ঋত্বিক চক্রবর্তী
ঋত্বিক চক্রবর্তী | |
---|---|
জন্ম | ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ, ভারত | ৩১ মার্চ ১৯৭৭
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | অপরাজিতা ঘোষ দাস |
ঋত্বিক চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা, যিনি বাংলা সিনেমায় কাজ করেন।[১] ২০০৭ সালে পাগল প্রেমী সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন।[২] তিনি বিভিন্ন ধরণের চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, এজন্য তাকে বাংলা চলচ্চিত্র শিল্পের একজন বহুমুখী অভিনেতা হিসেবে গণ্য করা হয়।
ব্যক্তিজীবন
[সম্পাদনা]ঋত্বিক চক্রবর্তী ১৯৭৭ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেছিলেন।[৩] ২০১১ সালে অপরাজিতা ঘোষ দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]ঋত্বিক চক্রবর্তী ছোটবেলা থেকেই বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। বড় হওয়ার সাথে সাথে তিনি অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। অনেক সংগ্রাম করে তিনি আজকের এই স্থানে আসতে পেরেছেন। প্রথমে তিনি কয়েকটি টেলিভিশন ধারাবাহিক এবং টেলিফিল্মে কাজ করেন।পাগল প্রেমী চলচ্চিত্রে তার অভিষেক হয়। ২০০৮ সালের তিনি অঞ্জন দত্তের কাল্ট চলচ্চিত্র চলো লেটস গো- তে হাজির হন, তারপরে রিমঝিম মিত্র, আবির চ্যাটার্জি এবং পায়েল সরকারের সাথে ক্রস কানেকশন এবং রাজ চক্রবর্তীর লে ছক্কা (২০১০) চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ২০১৩ সালে ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং ২০১৪ সালের শব্দ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার ইস্ট সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ঋত্বিক ২০২১ সালের বিরহী নামে একটি বাংলা ওয়েব ধারাবাহিক তৈরি করেছেন।[৫]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি তা নির্দেশ করে |
বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০০৬ | বিশ্বাস নাও করতে পারেন | প্রদীপ্ত ভট্টাচার্য | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
২০০৭ | পাগল প্রেমী | হারা পট্টনায়েক | চলচ্চিত্রে অভিষেক | |
২০০৮ | চলো লেটস গো | শেখর | অঞ্জন দত্ত | |
২০০৯ | ক্রস কানেকশন | আকাশ | অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় | |
২০১০ | লে ছক্কা | রজত | রাজ চক্রবর্তী | |
২০১১ | নেকলেস | বিশ্বনাথ | সেখর দাস | |
২০১২ | শব্দ | তারক দত্ত | কৌশিক গাঙ্গুলি | |
২০১৩ | ফড়িং | ইন্দ্রনীল রায় চৌধুরী | ||
আবর্ত | সিদ্ধার্থ মিত্র | অরিন্দম শীল | ||
খঞ্চা | রাজা সেন | |||
সাইকেল কিক | দেবাশীষ সেন শর্মা ও সুমিত দাস | |||
গোলমালে পিরিত করো না | অনিন্দ্য ব্যানার্জি | |||
বাকিটা ব্যক্তিগত | প্রমিত | প্রদীপ্ত ভট্টাচার্য | ||
মহাপুরুষ ও কাপুরুষ | রিমঝিমের স্বামী | অনিকেত চট্টোপাধ্যায় | ||
২০১৪ | তিন পট্টি | মুকুল | দীপায়ন মন্ডল ও রেহেনা পারভিন জেনি | |
এক ফালি রোদ | অতনু ঘোষ | |||
আসা যাওয়ার মাঝে | আদিত্য বিক্রম সেনগুপ্ত | |||
২০১৫ | এবর শবর | পান্টু হালদার | অরিন্দম শীল | |
ভিতু | রনি | উৎসব মুখার্জি | ||
নির্বাক | মৃত্যুঞ্জয় কর্মকার | সৃজিত মুখার্জি | ||
অনুব্রত ভাল আছো? | পার্থ সেন | |||
বিটনুন | রাহুল | অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় | ||
ক্রস কানেকশন ২ | অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় | |||
হর হর ব্যোমকেশ | অজিত বন্দোপাধ্যায় | অরিন্দম শীল | [৬] | |
২০১৬ | পিছুতান | অয়ন চক্রবর্তী | ||
বেহালা বাদক | বেহালা বাদক | বৌদ্ধায়ন মুখার্জি | ||
সাহেব বিবি গোলাম | জাভেদ | প্রতিম ডি. গুপ্তা | ||
ব্যোমকেশ পর্ব | অজিত বন্দোপাধ্যায় | অরিন্দম শীল | ||
২০১৭ | বিবাহ ডায়েরি | মৈনাক ভৌমিক | ||
ছায়া ও ছবি | জিতু | কৌশিক গাঙ্গুলি | ||
