গ্রীন লাইন পরিবহন
![]() | |
---|---|
স্লোগান | "অল দ্য ওয়ে ফার্স্ট ক্লাস" |
সংস্থাপিত | ১৯৯০ |
প্রধান কার্যালয় | ৯/২, আউটার সার্কুলার রোড, মোমেনবাগ, রাজারবাগ, ঢাকা-১২১৭ |
পরিসেবিত এলাকা | |
পরিসেবার ধরন | যাত্রী পরিবহন |
গন্তব্যস্থল | |
প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক | আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন[১] |
ওয়েবসাইট | www |
গ্রীন লাইন পরিবহন বাংলাদেশের একটি অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা। এটি ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন গন্তব্যস্থলে পরিবহন সেবার পাশাপাশি ভারতের কলকাতায়ও পরিবহন সুবিধা প্রদান করে।
ইতিহাস[সম্পাদনা]
১৯৯০ সালে আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন গ্রীন লাইন পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করেন।[১] ঢাকা-চট্টগ্রাম রুটে হিনো এসি বাস চালানোর মাধ্যমে পরিবহন ব্যবসা শুরু করে গ্রীন লাইন। এরপর পর্যায়ক্রমে কক্সবাজার, বেনাপোল, রংপুর, রাজশাহী ও সিলেট রুটে বাস চলচল শুরু করে।[২] গ্রীন লাইন পরিবহনই বাংলাদেশের সড়কপথে সর্বপ্রথম এসি বাস পরিসেবা চালু করে।[১] এরপর সুইডেন থেকে ২০০৩ সালে ভলভো ও ২০০৫ সালে স্ক্যানিয়ার এসি বাস আমদানী করে গ্রীন লাইন। ২০১৩ সালে যাত্রীদের স্লিপার কোচে পরিসেবা প্রদান শুরু করে। ২০১৪ সালে গ্রীন লাইন ওয়াটারওয়েজ নামে জলপথে যাত্রী পরিবহন শুরু করে।[২] সম্প্রতি ২০১৮ সালে গ্রীন লাইন ঢাকা থেকে সিলেট ও কক্সবাজার রুটে জার্মানি থেকে আমদানী করা ম্যান কোম্পানির ডাবল ডেকার বাস চালু করে।[৩][৪]
যাত্রী পরিসেবা[সম্পাদনা]
শুরুতে গ্রীন লাইন শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন করলেও বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, টেকনাফ, খুলনা, বেনাপোল ও রাজশাহী রুটে এবং চট্টগ্রাম থেকে সরাসরি সিলেট ও বেনাপোলে যাত্রী পরিবহন করে।[১] এছাড়াও ঢাকা-খুলনা-কলকাতা রুটে "সৌহার্দ পরিবহন" পরিচালনা করে গ্রীন লাইন।[৫]
গ্রীন লাইন ওয়াটারওয়েজ[সম্পাদনা]
গ্রীন লাইন ২০১৪ সাল থেকে "গ্রীন লাইন ওয়াটারওয়েজ" নামে টেকনাফ-সেন্ট মার্টিন জলপথে এমভি গ্রীন লাইন-১ নামে লঞ্চ ছাড়ে। পরবর্তীতে ২০১৫ সালে ঢাকা-বরিশাল নৌপথে এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ নামে শীতাতপ নিয়ন্ত্রিত দুইটি জলযান যাত্রী পরিসেবায় যোগ করে।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ "About us"। গ্রীন লাইন পরিবহন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ গ "গ্রীন লাইন এবার ঢাকা-বরিশাল সড়ক পথে"। দি বাংলাদেশ টুডে। ২০ মে ২০১৮। ৮ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯।
- ↑ "গ্রীন লাইন পরিবহনের নতুন এসি ডাবল ডেকার বাস সার্ভিস উদ্বোধন"। বাংলাদেশ প্রতিদিন। ১৮ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯।
- ↑ "ঢাকা-চট্টগ্রাম রুটে গ্রীন লাইনের এসি দ্বিতল বাস"। যুগান্তর। ২৭ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "New Dhaka and Kolkata bus service starts tomorrow" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ৭ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- গ্রীন লাইন পরিবহন - প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট