বিষয়বস্তুতে চলুন

এসকে মুভিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এসকে মুভিজ
ধরনমিডিয়া ও এন্টারটেইনমেন্ট কোম্পানি
প্রতিষ্ঠাকাল১৯৮৮; ৩৬ বছর আগে (1988)
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
অশোক ধানুকা
হিমাংশু ধানুকা
ওয়েবসাইটwww.eskaymovies.com

এসকে মুভিজ একটি ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা ও বিতরণ কোম্পানি। যার প্রতিষ্ঠাতা কর্ণধার হলেন হিমাংশু ধানুকা এবং অশোক ধানুকা। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে এটি ভারতের মিডিয়া এবং বিনোদন শিল্পে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে । কলকাতার পশ্চিমবঙ্গে প্রযোজনা সংস্থাটির সদর দফতর অবস্থিত।[] কোম্পানিটি ৫০টিরও বেশি চলচ্চিত্র নির্মাণ করেছে।

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র পরিচালক শ্রেষ্ঠাংশে মন্তব্য
২০০৭ পাগল প্রেমী হর পাটনায়েক যশ দাশগুপ্ত , অর্পিতা পাল , ঋত্বিক চক্রবর্তী আরিয়া এর পুনঃনির্মাণ
২০১২ বিক্রম সিংহ: দ্যা লায়ন ইজ ব্যাক রাজ চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রিচা গঙ্গোপাধ্যায় বিক্রমাকুডু এর পুনঃনির্মাণ
২০১৩ খোকা ৪২০ রাজিব বিশ্বাস দেব, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহান বৃন্দাবনাম এর পুনঃনির্মাণ
খিলাড়ি অশোক পতি অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান দেনিকাইনা রেডি এর পুনঃনির্মাণ
কানামাছি রাজ চক্রবর্তী অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় আসল
২০১৪ আমি শুধু চেয়েছি তোমায় অশোক পতি অঙ্কুশ হাজরা, শুভশ্রী গাঙ্গুলী আর্য ২ এর পুনঃনির্মাণ
২০১৫ রোমিও বনাম জুলিয়েট অঙ্কুশ হাজরা, মাহিয়া মাহী সিং বনাম কর এর পুনঃনির্মাণ , সহ-প্রযোজনা জাজ মাল্টিমিডিয়া
অগ্নি ২ ইফতকার চৌধুরী, হিমাংশু ধানুকা ওম,মাহিয়া মাহী সহ-প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
আশিকী - ট্রু লাভ অশোক পতি অঙ্কুশ হাজরা, নুসরাত ফারিয়া মাজহার ইষ্ক এর পুনঃনির্মাণ ,সহ প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
মায়ের বিয়ে অভিজিৎ গুহ,সুদেশনা রয় সায়নী ঘোষ, শ্রীলেখা মিত্র কমেডি চলচ্চিত্র
২০১৬ অঙ্গার ওয়াজেদ আলি সুমন ওম, ফাল্গূনী রহমান জলি অপ্পয়া এর পুনঃনির্মাণ,সহ প্রযোজনা- জাজ মাল্টিমিডিয়া
হিরো ৪২০ সুজিত মণ্ডল ওম, নুসরাত ফারিয়া মাজহার, রিয়া সেন মস্কা এর পুনঃনির্মাণ,সহ প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
নিয়তি জাকির হুছেইন রাজু আরিফিন শুভ, ফাল্গূনী রহমান জলি সহ প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
বাদশা - দ্যা ডন বাবা যাদব জিৎ, নুসরাত ফারিয়া মাজহার, শ্রদ্ধা দাস ডন সিনু এর পুনঃনির্মাণ , সহ প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
শিকারী জয়দীপ মুখার্জী, জাকির হুছেইন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ প্রযোজনা - জাজ মাল্টিমিডিয়া
রক্ত মালেক আফসারী জিয়াউল রোশন, পরিমনি
প্রেম কি বুঝিনি সিদ ওম, শুভশ্রী গাঙ্গুলী প্রযোজনা জাজ মাল্টিমিডিয়া
খিলাড়ি রিটার্নছ রবি কিনাগী অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
২০১৭ নবাব জয়দীপ মুখার্জী শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী
২০১৮ চালবাজ শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী
ভাইজান এলো রে শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার
২০২৪ দরদ অনন্য মামুন শাকিব খান, সোনাল চৌহান বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় (প্রথম সর্ব ভারতীয় চলচ্চিত্র)
ঘোষিত হবে ডিটেকটিভ ছুরি তপন আহমেদ আরিফিন শুভ,নুসরাত ফারিয়া মাজহার বাংলাদেশপশ্চিমবঙ্গের সহ প্রযোজনা