চলচ্চিত্র সার্কাস | মৈনাক ভৌমিক | |||
অসমপ্ত | সুমন মুখোপাধ্যায় | |||
ভালোবাসার শহর | আদিল | ইন্দ্রনীল রায় চৌধুরী | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
মাছের ঝোল | প্রতিম ডি. গুপ্তা | |||
রংবেরঙের কড়ি | রঞ্জন ঘোষ | |||
নগরকীর্তন | মধু | কৌশিক গাঙ্গুলি | ||
চিলেকোঠা | ||||
২০১৮ | গুট নাইট সিটি | কমলেশ্বর মুখোপাধ্যায় | ||
হ্যাপি পিল | মৈনাক ভৌমিক | |||
আহরে মন | মাইকেল | প্রতিম ডি. গুপ্তা | [৭] | |
সংসার | অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় | |||
২০১৯ | ভিঞ্চি দা | আদি বোস | সৃজিত মুখার্জি | |
তারিখ | চূর্ণী গাঙ্গুলী | |||
জ্যেষ্ঠপুত্র | পার্থ | কৌশিক গাঙ্গুলি | ||
শান্তিলাল ও প্রজাপতি রহস্য | শান্তিলাল | প্রতিম ডি. গুপ্তা | ||
পরিণীতা | বাবাই | রাজ চক্রবর্তী | [৮] | |
রাজলক্ষী ও শ্রীকান্ত | শ্রীকান্ত | প্রদীপ্ত ভট্টাচার্য | ||
বরুণবাবুর বন্ধু | পুত্র | অনিক দত্ত | ||
বুড়ো সাধু | আবির | ভিক | ||
দ্য হাংগার আর্টস্ট | কমলেশ্বর মুখোপাধ্যায় | সংক্ষিপ্ত চলচ্চিত্র | ||
টেকো | অভিমন্যু মুখোপাধ্যায় | [৯] | ||
২০২১ | বিনিসুতোয় | কাজল | অতনু ঘোষ | |
৭২ ঘন্টা | সৌরভ | অতনু ঘোষ | ||
২০২২ | অনন্ত | শুভ | অভিনন্দন দত্ত | |
ধর্মযুদ্ধ | রাঘব | রাজ চক্রবর্তী | [১০] | |
২০২৩ | মায়ার জঞ্জল | চান্দু | ইন্দ্রনীল রায় চৌধুরী | বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগ[১১] |
তারকার মৃত্যু | হরনাথ চক্রবর্তী | [১২] | ||
একটু সরে বসুন | গুড্ডু | কমলেশ্বর মুখোপাধ্যায় | [১৩] | |
২০২৪ | ভূতপরী | মাখন চোর | সৌকর্য ঘোষাল | [১৪] |
পরিচয় গুপ্ত | শরদিন্দু নাথ সেন | রণ রাজ |
টেলিভিশন এবং ওয়েব
[সম্পাদনা]- জোশ
- কানকাঞ্জলি
- এক পালকে একটু দেখা
- কুহেলি
- নীর ভাঙ্গা ঘোর
- বাঁধন
- রইল ফেরার নিমন্ত্রণ
- বন্হিশিখা
- নীল সিমানা
- ভোর বৃষ্টি
- গোয়েন্দা গিন্নি নিজেই
- গোরা (ওয়েব সিরিজ) (হইচই)
- মুক্তি (ওয়েব সিরিজ) (জি৫)
- শাবাশ ফেলুদা (ওয়েব সিরিজ) (জি৫)
- গোরা ২ (ওয়েব সিরিজ) (হইচই)
- শম্ভু বাবা/হারুর চরিত্রে আবর প্রলয় (ওয়েব সিরিজ) (জি৫)
- মিস্টার কলকাতা (ওয়েব সিরিজ) (হইচই)
পুরস্কার
[সম্পাদনা]- ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড (২০২৩)- অনন্ত [বিজয়ী] জন্য সেরা অভিনেতা (সমালোচকদের পছন্দ) [১৫]
- ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড (২০২২)- বিনিসুতয়ের জন্য সেরা অভিনেতা [বিজয়ী] [১৬]
- ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট [বিজয়ী] (২০২১)- জ্যেষ্ঠপুত্র (২০১৯) [বিজয়ী] [১৭] এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা
- পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার (২০২০)- ভিঞ্চি দা-র জন্য নেতিবাচক ভূমিকায় সেরা অভিনেতা। [বিজয়ী] [১৮]
- ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস (২০২০) - নগরকীর্তনের জন্য সেরা অভিনেতা [মনোনীত]
- ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট - রাজলক্ষী ও শ্রীকান্ত (২০১৯)-এর জন্য সমালোচকের পছন্দ সেরা অভিনেতা পুরুষ - [মনোনীত] (২০২০)
- ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস (২০১৮) সেরা অভিনেতার জন্য মাছের ঝোল (২০১৭)- [মনোনীত] [১৯]
- ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট (২০১৭)-সাহেব বিবি গোলামের জন্য সেরা পার্শ্ব অভিনেতা (২০১৬) [বিজয়]
- ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস (২০১৭) সাহেব বিবি গোলাম (২০১৬)-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা -[*বিজয়ী*] [২০]
- রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল, জুরি পুরস্কার [মনোনীত] (২০১৬) বেহালা প্লেয়ারের জন্য সেরা অভিনেতা (২০১৫)
- ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা (২০১৪)- শব্দ (২০১২)-এর জন্য সেরা অভিনেতা - *[বিজয়ী]* [২১]
