছ থেকে খিরকা সুফিবাদ লাভ করেছিলেন। তিনি জুনাইদ বাগদাদীর মামা ও শিক্ষকও ছিলেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Al-Risala al-Qushayriyya.
  2. Annemarie SchimmelHandbuch Der Orientalistik। পৃষ্ঠা 30। আইএসবিএন 9004061177 
  3. Al-Ghazali, On Disciplining the Soul and Breaking the Two Desires, Cambridge, Islamic Texts Society, p.221.
  4. ফরিদ উদ্দিন আত্তার। তাজকেরাতুল আউলিয়া