এসকে মুভিজ
অবয়ব
ধরন | মিডিয়া ও এন্টারটেইনমেন্ট কোম্পানি |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৮৮ |
সদরদপ্তর | , |
প্রধান ব্যক্তি | অশোক ধানুকা হিমাংশু ধানুকা |
ওয়েবসাইট | www |
এসকে মুভিজ একটি ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা ও বিতরণ কোম্পানি। যার প্রতিষ্ঠাতা কর্ণধার হলেন হিমাংশু ধানুকা এবং অশোক ধানুকা। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে এটি ভারতের মিডিয়া এবং বিনোদন শিল্পে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে । কলকাতার পশ্চিমবঙ্গে প্রযোজনা সংস্থাটির সদর দফতর অবস্থিত।[১] কোম্পানিটি ৫০টিরও বেশি চলচ্চিত্র নির্মাণ করেছে।
চলচ্চিত্র
[সম্পাদনা]১৮অনস্কিন
[সম্পাদনা]১৮অনস্কিন হলো পশ্চিমবঙ্গ ভিত্তির বাংলা চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি এসকে মুভিজের ১৮টি চলচ্চিত্রের গুচ্ছ।[২] যা ২০২৪ সালের ১২ নভেম্বর ঘোষণা করা হয়, এগুলো ২০২৪-২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
চলচ্চিত্রসমূহ
[সম্পাদনা]মুক্তি | চলচ্চিত্রের শিরোনাম | পরিচালক | প্রধান অভিনয়শিল্পী | টীকা |
---|---|---|---|---|
২০২৪ নভেম্বর ১৫ | দরদ | অনন্য মামুন | শাকিব খান, সোনাল চৌহান | |
২০২৫ ডিসেম্বর | আমি আমার মত | কমলেশ্বর মুখোপাধ্যায় | জীতু কমল, শ্রাবন্তী, রাজতাভ দত্ত | [৩] |
২০২৫ জানুয়ারি | অপরিচিত | জয়দীপ মুখোপাধ্যায় | ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা | |
- | আপনজন | অংশুংমান প্রত্যুষ | জীতু কমল ও পায়েল সরকার | [৩] |
২০২৬ জানুয়ারি | সান্তা | অংশুমান প্রত্যুষ | অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনির্বাণ চক্রবর্তী | |
২০২৫ এপ্রিল | অন্নপূর্ণা | অংশুমান প্রত্যুষ | অনন্যা চট্টোপাধ্যায়, ঋষভ বসু, দিতিপ্রিয়া রায় | |
২০২৫ ফেব্রুয়ারি | বাবু সোনা | অংশুমান প্রত্যুষ | জীতু কমল, শ্রাবন্তী | |
- | উড়নছু | অংশুমান প্রত্যুষ | অলকানন্দা বন্দ্যোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দর্শনা বণিক, মানসী সিনহা, সৌরসেনী মৈত্র, রাজনন্দিনী পাল | |
২০২৫ মে | রবীন্দ্র কাব্য রহস্য | সায়ন্তন ঘোষাল | ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায় | [৪] |
২০২৫ জুন | সরলাক্ষ হোমস | সায়ন্তন ঘোষাল | ঋষভ বসু, অর্ণ মুখোপাধ্যায় | |
২০২৬ জানুয়ারি | ভালোবাসি তোকে ভালোবেসে | সায়ন্তন ঘোষাল | রাজনন্দিনী পাল ও ঋষভ বসু | |
২০২৬ ফেব্রুয়ারি | এখানে অন্ধকার | পরমব্রত চট্টোপাধ্যায় | ঋত্বিক চক্রবর্তী, পায়েল সরকার | |
২০২৫ সেপ্টেম্বর | আবার হাওয়া বদল | পরমব্রত চট্টোপাধ্যায় | রুদ্রনীল ঘোষ, রাইমা সেন | |
২০২৫ জুলাই | তবুও ভালোবাসি | রবীন্দ্র নাম্বিয়ার | আরিয়ান ও দেবত্তমা সাহা | |
২০২৫ জানুয়ারি | যদি এমন হতো | রবীন্দ্র নাম্বিয়ার | শন বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু ও দিতিপ্রিয়া রায় | |
২০২৫ আগস্ট | ডিয়ার ডি | রবীন্দ্র নাম্বিয়ার | শ্রাবন্তী ও দিতিপ্রিয়া | |
২০২৫ মার্চ | গৃহস্থ | মৈনাক ভৌমিক | ঋতাভরী চক্রবর্তী | |
২০২৫ মে | চন্দ্রবিন্দু | রাজা চন্দ | অঙ্কুশ-ঐন্দ্রিলা |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bengali and Telugu filmmakers to throw Googly in theatres - Bangalore Mirror"।
- ↑ "বাম্পার ১৮! একগুচ্ছ ছবির ঘোষণা এসকে মুভিজের, নজর কাড়বেন পরমব্রত, অঙ্কুশ, শাকিব, শ্রাবন্তীরা"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৫।
- ↑ ক খ "জীতুর সুসময়, 'এসকে মুভিজ'-এর তিন-তিনটি নতুন ছবিতে অভিনেতা"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৫।
- ↑ "'দেশের শত্রু ছিলেন' রবীন্দ্রনাথ? সত্য উদঘাটনে মরিয়া ঋত্বিক-শ্রাবন্তী"। Hindustantimes Bangla। ২০২৪-১১-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৫।