অঙ্কুশ হাজরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অঙ্কুশ হাজরা
জন্ম (1989-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৮৯ (বয়স ৩৪)
পেশাঅভিনেতা
কর্মজীবন২০১০-বর্তমান
উচ্চতা৫'৯.৫"
দাম্পত্য সঙ্গীঐন্দ্রিলা সেন
পুরস্কারবিগ বাংলা নবাগত তারকা পুরস্কার

অঙ্কুশ হাজরা ভারতীয় পশ্চিমবাংলা চলচ্চিত্র অভিনেতা। বর্তমানে তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি কেল্লাফতে। এখানে তিনি নায়িকা রুপশ্রীর বিপরীতে অভিনয় করেন। যদিও এই ছবিটি গড়পড়তা হিট হয়েছিল, কিন্তু এখানে তার অভিনয় সবার দৃষ্টি আকর্ষণ করে। এর পর-পরই মুক্তি পায় এসকে মুভিজের ব্যানারে তার দ্বিতীয় ছবি ইডিয়ট। এতে তিনি বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেন। তার চতুর্থ ছবি খিলাড়ি ২০১৩ সালের দুর্গা পূজায় মুক্তি পেয়ছিল। এতে তিনি নুসরাত জাহানের বিপরীতে অভিনয় করেন। এবং বর্তমানে তিনি মির্জা মুভির শুটিং করছেন।

শৈশব ও আত্মজীবনী[সম্পাদনা]

অঙ্কুশ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাদামতলায় ১৪ই ফেব্রুয়ারি, ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি হলি রক স্কুল এবং ইস্ট-ওয়েস্ট মডেল স্কুলে পড়াশোনা করেন। এ দুটি স্কুলই বর্ধমান জেলার শহরতলিতে অবস্থিত। তিনি দুর্গাপুরে তড়িৎ প্রকৌশল বিভাগে পড়ার সুযোগ পেলেও তার আসল ইচ্ছে ছিল অভিনেতা হওয়া। তাই তিনি কলকাতাতে চলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করে। বর্তমানে অভিনয় ছাড়াও তিনি কলকাতায় অবস্থিত দ্য হেরিটেজ একাডেমিতে বিবিএ পড়েছেন। তিনি বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের নিকট নাচ শিখেছেন।

অভিনয় জীবন[সম্পাদনা]

অঙ্কুশ রোমান্টিক-কমেডি ছবি কেল্লাফতেতে অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েন। প্রিন্স এন্টারটেইনমেট পি৪-এর ব্যানারে পীযূষ সাহার পরিচালনায় মুক্তিপাওয়া এই ছবিটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্রে অঙ্কুশের অভিনয় সবার চোখে পড়ে। নব অভিনেত্রী রুপশ্রীর বিপরীতে এই চলচ্চিত্রের প্রচারণা ছিল অনেক বেশি এবং নায়কের উপর ফোকাস করা হয়। ফলে ইন্ড্রাস্ট্রি একজন নতুন নায়ককে খুঁজে পায়। এই চলচ্চিত্রের গানগুলি জনপ্রিয় হয় এবং অঙ্কুশের নাচ দেখে সবাই বুঝতে পারে, অঙ্কুশ একজন ভাল নর্তক। ২০১২ সালে তিনি বিখ্যাত প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ব্যানারে, রাজিব বিশ্বাসের পরিচালনায় এবং শ্রাবন্তীর বিপরীতে মুক্তি পায় ইডিয়ট। ছবিটি ব্লকবাস্টার না হলেও এর তোকে হেব্বি লাগছে এবং পাগলি তোকে রাখব বড়ো আদরে গানদ্বয় জনপ্রিয় হয়।

২০১৩ সালে পুনরায় শ্রাবন্তীর বিপরীতে এবং এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায় কানামাছি। এই চলচ্চিত্র পরিচালনা করেন রাজ চক্রবর্তী। একই বছর ১১ই অক্টোবর মুক্তি পায় তার চতুর্থ চলচ্চিত্র খিলাড়ি। আবারো এসকে মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিতে অঙ্কুশের বিপরীতে ছিলেন নুসরাত জাহানঅশোক পাতি এই ছবিটির পরিচালক। এই ছবিটি অপর দুই প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দার ফিল্মসের মুক্তি দেয়া দুইটি চলচ্চিত্রের সাথে মুক্তি পায়। এই দুটি চলচ্চিত্র হল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত প্রসেনজিত চট্টোপাধ্যায়সহ আরো অনেক অভিনীত কাকাবাবু সিরিজের জনপ্রিয় কাহিনীর ওপর নির্মিত মিশর রহস্য; এবং সুরিন্দার ফিল্মস প্রযোজিত ও রাজা চন্দ পরিচালিত সুপারস্টার দেবকোয়েল মল্লিক অভিনীত রংবাজ

