করণ কারক
বাংলা ব্যাকরণ |
---|
ইতিহাস |
ধ্বনিতত্ত্ব |
রূপতত্ত্ব/শব্দতত্ত্ব |
বাক্যতত্ত্ব |
অর্থতত্ত্ব |
ছন্দ ও অলংকার |
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।[১] বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে উত্তরে করণ কারক পাওয়া যায়।
উদাহরণ:
নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম)
'জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় - সাধনা)
প্রকারভেদ[সম্পাদনা]
- সমধাতুজ করণ:- ক্রিয়াটি যে ধাতু নিষ্পন্ন, করণটিও সেই ধাতুনিষ্পন্ন হলে, তাকে সমধাতুজ করণ বলে। যেমন:- সে কাটারিতে গাছ কাটছে।
করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার[সম্পাদনা]
(ক) | প্রথমা বা শূণ্য বা অ বিভক্তি | ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া) |
ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। | ||
কৃষক লাঙ্গল চষছে। | ||
(খ) | তৃতীয়া বা দ্বারা বিভক্তি | লাঙল দ্বারা জমি চাষ করা হয়। |
আমরা কান দ্বারা শুনি। | ||
দিয়া বিভক্তি | মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন। | |
(গ) | পঞ্চমী বা থেকে বিভক্তি | এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে। |
(ঘ) | ষষ্ঠী বা র বিভক্তি | তার মাথায় লাঠির আঘাত করো না। |
ইট-পাথরের বাড়ি বেশ শক্ত। | ||
ইটের বাড়ি সহজে ভাঙে না। | ||
কাচের জিনিস সহজে ভাঙে। | ||
জলের লিখন থাকে না। | ||
(ঙ) | সপ্তমী বা এ বিভক্তি | ফুলে ফুলে ঘর ভরেছে। |
আকাশ মেঘে ঢাকা। | ||
শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। | ||
জ্ঞানে বিমল আনন্দ লাভ হয়। | ||
এ কলমে ভালো লেখা হয়/ বেশ লেখা যায়। | ||
নতুন ধান্যে হবে নবান্ন। | ||
হাতে কাজ কর। | ||
তে বিভক্তি | 'এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।' - নজরুল | |
লোকটা জাতিতে বৈষ্ণব। | ||
য় বিভক্তি | চেষ্টায় সব হয়। | |
এ সুতায় কাপড় হয় না। | ||
নিজের চেষ্টায় বড় হও। | ||
জগতে কীর্তিমান হয় সাধনায়। | ||
বন্যায় দেশ প্লাবিত হলো। | ||
কলমটি সোনায় মোড়া।[২] | ||
টাকায় কি না হয়। |
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, শিক্ষাবর্ষ ২০১৬, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা, বাংলাদেশ
- ↑ বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি, ২০১৬ শিক্ষাবর্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা, বাংলাদেশ।