আশনা হাবিব ভাবনা
আশনা হাবিব ভাবনা | |
---|---|
স্থানীয় নাম | ভাবনা |
জন্ম | |
বাসস্থান | ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশী |
যেখানের শিক্ষার্থী | বাংলাদেশ লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয় |
পেশা | মডেল অভিনেত্রী ক্লাসিকাল ডান্সার উপস্থাপিকা |
কার্যকাল | ২০০৬–বর্তমান |
আদি নিবাস | নীলফামারী |
উচ্চতা | ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার) |
পিতা-মাতা | হাবিবুল ইসলাম (পিতা) রেহানা হাবিব |
পুরস্কার | ন্যাশনাল পুরস্কার বেস্ট ডান্স আর্টিস্ট (২০০৩) বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার (২০০৬) হলদিয়া উৎসব পুরস্কার (ভারত) সারা ডান্স আর্টিস্ট (২০০৮) ইয়োথ ফেডারেশন পুরস্কার (মালয়শিয়া) বেস্ট ডান্স আর্টিস্ট (২০১০) |
আশনা হাবিব ভাবনা বাংলাদেশের একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও তিনি একজন পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী। যিনি সিনেমা পাড়ায় "ভাবনা" নামে পরিচিত।[১]
পরিচ্ছেদসমূহ
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
ভাবনা গ্রামের বাড়ি নীলফামারীতে। তবে তিনি ১৯৯৪ সালের ০৩ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা হাবিবুল ইসলাম একজন মঞ্চ অভিনেতা ও গল্প লেখক এবং তার মা রেহানা হাবিব একজন গৃহিণী।
শিক্ষাগত যোগ্যতা[সম্পাদনা]
তিনি বাংলাদেশ লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও ইংরেজিতে স্নাতক করেছেন।
অভিনয় জীবন[সম্পাদনা]
ভাবনা তার অভিনয় জীবন শুরু করেন "নট আউট" নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। ২০১৭ সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে।[২] যা পরিচালনা করেছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত পরিচালক অনিমেষ আইচ।
টিভি ধারাবাহিক[সম্পাদনা]
- নট আউট
- ফার্স্ট ডেট
- রূপ কথা
- কামিং সুন
- রেড ড্রাগন টু রানিগঞ্জ
- কুতুমিয়া
- কানিক্ষা
- ভুবন যাবে শশুর বাড়ি - সঙ্গে যাবে কে
- ঘাস ফড়িং
- ভুবনের বাসর রাত
- টার্নিং পয়েন্ট
- হিরো ভাইয়ের হিরোইন
- দ্যা বস
- আয়না কাহিনী
- অস্কার
- প্যাকেজ রঙ্গ
- আহা কি সুন্দর
- অসহ্যদিম্ব
- এবং তুমি, আশ্রয়
চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]
পণ্যদূতের ভূমিকা[সম্পাদনা]
ভাবনা এই পর্যন্ত গ্রামীণফোন, মজো, রাঁধুনী, প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, ফ্রুটো, দৈনিক কালের কণ্ঠ, দ্যা ডেইলি সান, পারটেক্স, স্প্রিন্ট মোবাইল ও রবি কোম্পানির পণ্যদূত হিসেবে কাজ করেছেন।
পুরস্কার[সম্পাদনা]
- ন্যাশনাল পুরস্কার বেস্ট ডান্স আর্টিস্ট (২০০৩)
- বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার (২০০৬)
- হলদিয়া ফেস্টিভাল পুরস্কার (ইন্ডিয়া)
- সারা ডান্স আর্টিস্ট (২০০৮)
- ইয়োথ ফেডারেশন পুরস্কার (মালয়শিয়া) বেস্ট ডান্স আর্টিস্ট (২০১০)
উপস্থাপিকা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Ashna Habib Bhabna"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০২।
- ↑ "ভাবনার নতুন 'ভাবনা'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
ইন্টারনেট মুভি ডেটাবেজে আশনা হাবিব ভাবনা (ইংরেজি)