সেড্রিক আলেকজান্ডার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেড্রিক আলেকজান্ডার
মে ২০১৬ সালে সেড্রিক
জন্ম নামসেড্রিক জনসন[১]
জন্ম (1989-08-16) আগস্ট ১৬, ১৯৮৯ (বয়স ৩৪)[১]
শার্লট, নর্থ ক্যারেলিনা, মার্কিন যুক্তরাষ্ট্র
বাসস্থানশার্লট,নর্থ ক্যারেলিনা, মার্কিন যুক্তরাষ্ট্র
দাম্পত্য সঙ্গীএরিয়াল মোন্র (বি. ২০১৮)
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামসেড্রিক আলেকজান্ডার[২]
গ্যারি গারবেট[৩][৪]
কথিত উচ্চতা৫ ফুট ১০ ইঞ্চি[২]
কথিত ওজন২০৫ পাউন্ড[২]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
শার্লট,নর্থ ক্যারেলিনা[২]
প্রশিক্ষকজর্জ সাউদ
অভিষেকজুলাই ১৭, ২০০৯

সেড্রিক জনসন[১] (জন্ম আগস্ট ১৬,১৯৮৯ ) একজন আমেরিকান পেশাদার কুস্তিগির, তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউই এর সাথে যুক্ত আছেন, যেখানে তিনি র ব্যান্ডের হয়ে সেড্রিক আলেকজান্ডার নামে কুস্তি লড়েন।

আলেকজান্ডার রিং অব অনার (আরওএইচ) এ ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত কুস্তি লড়েছেন। তিনি কেপ্রাইজ ছোলেমান এর সাথে সি এবং সি ফ্যাক্টরি নামে দল গঠন করে ট্যাগ টিম হিসেবে কুস্তি লড়েছেন। তারা ২০১৪ সাল পর্যন্ত একসাথে কাজ করেছে। তিনি আরওএইচ ২০১৬ সালে ছেড়ে দেন,যখন তিনি ডাব্লুউডাব্লিউই এর কাছ থেকে ক্রুসওয়েট ক্লাসিক এ কুস্তি লড়ার জন্য ডাক পান। এরপর তিনি,ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তি করেন এবং তাদের নতুন ক্রুসওয়েট ডিবিসন ২০৫ লাইভ ব্রান্ডের অংশ হিসেবে কুস্তি লড়া শুরু করেন। রেসেলমেনিয়া ৩৪ এ তিনি ক্রুসওয়েট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট জেতেন এবং ১৮১ দিন তা রিটেইন করেন।তিনি একবার২৪/৭ চ্যাম্পিয়ন হয়েছেন।

পেশাদারি কুস্তি জীবন[সম্পাদনা]

রিং অফ অনার[সম্পাদনা]

সি এবং সি রেসল ফ্যাক্টরি(২০১০-২০১৩)[সম্পাদনা]

২০১০ সালের পুরো সময় রিং অফ অনার এর জন্য অন্ধকার ম্যাচগুলো লড়েছেন। ২০১১ সালের শুরুতে আলেকজান্ডার ক্যাপরিস ছোলেমান এর সাথে সি এবং সি ফ্যাক্টরি নামক দল গঠন করে আরওএইচ এ রেসলিং করা শুরু করেন।

২০১১ সালে আলেকজান্ডার (ডানে ) সঙ্গে ক্যাপরিস ছোলেমান সি এবং সি ফ্যাক্টরি হিসেবে

৬ ডিসেম্বর ২০১১ সালে রিং ফ্যাক্ট এ সি এবং সি ফ্যাক্টরি ট্যাগ টিম গন্টেন ম্যাচ খেলে ভবিষ্যৎ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এর জন্য, এতে তারা ব্রাবেডো ব্রাদারসকে এলিমিনেট করেছিলো।[৫]

একক প্রতিযোগিতা (২০১৪-২০১৬)[সম্পাদনা]

জানুয়ারির ২৫ তারিখে রেসলিং ফাইনেস্ট এ তিনি এন্ড্রু ইবারেট এর কাছে পরাজিত হোন। ফেব্রুয়ারির ৮ তারিখে স্ট্যাট অব দ্যা আর্টস এ তিনি জিমি জ্যাকবস এর কাছে পরাজিত হোন। এরপর তিনি ১২তম রিং অব অনারে দ্যা ডিকেডকে পরাজিত করে জয়ের ধারায় ফেরেন।[৬] মার্চ এর ৭ তারিখ এ তিনি এডাম পেজ এর সাথে ট্যাগ টিম তৈরি করে তিনি ডিকেড এর বিপক্ষে লড়েন কিন্তু হেরে যান। এর পরের দিন রেইজিং দ্যা বার: ডে ২ তে তিনি কেভিন ওয়েন্স এর কছে পরাজিত হোন। মার্চ এর ২২ তারিখে তিনি মাইকেল এলগিনকে পরাজিত করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cedric Alexander Profight profile"The Internet Wrestling Database। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০১৯ 
  2. "Cedric Alexander"। WWE। 
  3. "Roman Reigns & Gary "The GOAT" Garbutt vs. Shane McMahon & Drew McIntyre: Raw, July 8, 2019"YouTube.com। WWE। জুলাই ৮, ২০১৯। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১৯ 
  4. https://solowrestling.mundodeportivo.com/new/82103-cedric-alexander-se-revela-como-acompanante-de-roman-reigns-en-raw
  5. "Complete coverage of ROH Final Battle 2011:Davey Richards defeats Eddie Edwards"ROH Wrestling। ৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯ 
  6. "Complete coverage of ROH 12th Anniversary Event: Cole vs Hero"ROH Wrestling। ৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯ 

বহি:সংযোগ[সম্পাদনা]