ভোল্‌ফগাং কেটার্লে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Shahidul Hasan Roman (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:০৬, ১৯ নভেম্বর ২০১৭ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎তথ্যসূত্র)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ওলফগাং কেটার্ল
Wolfgang Ketterle at a symposium at Brown University, 2007
জন্ম (1957-10-21) ২১ অক্টোবর ১৯৫৭ (বয়স ৬৬)
জাতীয়তাজার্মানি
মাতৃশিক্ষায়তনহাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়
টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ
লুডউইগ ম্যাক্সিমিলান ইউনিভার্সিটি অব মিউনিখ
ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট অব কোয়ান্টাম অপটিক্স
পরিচিতির কারণবোস-আইনস্টাইন কনডেন্সেটসমূহ
পুরস্কারThe Benjamin Franklin Medal (2000), পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০১)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহহাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
ডক্টরাল উপদেষ্টাHerbert Walther
Hartmut Figger

ওলফগাং কেটার্ল একজন জার্মান পদার্থবিজ্ঞানী এবং ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি এর পদার্থবিজ্ঞানের অধ্যাপক। তিনি ২০০১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

কেটার্ল ১৯৭৬ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় এ ভর্তি হন। তিনি টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ থেকে ১৯৮২ সালে মাস্টার্স ডিপ্লোমা লাভ করেন। তিনি ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট অব কোয়ান্টাম অপটিক্স থেকে ১৯৮৬ সালে পরীক্ষামূলক স্পেক্ট্রোস্কপিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির রিসার্চ ল্যাবরেটরি অব ইলেক্ট্রনিক্স এ ডেভিড প্রিটচার্ড এর গ্রুপে যোগদান করেন। ১৯৯৩ সালে তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৬ সালে তিনি রিসার্চ ল্যাবরেটরি অব ইলেক্ট্রনিক্স এর সহযোগী পরিচালক হিসেবে নিযুক্ত হন এবং ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির সেন্তার ফর আল্ট্রাকোল্ড অ্যাটমস এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র