- আনন্দবাজার পত্রিকা কর্তৃক "সেরা বাঙ্গালী" পুরস্কার (২০১৫) [২২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bangla, TV9 (২২ জুন ২০২১)। "প্রযোজক স্বয়ং ঋত্বিক চক্রবর্তী! আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রদীপ্ত ভট্টাচার্যর প্রথম ওয়েব সিরিজ 'বিরহী'"। টিভি৯ বাংলা। সংগ্রহের তারিখ জুন ২২, ২০২১।
- ↑ "অভিনয়ের জন্য মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের চাকরি ছেড়েছিলেন ঋত্বিক!"। Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৭।
- ↑ "ঋত্বিকের জন্মদিনে তাঁর অভিনীত কিছু সেরা ছবির একনজরে"। Indian Express Bangla। ২০২০-০৪-০১। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৭।
- ↑ "'বিয়ের জন্মদিন', ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি ভাগ ঋত্বিকের"। Eisamay। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৭।
- ↑ Bangla, TV9 (২০২১-০৬-২২)। "প্রযোজক স্বয়ং ঋত্বিক চক্রবর্তী! আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রদীপ্ত ভট্টাচার্যর প্রথম ওয়েব সিরিজ 'বিরহী'"। TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬।
- ↑ "Har Har Byomkesh actors share their experiences"। The Times of India। সংগ্রহের তারিখ ১৩ ডিসে ২০১৫।
- ↑ "Ahare Mon movie review"। The Times of India। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮।
- ↑ "'Parineeta' completes one year: Why Raj Chakraborty's film more than just a typical family drama"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৯।
- ↑ "Ritwick Chakraborty on Teko"। The Telegraph। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৯।
- ↑ "অতিনাটকীয় গল্পে অভিনয়ই ছবির সেরা প্রাপ্তি, কেমন হল রাজ চক্রবর্তীর 'ধর্মযুদ্ধ'?"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬।
- ↑ "বিশ্বের আকর্ষণীয় সিনেমার তালিকায় 'মায়ার জঞ্জাল', অভিনয়ে ঋত্বিক, অপি করিম"। Hindustantimes Bangla। ২০২৩-০১-৩০। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬।
- ↑ Ananda, A. B. P. (২০২৩-০৯-০৬)। "কালিম্পংয়ে ছুটি কাটাতে গিয়ে বিপদে ঋত্বিক-পার্নো, রহস্য সমাধানে রঞ্জিত মল্লিক!"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬।
- ↑ "কমলেশ্বরের সফর সঙ্গী পাওলি-ঋত্বিক-ইশা-পায়েল, চলছে 'একটু সরে বসুন' এর শ্যুটিং"। Eisamay। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬।
- ↑ "পরি পিসির পর 'ভূত পরী' নিয়ে আসছেন পরিচালক সৌকর্য ঘোষাল"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬।
- ↑ "Anik Dutta's 'Aparajito' sweeps WBFJA awards"। The Telegraph।
- ↑ "Award 2022 - WBFJA: Welcome to the official website of West Bengal Film Journalists' Association"। ২০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৩।
- ↑ "Winner List of Filmfare Awards Bangla 2020"।
- ↑ "Award 2020 - WBFJA: Welcome to the official website of West Bengal Film Journalists' Association"। ৩১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৩।
- ↑ "Nominations 2017 - WBFJA: Welcome to the official website of West Bengal Film Journalists' Association"। ৩১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৩।
- ↑ "Award 2017 - WBFJA: Welcome to the official website of West Bengal Film Journalists' Association"। ৩১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৩।
- ↑ "Winners of Vivel Filmfare Awards East"।
- ↑ "ABP Ananda recognises Bengali achievers with Sera Bangali Awards"। bestmediainfo.com। ২৮ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ঋত্বিক চক্রবর্তী (ইংরেজি)