অভিনীত চলচ্চিত্র[সম্পাদনা]

ছুরি চিহ্নিত চলচ্চিত্রগুলির নির্মাণ চলছে
সাল চলচ্চিত্র ভূমিকা সহ-অভিনেত্রী পরিচালক পুননির্মাণ
২০১০ কেল্লাফতে শিবু রুপশ্রী পীযুষ সাহা তেলুগু চলচ্চিত্র: আতা
২০১২ ইডিয়ট সম্রাট শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাজিব বিশ্বাস তামিল চলচ্চিত্র: থিরুভিলায়াদাল আরামবাম
২০১৩ কানামাছি আবীর শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাজ চক্রবর্তী তামিল চলচ্চিত্র: কো
২০১৩ খিলাড়ি সুলেমান নুসরাত জাহান অশোক পাতি মালয়ালম চলচ্চিত্র: উদয়পুরাম সুলতান
২০১৪ আমি শুধু চেয়েছি তোমায় [১] অভিজিৎ শুভশ্রী গাঙ্গুলী অশোক পাতি, অনন্য মামুন তেলুগু চলচ্চিত্র: আর্য ২
২০১৫ রোমিও বনাম জুলিয়েট[২] রোমিও মাহিয়া মাহী অশোক পাতি পাঞ্জাবি চলচ্চিত্র: সিং বনাম কৌর
২০১৫ জামাই ৪২০ জয় নুসরাত জাহান রবি কিনাগী কমেডী চলচ্চিত্র
২০১৫ আশিকী রাহুল নুসরাত ফারিয়া মাজহার অশোক পাতি তেলুগু চলচ্চিত্র: ইশক
২০১৬ কি করে তোকে বলবো আকাশ মিমি চক্রবর্তী রবি কিনাগী কন্নড় চলচ্চিত্র: মিলানা
কেলোর কীর্তি অপূর্ব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় রাজা চন্দ তামিল চলচ্চিত্র: চার্লি চ্যাপলিন
জুলফিকার আক্তার আহমেদ নুসরাত জাহান সৃজিত মুখোপাধ্যায় উপন্যাস হতে প্রাপ্ত
হরিপদ ব্যান্ডওয়ালা হরিপদ নুসরাত জাহান পথিকৃৎ বসু পাঞ্জাবি চলচ্চিত্র: ডিস্কো সিং
২০১৭ আমি যে কে তোমার আদিত্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান রবি কিনাগী মারাঠি চলচ্চিত্র: মিঠা
বলো দুর্গা মাই কি শ্যামো নুসরাত জাহান রাজ চক্রবর্তী পুনঃনির্মাণ চলচ্চিত্র
২০১৮ ভিলেন জয়/রাজা মিমি চক্রবর্তী, ঋত্বিকা সেন বাবা যাদব
২০১৯ বিবাহ অভিযান অনুপম নুসরাত ফারিয়া বিরসা দাশগুপ্ত বিবাহ অনুপ্রেরিত
বিক্রম ছুরি বিক্রম শিন্ডে শুভশ্রী গাঙ্গুলী রাজা চন্দ পুনঃনির্মাণ চলচ্চিত্র
ডি ফর ড্যান্স ছুরি ঘোষিত হবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাবা যাদব

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

সাল পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১১ বিগ বাংলা নবাগত তারকা পুরস্কার বিগ বাংলা নবাগত তারকা পুরস্কার-সেরা নর্তক (পুরুষ) কেল্লাফতে বিজয়ী
২০১৫ কালাকার পুরস্কার সেরা তারকা (পুরুষ) আমি শুধু চেয়েছি তোমায় (২০১৪) বিজয়ী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অঙ্কুশ-শুভশ্রীর দার্জিলিং শ্যুটের অ্যালবামে চোখ বোলাল এবেলা"Ebela। ৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৪ 
  2. "রোমিও ভার্সেস জুলিয়েট"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]