করিমগঞ্জ দক্ষিণ বিধানসভা কেন্দ্র
করিমগঞ্জ দক্ষিণ | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
দেশ | ভারত |
রাজ্য | আসাম |
বিভাগ | বরাক উপত্যকা |
জেলা | করিমগঞ্জ |
কেন্দ্র নং. | ৪ |
লোকসভা কেন্দ্র | ১. করিমগঞ্জ |
নির্বাচনী বছর | ১,৯১,২৩৯ (২০২১) |
করিমগঞ্জ দক্ষিণ বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (এগারো বার)।
ভোটার পরিসংখ্যান
[সম্পাদনা]২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৯১,২৩৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯৮,৩৬৯ জন এবং নারী ভোটার ৯২,৮৬৭ জন। এছাড়াও তিনজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। করিমগঞ্জ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৪৪।
২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৬০,৬৭০ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৪,৫৯৯ জন এবং নারী ভোটার ৭৬,০৭১ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৪৪,১০৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৫,৩২৯ জন এবং নারী ভোটার ৬৮,৭৭৪ জন।[৩]
বিধানসভার সদস্য
[সম্পাদনা]নির্বাচন[৪] | বিধায়ক | দল | সময়কাল | |
---|---|---|---|---|
২০২১ | সিদ্দিক আহমেদ | আইএনসি | ২০২১-বর্তমান | |
২০১৬ | আজিজ আহমেদ খান | এআইইউডিএফ | ২০১৬-২১ | |
২০১১ | সিদ্দিক আহমেদ | আইএনসি | ২০০৬-১৬ | |
২০০৬ | ||||
২০০১ | এসএপি | ২০০১-০৬ | ||
১৯৯৬ | আব্দুল মুক্তাদির চৌধুরী | আইএনসি | ১৯৯৬-০১ | |
১৯৯১ | প্রণব কুমার নাথ | বিজেপি | ১৯৯১-৯৬ | |
১৯৮৫ | আব্দুল মুক্তাদির চৌধুরী | আইএনসি | ১৯৮৮-৯১ | |
১৯৮৩ | ||||
১৯৭৮ | ||||
১৯৭২ | সুদর্শন দাশ | ১৯৭২-৭৮ | ||
১৯৬৭ | পি. চৌধুরী | ১৯৬৭-৭২ | ||
১৯৬২ | মৌলভী আব্দুল মুনিম চৌধুরী | ১৯৫৮-৬৭ | ||
১৯৫৭ |
নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]২০২১ ফলাফল
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কংগ্রেস | সিদ্দিক আহমেদ | ৮৮,৯০৯ | ৫৯.১৯% | +১৭.৪৩ | |
অগপ | আজিজ আহমেদ খান | ৫৬,৪২২ | ৩৭.৫৪% | অপ্রযোজ্য | |
উপরের কোনোটিই নয় | উপরের কোনোটিই নয় | ৪,৯৪৯ | ৩.২৭% | অপ্রযোজ্য | |
জয়ের ব্যবধান | ৩২,৪৮৭ | ২১.৬৫% | +১৮.২১ | ||
ভোটার উপস্থিতি | ১,৫০,২৮০ | ৭৮.৫৫% | −১.৪১ | ||
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা থেকে কংগ্রেস অর্জন করেছে | সুইং | ১৩.৯৯ |
২০১৬ ফলাফল
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা | আজিজ আহমেদ খান | ৫৮,০৬০ | ৪৫.২০ | ||
কংগ্রেস | সিদ্দিক আহমেদ | ৫৩,৬৪৪ | ৪১.৭৬ | ||
বিজেপি | শিপ্রা গুন | ১১,৮৬১ | ৯.২৩ | ||
স্বতন্ত্র | মনোয়ারুল হক | ৮১৫ | ০.৬৩ | ||
উপরের কোনোটিই নয় | উপরের কোনোটিই নয় | ৪,০৬২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৪১৬ | ৩.৪৪ | |||
ভোটার উপস্থিতি | ১,২৮,৪৪২ | ৭৯.৯৬ | |||
নিবন্ধিত ভোটার | ১,৬০,৬৩২ | ||||
কংগ্রেস থেকে নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা অর্জন করেছে | সুইং |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬।
- ↑ "About Patharkandi constituency"। Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১।
- ↑ https://www.news18.com/assembly-elections-2021/assam/patharkandi-election-result-s03a002/
- ↑ "List of Wiining MLA's from karimganj south Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১।
- ↑ "AC_Wise Final Result as per Form 21E"। CEO Assam (ইংরেজি ভাষায়)।