বিষয়বস্তুতে চলুন

কার্টিস রিড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কার্টিস রিড
আনুমানিক ১৮৮৬ সালের সংগৃহীত স্থিরচিত্র কার্টিস রিড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
কার্টিস আলেকজান্ডার রিড
জন্ম(১৮৩৬-০৭-১৬)১৬ জুলাই ১৮৩৬
ইনভেরারি পার্ক, বাঙ্গোনিয়ার কাছে, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
মৃত্যু১ জুলাই ১৮৮৬(1886-07-01) (বয়স ৪৯)
হথর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি (ধরন অজানা)
ভূমিকাবোলার, আম্পায়ার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৮৬৯/৭০ - ১৮৭০/৭১ভিক্টোরিয়া
এফসি অভিষেক২৪ ফেব্রুয়ারি ১৮৭০ ভিক্টোরিয়া বনাম নিউ সাউথ ওয়েলস
শেষএফসি৯ মার্চ ১৮৭১ ভিক্টোরিয়া বনাম নিউ সাউথ ওয়েলস
আম্পায়ারিং তথ্য
টেস্ট আম্পায়ার১ (১৮৭৭)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ১২
ব্যাটিং গড় ৩.০০
১০০/৫০ ০/০
সর্বোচ্চ রান
বল করেছে ৪৩১
উইকেট ১৬
বোলিং গড় ১০.৮৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৬ জুন ২০১৯

কার্টিস আলেকজান্ডার রিড (ইংরেজি: Curtis Reid; জন্ম: ১৬ জুলাই, ১৮৩৬ - মৃত্যু: ১ জুলাই, ১৮৮৬) নিউ সাউথ ওয়েলসের ইনভেরারি পার্ক এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেছেন।[] দলে তিনি মূলতঃ ডানহাতি বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে কার্যকরী ব্যাটিংশৈলী উপস্থাপন করে গেছেন কার্টিস রিড। টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ করেছিলেন। ১৮৬৯-৭০ মৌসুম থেকে ১৮৭০-৭১ মৌসুম পর্যন্ত কার্টিস রিডের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। কোন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পাননি তিনি।

খেলোয়াড়ী জীবনের শুরুতে কার্টিস রিড বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি বোলার হিসেবে খেলেন। পুরো সময়কালে ভিক্টোরিয়ার পক্ষে তিনটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। ১০.৮৭ গড়ে ১৬ উইকেট পান। তন্মধ্যে, ১৮৭০-৭১ মৌসুমে তাসমানিয়ার বিপক্ষে ৬/৬৪ ও ৬/৫ লাভ করেন।[] তবে, ব্যাট হাতে তিনি সফলতার স্বাক্ষর রাখতে পারেননি। পাঁচ ইনিংসে মাত্র ১২ রান তুলেছিলেন।

আম্পায়ার

[সম্পাদনা]

অবসর পরবর্তীকালে ১৮৭৭ সালে একটি টেস্টে আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেছিলেন তিনি। ১৫ মার্চ থেকে ১৯ মার্চ, ১৮৭৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার উদ্বোধনী টেস্টে কার্টিস রিড আম্পায়ারের দায়িত্বে ছিলেন। খেলা পরিচালনায় অপর প্রান্তে বেন টেরি তাকে সহযোগিতা করেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন তিনি। ১৪ আগস্ট, ১৮৬২ তারিখে সোফি ডাইটের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন।[] এ দম্পতির সন্তান কার্টিস আর্থার রিড [] ভূমি জরিপকারী এবং পার্থভিত্তিক রোভার্স ফুটবল ক্লাব ও ইস্ট ফ্রিম্যান্টল ফুটবল ক্লাব এবং মেলবোর্নভিত্তিক মেলবোর্ন ফুটবল ক্লাবের পক্ষে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলে অংশ নেন।

ভিক্টোরিয়ার তারাউইংগি এলাকায় মদ প্রস্তুতকারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৮৭৮ সালে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সচিব হিসেবে মনোনীত হন। ক্লাবের প্রথম বেতনভূক সচিব ছিলেন তিনি।[][] এছাড়াও, অস্ট্রেলিয়ায় অন্যতম প্রথম ক্রিকেট সাংবাদিক ছিলেন তিনি।[]

১ জুলাই, ১৮৮৬ তারিখে ৫০ বছর বয়সে ভিক্টোরিয়ার হথর্ন এলাকায় কার্টিস রিডের দেহাবসান ঘটে।

পরিসংখ্যান

[সম্পাদনা]
বিবরণ অভিষেক সর্বশেষ সর্বমোট
টেস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, মেলবোর্ন, ১৫-১৯ মার্চ, ১৮৭৭ -

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. CricketArchive Player Oracle, Retrieved 18 June 2019
  2. "Victoria v Tasmania, 1870/71"Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 
  3. Whittaker, David Maxwell। "Reid, Curtis Alexander (1838–1886)"ADB। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ ; "Marriages"The Argus: 4। ২৬ আগস্ট ১৮৬২। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ ; Deaths: Reid, The Argus, (Saturday, 29 December 1923), p.13.
  4. Births: Reid, The Australasian, Saturday, 8 April 1876), p.25; Marriages: Reid—Tullidge, The Argus, (Saturday, 10 December 1904), p.13; Deaths: Reid, The Darling Downs Gazette, (Thursday, 16 May 1912), p.4.
  5. "MCC Chronology and Membership growth" (পিডিএফ)Melbourne Cricket Club। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 
  6. 'Scout', "Cricket Notes", The Weekly Times, (Saturday, 29 March 1879), p.5.
  7. "Our Melbourne Letter"Ovens and Murray Advertiser: 2। ১০ জুলাই ১৮৮৬। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]