১৮অনস্কিন

[সম্পাদনা]

১৮অনস্কিন হলো পশ্চিমবঙ্গ ভিত্তির বাংলা চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি এসকে মুভিজের ১৮টি চলচ্চিত্রের গুচ্ছ।[] যা ২০২৪ সালের ১২ নভেম্বর ঘোষণা করা হয়, এগুলো ২০২৪-২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
মুক্তি চলচ্চিত্রের শিরোনাম পরিচালক প্রধান অভিনয়শিল্পী টীকা
২০২৪ নভেম্বর ১৫ দরদ অনন্য মামুন শাকিব খান, সোনাল চৌহান
২০২৫ ডিসেম্বর আমি আমার মত কমলেশ্বর মুখোপাধ্যায় জীতু কমল, শ্রাবন্তী, রাজতাভ দত্ত []
২০২৫ জানুয়ারি অপরিচিত জয়দীপ মুখোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা
- আপনজন অংশুংমান প্রত্যুষ জীতু কমল ও পায়েল সরকার []
২০২৬ জানুয়ারি সান্তা অংশুমান প্রত্যুষ অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনির্বাণ চক্রবর্তী
২০২৫ এপ্রিল অন্নপূর্ণা অংশুমান প্রত্যুষ অনন্যা চট্টোপাধ্যায়, ঋষভ বসু, দিতিপ্রিয়া রায়
২০২৫ ফেব্রুয়ারি বাবু সোনা অংশুমান প্রত্যুষ জীতু কমল, শ্রাবন্তী
- উড়নছু অংশুমান প্রত্যুষ অলকানন্দা বন্দ্যোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দর্শনা বণিক, মানসী সিনহা, সৌরসেনী মৈত্র, রাজনন্দিনী পাল
২০২৫ মে রবীন্দ্র কাব্য রহস্য সায়ন্তন ঘোষাল ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায় []
২০২৫ জুন সরলাক্ষ হোমস সায়ন্তন ঘোষাল ঋষভ বসু, অর্ণ মুখোপাধ্যায়
২০২৬ জানুয়ারি ভালোবাসি তোকে ভালোবেসে সায়ন্তন ঘোষাল রাজনন্দিনী পাল ও ঋষভ বসু
২০২৬ ফেব্রুয়ারি এখানে অন্ধকার পরমব্রত চট্টোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী, পায়েল সরকার
২০২৫ সেপ্টেম্বর আবার হাওয়া বদল পরমব্রত চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষ, রাইমা সেন
২০২৫ জুলাই তবুও ভালোবাসি রবীন্দ্র নাম্বিয়ার আরিয়ান ও দেবত্তমা সাহা
২০২৫ জানুয়ারি যদি এমন হতো রবীন্দ্র নাম্বিয়ার শন বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু ও দিতিপ্রিয়া রায়
২০২৫ আগস্ট ডিয়ার ডি রবীন্দ্র নাম্বিয়ার শ্রাবন্তী ও দিতিপ্রিয়া
২০২৫ মার্চ গৃহস্থ মৈনাক ভৌমিক ঋতাভরী চক্রবর্তী
২০২৫ মে চন্দ্রবিন্দু রাজা চন্দ অঙ্কুশ-ঐন্দ্রিলা

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]