কানামাছি
অবয়ব

কানামাছি বাংলাদেশের গ্রামীণ[১][২] খেলাধুলার মধ্যে অন্যতম একটি চমৎকার খেলা। এ দেশের সর্বত্র শিশু কিশোররা এ খেলা খেলে থাকে।[৩]কানামাছি খেলার সময় একটি ছড়াটি বলতে হয়।তা হল, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। খুবই মজার একটি খেলা। আপনিও নিশ্চয়ই এ খেলাটি জীবনে একবার অন্তত খেলেছেন।
কানামাছি ভোঁ ভোঁ
যারে পাবি তারে ছো
নিয়মকানুন
[সম্পাদনা]এ খেলায় কাপড় দিয়ে একজনের চোখ বেঁধে দেয়া হয়, সে অন্য বন্ধুদের ধরতে চেষ্টা করে। যার চোখ বাঁধা হয় সে হয় ‘কানা’। অন্যরা ‘মাছি’র মতো তার চারদিক ঘিরে কানামাছি ছড়া বলতে বলতে তার গায়ে টোকা দেয়। চোখ বাঁধা অবস্থায় সে অন্যদের ধরার চেষ্টা করে। সে যদি কাউকে ধরতে পারে এবং বলতে পারে তার নাম তবে ধৃত ব্যক্তিকে কানা সাজতে হয়।[৪]
আরো পড়ুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Reporter, Sports (৯ মে ২০১২)। "Traditional games get a boost"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "RisingStars"। archive.thedailystar.net। ২৮ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৩।